Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিরমিয় 2:10 - পবিএ বাইবেল CL Bible (BSI)

10 পশ্চিমে সাইপ্রাস দ্বীপে যাও, পূর্বদিকে কেদরদেশে পাঠিয়ে দাও কাউকে, দেখবে, এমন ঘটনা কখনও ঘটেনি আগে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

10 বস্তুত তোমরা পার হয়ে সাইপ্রাস দ্বীপের উপকূলগুলোতে যাও, দেখ; আর কায়দারে লোক পাঠাও, সূক্ষ্ম বিবেচনা কর, দেখ, কখনও এমন হয়েছে কি না?

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

10 তোমরা পার হয়ে সাইপ্রাসের উপকূলগুলিতে যাও এবং চেয়ে দেখো, কেদরে লোক পাঠাও এবং ভালো করে খোঁজখবর করো; দেখো তো সেখানে কোনোদিন এমন কিছু হয়েছে কি না:

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

10 বস্তুতঃ তোমরা পার হইয়া কিত্তীয়দের উপকূল সমূহে যাও, দেখ; আর কেদরে লোক পাঠাও, সূক্ষ্ম বিবেচনা কর, দেখ, এমন কি হইয়াছে?

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

10 যাও, সমুদ্রের ওপারে কিত্তীয়দের দ্বীপে। কোন একজনকে কেদরের দেশে পাঠাও। দেখ আর কেউ কখনও এরকম করেছে কিনা। সেখানে দেখো কেউ তোমাদের মতো এই কাজ করছে কিনা।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

10 কারণ পার হয়ে কিত্তীয়দের উপকূলে গিয়ে দেখ, কেদরে দূত পাঠাও এবং খুব ভাল করে লক্ষ্য কর এবং দেখ যদি সেখানে এই রকম কোন কিছু কখনও হয়।

অধ্যায় দেখুন কপি




যিরমিয় 2:10
21 ক্রস রেফারেন্স  

হায়, তোমাদের সাথে বসতি আমার এ যেন মেশেক অথবা কেদরবাসীর শিবিরে আমার প্রবাস।


আমি শুনলাম, তোমাদের মধ্যে কেউ কেউ এমন ব্যভিচারে লিপ্ত যা ম্লেচ্ছদের মধ্যেও দেখা যায় না, এমন কি সে তার বিমাতার সঙ্গে সহবাস করছে।


রোমীয় নৌবাহিনী পশ্চিম দিকে থেকে এসে তাকে রুখে দাঁড়াবে। সে ভয় পেয়ে ফিরে যাবে। ফিরে গিয়ে উন্মত্ত হয়ে ঈশ্বরের প্রজাদের ন্যায়ধর্মের বিনাশ সাধন করতে চেষ্টা করবে। যারা সেই ধর্ম পরিত্যাগ করেছে তাদের পরামর্শ অনুযায়ী প্রচুর ক্ষতিসাধন করবে।


তোমার দাঁড় তৈরীর জন্য বাশান থেকে এনেছে ওক গাছ। সাইপ্রাসের পাইন কাঠ দিয়ে তৈরী করেছে তোমার অন্তঃপুর, সাজিয়ে দিয়েছে গজদন্তের সুশোভন কারুকার্যে।


তারপর প্রভু পরমেশ্বর আমাকে বললেন, সম্পূর্ণ এক বছরের মধ্যে কেদর গোষ্ঠীর সমস্ত গৌরব ও মর্যাদা লুপ্ত হবে।


কোহাতের চার পুত্র: অম্রম, যিষহর, হিব্রোণ ও উষিয়েল।


অতিবৃদ্ধ হয়ে গেলে দাউদ এবার পুত্র শলোমনকে ইসরায়েলের রাজপদে অভিষিক্ত করলেন।


যবনের বংশধর: ইলিশাহ্, তার্শিশ, কিট্টিম ও রোদানিম।


তাই দেখে সকলেই বলল ইসরায়েলীরা মিশর থেকে বেরিয়ে আসার পর আজ পর্যন্ত এমন কাণ্ড কখনও হয়নি বা কেউ হতে দেখেনি। সুতরাং এর কি বিহিত করা যায়, সকলে ভেবে স্থির কর।


কিত্তীম থেকে আসবে রণতরী তারা আসিরিয়াকে করবে পীড়ন, এবরকে করবে নির্যাতন কিন্তু সে নিজেও হবে নিশ্চিহ্ন।


জন্মের ক্রম অনুসারে ইশ্মায়েলের সন্তানদের নাম-ইশ্মায়েলের জ্যেষ্ঠ পুত্র প্রবায়োৎ, তারপর কেদার, আদ্‌বেল, মিব্‌সাম, মিস্‌মা, দুমা, মাসা, হাদাদ,


লোকে তখন বলবে: এদের পূর্বপুরুষদের যিনি মিশর থেকে উদ্ধার করে এনেছিলেন, এরা এদের সেই আরাধ্য ঈশ্বর প্রভুকে পরিত্যাগ করে অন্য দেবতাদের আশ্রয় নিয়েছিল এবং তাদের পূজা করেছিল, সেইজন্যই প্রভু পরমেশ্বর এদের এই দুর্দশা করেছেন।


হে সীদোন নগরী, তোমার সুখের দিন অস্তমিত, তোমার সন্তানেরা নিপীড়িত। তারা যদি সাইপ্রাসে পালিয়েও যায়, তাহলেও তারা নিরাপদে থাকবে না।


কেদর এবং ব্যাবিলনরাজ নেবুকাডনেজারের বিজিত হাৎসোরের রাজ্যসমূহ সম্বন্ধে প্রভু পরমেশ্বর এই কথা বলেন, আক্রমণ কর কেদরবাসীকে, ধ্বংস কর পূর্বদেশের লোকদের!


আমার বিধি-বিধান ও অনুশাসন লঙ্ঘন করে অত্যন্ত অবাধ্যতার পরিচয় দিয়েছে এবং তার চারিদিকের অন্যান্য জাতির চেয়েও বেশি উচ্ছৃঙ্খলতা ও সমস্যার সৃষ্টি করেছে। তারা অন্যান্য জাতির কুপ্রথা ও আচার-অনুষ্ঠান ইত্যাদি অনুকরণ করে চলে।


এরপর সমুদ্রপথে সে নানা দেশ আক্রমণ করে কতকগুলি রাজ্য করায়ত্ত করবে। কিন্তু শেষে এক বিদেশী নেতা সিরিয়ারাজকে পরাভূত করে তার দর্প চূর্ণ করবে এবং এই সব জাতির পরাজয়ের প্রতিশোধ নেবে।


টায়ারের প্রতি এক দৈববাণী। হে নাবিকেরা, সাগরের বুকে তোমরা যারা আছ, হাহাকার কর! তোমাদের মাতৃভূমি টায়ার বন্দর বিধ্বস্ত হয়েছে। সেখানকার ঘর-বাড়ী, বন্দর সব ধ্বংস স্থানে পরিণত হয়েছে। সাইপ্রাস থেকে তোমাদের সমস্ত জাহাজ ফিরে এলেই সব খবর তোমরা জানতে পারবে।


তোমার উপাসনার স্থানগুলি নিজের দামী কাপড়ে সাজালে এবং ঠিক বারবণিতার মতই তুমি সকলের কাছে নিজেকে বিকিয়ে দিলে।


আরববাসীরা আর কেদরের দলপতিরা ছাগল, ভেড়া ও ভেড়ার বাচ্চা তোমায় যোগান দিত, বিনিময়ে নিয়ে যেত তোমার পণ্যসম্ভার,


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন