Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিরমিয় 2:12 - পবিএ বাইবেল CL Bible (BSI)

12 এই ঘটনায়, হে অন্তরীক্ষ, চমকিত হও, ঘৃণায় আতঙ্কে শিহরিত হও, স্তম্ভিত হও বিস্ময়ে!

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

12 হে আসমান, এতে স্তম্ভিত হও, রোমাঞ্চিত হও, নিতান্ত অসার হয়ে পড়, মাবুদ এই কথা বলেন।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

12 হে আকাশমণ্ডল, এই ঘটনায় স্তম্ভিত হও এবং প্রচণ্ড আতঙ্কে শিহরিত হও,” সদাপ্রভু এই কথা বলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

12 হে আকাশমণ্ডল, ইহাতে স্তম্ভিত হও, রোমাঞ্চিত হও, নিতান্ত অসাড় হইয়া পড়, ইহা সদাপ্রভু কহেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

12 “হে আকাশমণ্ডল, যা সব ঘটেছিল তাতে আশ্চর্য হও! প্রচণ্ড ভয়ে কাঁপতে থাকো!” এই ছিল প্রভুর বার্তা।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

12 হে আকাশমণ্ডল, এর জন্য হতভম্ব হও এবং ভয়ে কাঁপ, এটি সদাপ্রভুর ঘোষণা।

অধ্যায় দেখুন কপি




যিরমিয় 2:12
10 ক্রস রেফারেন্স  

প্রভু পরমেশ্বর বললেন, আকাশ ও পৃথিবী, শোন আমার কথা! যে সন্তানদের আমি লালন পালন করলাম তারা বিদ্রোহ করল আমার বিরুদ্ধে।


হে পর্বতশ্রেণী ও পৃথিবীর অটল স্তম্ভরাজি, তোমরাও শোন প্রভুর অভিযোগ, নিজ প্রজাবৃন্দের সঙ্গে প্রভুর বিরোধ ঘটেছে, তিনি বিতর্কে লিপ্ত হয়েছেন ইসরায়েলের সঙ্গে।


ও আমার দেশ, জন্মভূমি আমার! শোন, তুমি, প্রভু পরমেশ্বর কি বলেছেনঃ


শোন হে পৃথিবী, ওরা আমার উপদেশ প্রত্যাখান করেছে, আমার কোন কথা শোনে নি। তাই ওদের সমস্ত কুকর্মের জন্য আমি ওদের ধ্বংস করব।


হে আকাশ, শোন আমার কথা শুনুক পৃথিবীও আমার মুখের বাণী।


বেলা বারোটা থেকে তিনটে পর্যন্ত সারা দেশ অন্ধকার হয়ে রইল।


আমি পৃথিবীর দিকে চেয়ে দেখলাম। —দেখলাম, পৃথিবী ঊষর, বন্ধ্যা। —চেয়ে দেখলাম আকাশের দিকে, –—সেখানে আলো নেই।


তোমরা মোহাচ্ছন্ন হয়ে পথ চল! থাক অন্ধ হয়ে! সুরা পান না করেই মত্ত হয়ে ওঠ! বিন্দুমাত্র সুরা বিনাই পা তোমাদের টলতে থাকুক।


প্রভু পরমেশ্বর বলেন, প্রতিটি জাতিকে জিজ্ঞাসা কর, এমন ঘটনা কি আগে ঘটেছে কখনও? ইসরায়েল জাতি এক ভয়াবহ কাজ করেছে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন