Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিরমিয় 2:34 - পবিএ বাইবেল CL Bible (BSI)

34 দস্যুর রক্তে নয়, নিরপরাধ দীন-দরিদ্রের রক্তেই তোমার পোশাক কলঙ্কিত। কিন্তু এসব সত্ত্বেও

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

34 আর তোমার পোশাকে নির্দোষ দীনহীন লোকদের রক্ত পাওয়া যাচ্ছে; তুমি তাদেরকে সিঁধ কাটার সময়ে ধর নি, কিন্তু এসব এই দুষ্কর্ম করার পরেও তুমি বলেছ,

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

34 তোমার পোশাকে দেখা যাচ্ছে নির্দোষ দরিদ্রদের রক্তের দাগ, যদিও তোমার ঘরে তুমি তাদের সিঁধ কাটতে দেখনি। এত কিছু সত্ত্বেও

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

34 আর তোমার বস্ত্রের অঞ্চলে নির্দ্দোষ দীনহীন প্রাণীদের রক্ত পাওয়া যাইতেছে; তুমি তাহাদিগকে সিঁধ কাটিবার সময়ে ধর নাই, কিন্তু ঐ সকলের উপরে [এই দুষ্ক্রিয়াও করিয়াছ];

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

34 তাই তোমার হাতে নিরীহ গরীব মানুষের রক্তের দাগ। সাধারণ মানুষের ওপর অত্যাচার করেও তোমার শান্তি হয় নি। তুমি তাদের তোমার বাড়ীতে চুরি করতে দেখনি। তুমি তাদের বিনা কারণে মেরে ফেলেছিলে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

34 তোমার পোশাকে নির্দোষ এবং গরিব লোকেদের রক্ত পাওয়া গেছে। সেই লোকেরা সিঁধ কাটার মত কাজ করে নি।

অধ্যায় দেখুন কপি




যিরমিয় 2:34
22 ক্রস রেফারেন্স  

তার উপরে, মনঃশি বহু নিরপরাধ লোককে হত্যা করে জেরুশালেমে রক্তবন্যা বইয়ে দিয়েছিলেন। যিহুদীয়ার লোকদের প্রতিমা পূজায় লিপ্ত করে প্রভুর কাছে যে পাপ তিনি করেছিলেন তার সাথে এই পাপও যুক্ত হয়েছিল।


এ কাজ যে আমি করতে চলেছি, তার কারণ প্রজারা আমাকে পরিত্যাগ করেছে এবং অন্যান্য অলীক দেবতাদের কাছে বলি ও নৈবেদ্য উৎসর্গ করে এই স্থানকে অশুচি করেছে। এই সমস্ত দেবতাদের বিষয়ে তারা বা তাদের পূর্বপুরুষেরা, বা যিহুদীয়ার রাজারা কিছুই জানে না। নিরপরাধ মানুষের রক্তে এখানকার মাটি তারা রাঙিয়ে দিয়েছে এবং


বিশেষ করে জেরুশালেমে নির্দোষের রক্তপাতের জন্যই প্রভু পরমেশ্বর মনঃশিকে ক্ষমা করেন নি।


তাকে অবশ্যই ক্ষতিপূরণ দিতে হবে। যদি সে নিঃস্ব হয় তাহলে তাকেই বিক্রি করে ক্ষতিপূরণের টাকা আদায় করতে হবে। যদি চোরাই পশু — গরু, গাধা কিংবা ভেড়া তার কাছে জীবিত অবস্থায় পাওয়া যায়, তাহলে তাকে দ্বিগুণ ক্ষতিপূরণ দিতে হবে। সিঁধ কাটার সময় যদি কোন চোর ধরা পড়ে এবং আহত হয়ে মারা যায়, তাহলে সেই খুনের জন্য কেউ দায়ী হবে না। কিন্তু সূর্যোদয়ের পর এই ঘটনা ঘটলে আঘাতকারী খুনের দায়ে পড়বে।


নগরে হত্যা লীলা চলেছে কিন্তু এক ফোঁটা রক্তও মাটিতে পড়েনি, যাতে ধূলোয় ঢাকা পড়ে। কিন্তু রক্তপাত হয়েছে উন্মুক্ত পাথরের উপরে।


আমি সদাজাগ্রত ঈশ্বর, একথা যেমন সত্য, তেমনি এও ধ্রুব সত্য যে, আমি তোমাদের কোন কথাই শুনব না।


এই সমস্ত ঘৃণ্য কার্যকলাপের জন্য আমার প্রজাবৃন্দ কি লজ্জিত? না, তারা বিন্দুমাত্র লজ্জিত নয়, লজ্জা কাকে বলে, তা তারা জানেই না। তাই, অন্যান্যদের মত তাদেরও পতন হবে। যখন আমি তাদের শাস্তি দেব, তখনই তারা শেষ হয়ে যাবে চিরকালের মত। আমি প্রভু পরমেশ্বর, এই কথা বললাম।


হিন্নোম উপত্যকায় তারা তোফৎ নামে একটি বেদী তৈরি করেছে। সেখানে তারা তাদের ছেলেমেয়েদের বলিদান করে হোম করবে। এ কাজ করতে আমি তাদের আদেশ দিইনি—এ কথা আমার মনেও আসেনি।


এইসব ঘৃণ্য কাজের জন্য তারা কি লজ্জিত? না, তারা বিন্দুমাত্র লজ্জিত নয়। তারা জানেই না লজ্জা কাকে বলে। কাজেই, আর সকলের যেভাবে পতন হয়েছে, সেইভাবে তাদেরও পতন হবে। আমি যখন তাদের শাস্তি দেব, সে-ই হবে তাদের শেষ পরিণাম। আমি, প্রভু পরমেশ্বর এই কথা বললাম।


তোমাদের পা ছুটে চলে দুষ্কর্মের পথে। নিরাপরাধ ব্যক্তিকে হত্যা করতে তোমরা বিন্দুমাত্র দ্বিধাবোধ কর না। যেখানেই তোমরা যাও, সেখানেই সর্বনাশ ও ধ্বংস ডেকে আন।


তোমরা তোমাদের পবিত্র ওক গাছের তলায় উর্বরতার দেবতার উপাসনা কর কামকেলিতে মত্ত হয়ে। ঝরণার কাছে পর্বতগুহায় তোমরা তোমাদের সন্তানদের বলিদান করে থাক।


তোমাদের হস্ত নিরপরাধের রক্তে কলঙ্কিত, তোমাদের অঙ্গুলি লিপ্ত পাপাচারে। তোমাদের ওষ্ঠাধর মিথ্যা কথা বলে, জিহ্বা উচ্চারণ করে অন্যায় অবিচারের বাণী।


নিশ্চিতভাবেই তুমি জান, প্রেমিকদের পিছনে কি করে ছুটতে হয়। অতি নিকৃষ্ট রমণীও এই বিদ্যা তোমার কাছে শিখতে পারে।


বিদেশী, পিতৃমাতৃহীন অনাথ এবং বিধবাদের অসহায় অবস্থার সুযোগ নিয়ে তাদের নিপীড়ন করো না। দেশের নিরীহ মানুষদের হত্যা করা বন্ধ কর। অলীক দেবতাদের পূজা বন্ধ কর, অন্যথায় ধ্বংস হয়ে যাবে তোমরা।


অশুচিতার ক্লেদাক্ত গ্লানি তাকে ঘিরে ধরেছিল, তবু চেতনা হয়নি তার, এই শোচনীয় পরিণামে তাকে কে দেবে সান্ত্বনা? শত্রুর জয়লাভে অভাগী জেরুশালেম কেঁদে কেঁদে জগদীশ্বরের করুণা করেছে ভিক্ষা।


তারা অন্ধের মত ফিরেছে পথে পথে নিরীহের রক্তে কলুষিত দেহ, ওদের সকলেই করেছে পরিহার।


ঈশ্বর বললেন, ইসরায়েল ও যিহুদীয়া মহাপাপ করেছে। তারা সারা দেশে হত্যাকাণ্ড চালিয়েছে, অন্যায়-অবিচারে ভরিয়ে তুলেছে জেরুশালেম নগরী। তারা মনে করে, ঈশ্বর এখানে নেই, তাদের তিনি দেখতে পাচ্ছেন না।


নেতারা সিংহের মত গর্জন করতে করতে তাদের শিকার ছিঁড়ছে। তারা লোকদের হত্যা করে তাদের সমস্ত ধন-সম্পত্তি নিয়ে নেয় এবং এভাবে নরহত্যার ফলে রেখে যায় অসংখ্য বিধবাকে।


যদি কোন লোক কারও গরু বা ভেড়া চুরি করে মেরে খায় কিম্বা বিক্রি করে তাহলে তাকে একটি গরুর বদলে পাঁচটি গরু এবং একটি ভেড়ার বদলে চারটি ভেড়া ক্ষতিপূরণ দিতে হবে।


ধর্মপ্রাণ মানুষেরা ব্যভিচার ও হত্যার অভিযোগে তাদের অভিযুক্ত করবে কারণ তারা ব্যভিচারে লিপ্ত, তাদের হাত রক্তে কলঙ্কিত।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন