Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিরমিয় 19:7 - পবিএ বাইবেল CL Bible (BSI)

7 যিহুদীয়া ও জেরুশালেমবাসীর সমস্ত পরিকল্পনা এইস্থানে আমি ব্যর্থ করে দেব। তাদের শত্রুদের তাদের উপর বিজয়ী করব এবং যুদ্ধে তাদের হত্যা করব। তাদের মৃতদেহ হবে পাখি ও বন্য পশুদের আহার।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

7 আর আমি এই স্থানে এহুদার ও জেরুশালেমের মন্ত্রণা বিফল করবো এবং দুশমনদের সম্মুখে তলোয়ার দ্বারা ও তাদের যারা প্রাণনাশ করতে চায় সেই লোকদের দ্বারা তাদেরকে নিপাত করবো; আমি তাদের লাশ খাদ্যের জন্য আসমানের পাখিদেরকে ও ভূমির পশুদেরকে দেব।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

7 “ ‘এই স্থানে, আমি যিহূদা ও জেরুশালেমের পরিকল্পনাকে ধ্বংস করব। যারা তাদের প্রাণ নিতে চায়, আমি তাদের সেইসব শত্রুর হাতে তরোয়ালের আঘাতে তাদের প্রাণনাশ করব। আমি তাদের মৃতদেহ আকাশের পাখিদের ও ভূমির পশুদের আহার হিসেবে দেব।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

7 আর আমি এই স্থানে যিহূদার ও যিরূশালেমের মন্ত্রণা বিফল করিব, এবং শত্রুগণের সম্মুখে খড়্‌গ দ্বারা ও তাহাদের প্রাণনাশার্থী লোকদের হস্ত দ্বারা তাহাদিগকে নিপাত করিব; আমি তাহাদের শব খাদ্যের নিমিত্ত আকাশের পক্ষিগণকে ও ভূমির পশুদিগকে দিব।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

7 এই জায়গাতেই আমি যিহূদা এবং জেরুশালেমের লোকদের পরিকল্পনাগুলি ধ্বংস করব। শত্রু এই লোকদের তাড়া করবে এবং আমি তরবারির আঘাতে তাদের মৃত্যু দেখব। তাদের মৃতদেহ শকুন এবং বন্য জন্তুরা ছিঁড়ে খাবে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

7 এই জায়গায় আমি যিহূদা ও যিরূশালেমের পরিকল্পনা নষ্ট করব। আমি তাদেরকে তাদের শত্রুদের সামনে তরোয়াল দিয়ে এবং যারা তাদের প্রাণের খোঁজ করে তাদের হাতে পতিত করব। তখন তাদের মৃতদেহ আকাশের পাখী ও ভূমির পশুদের খাবার হিসাবে দেব।

অধ্যায় দেখুন কপি




যিরমিয় 19:7
32 ক্রস রেফারেন্স  

আমি তোমাদের প্রতি বিমুখ হব, ফলে তোমরা শত্রুদের দ্বারা বিপর্যস্ত হবে। তোমাদের প্রতিপক্ষ তোমাদের উপর আধিপত্য করবে। কেউ তাড়া করলেও তোমরা পালিয়ে যাবে।


মারাত্মক রোগে তাদের মৃত্যু হবে। তাদের জন্য শোক করার অথবা তাদের কবর দেবার কেউ থাকবে না। ক্ষেতে সারের স্তূপের মত তাদের মৃতদেহ ঢিবি করা থাকবে। তারা হয় যুদ্ধে নিহত হবে কিম্বা অনাহারে মরবে। তাদের মৃতদেহ হবে পাখি ও বন্যজন্তুদের আহার।


আমি তাদের তুলে দেব শত্রুদের হাতে, যারা তাদের হত্যা করতে চায়। তাদের মৃতদেহ ছিঁড়ে খাবে বন্যপশু ও পাখিরা।


সাতটি সন্তানের জননী সবাইকে হারিয়ে মূর্ছা গেছে, শ্বাসকষ্ট শুরু হয়েছে তার, তার দিবালোক ডুবে গেছে রাতের অন্ধকারে। সে হতমান, ব্যথিত হৃদয়! তোমরা যারা এখনও বেঁচে আছ তাদেরও আমি নিধন করব শত্রুহস্তে, আমি, প্রভু পরমেশ্বর, এই কথা বললাম।


ওরা যখন তোমাকে জিজ্ঞাসা করবে যে, ‘কোথায় যাব আমরা?’ তখন তাদের বলবে, প্রভু পরমেশ্বর এই কথা বলছেন, মহামারীতে মৃত্যুই যাদের জন্য নির্ধারিত, মহামারীর গ্রাসে পড়ুক ওরা! যুদ্ধে মরণ যাদের জন্য নির্দিষ্ট, যুদ্ধের কবলেই পড়ুক তারা! দুর্ভিক্ষে মৃত্যু যাদের শেষ পরিণতি, দুর্ভিক্ষ গ্রাস করুক তাদের! বন্দীত্বই যাদের জীবনের বিধিলিপি, বন্দীশালাই হোক তাদের শেষ পরিণাম!


মৃতদেহগুলি হবে পাখি ও বন্যপশুদের আহার, তাদের তাড়াবার জন্য কেউ থাকবে না।


কারণ বিধান পালনকারীরা যদি উত্তরাধিকারী হয়, তাহলে বিশ্বাস নিরর্থক এবং প্রতিশ্রুতিও নিষ্ফল।


তবে কি আমরা এই বিশ্বাসের যুক্তিতে শাস্ত্রীয় বিধানকে প্রত্যাখ্যান করছি? নিশ্চয়ই না। আমরা বরং শাস্ত্রীয় বিধানকেই দৃঢ়রূপে প্রতিষ্ঠিত করছি।


একমাত্র প্রভু পরমেশ্বরের ইচ্ছাই পালিত হয়, তাঁর নির্দেশ বিনা কিছুই পারে না ঘটতে।


তাদের যারা হত্যা করতে চায়, সেই ব্যাবিলনের রাজা নেবুকাডনেজারের ও তার সৈন্যবাহিনীর হাতে তাদের আমি তুলে দেব। পরে মিশর আবার আগের মত মানুষের বাসভূমি হয়ে উঠবে। আমি, প্রভু পরমেশ্বর এই কথা বললাম।


যাদের তুমি ভয় কর, যারা তোমাকে হত্যা করতে চায়, তাদের হাতে তোমাকে তুলে দেব। আমি তোমাকে ব্যাবিলনের রাজা নেবুকাডনেজারের ও তার সৈন্যবাহিনীর হাতে সমর্পণ করব।


একটা গাধার সঙ্গে সম্পন্ন হবে তার অন্ত্যেষ্টি, টেনে নিয়ে যাওয়া হবে তাকে, জেরুশালেমের তোরণ দিয়ে ছুঁড়ে ফেলা হবে বাইরে।


কিন্তু এখন, হে প্রভু পরমেশ্বর, ওদের সন্তানদের মৃত্যু হোক অনাহারে, যুদ্ধে নিহত হোক ওরা। নারীরা তাদের স্বামী সন্তান হারাক। পুরুষেরা ব্যধিতে জর্জরিত হয়ে মরুক, যুবকেরা নিহত হোক যুদ্ধে।


তাদের অস্থিগুলি একত্র করে কবর দেওয়া হবে না। সেগুলি মাটিতে মেশানো সারের মত চারিদিকে ছড়িয়ে পড়ে থাকবে। যে সূর্য, চন্দ্র ও নক্ষত্র তারা ভালবাসত, সেবা করত, পূজা করত, যাদের লক্ষণ দেখে তারা চলত, সেগুলির সামনে অস্থিগুলি ছড়ানো থাকবে


পরিকল্পনা কর, যত পার মন্ত্রণা কর কিন্তু দেখো, সবই ব্যর্থ হবে। কারণ ঈশ্বর আমাদের সঙ্গে আছেন।


পরমেশ্বরের কাছে মানুষের জ্ঞান, বুদ্ধি, কৌশল সবই নিরর্থক।


কি করে তারা নিজেদের জ্ঞানবান বলে থাকে? কি করে বলে যে তারা আমার বিধান জানে? দেখ, অবিশ্বস্ত নকলনবিশদের দ্বারা বিধান পরিবর্তিত হয়েছে।


তাদের প্রাজ্ঞব্যক্তিরা লজ্জায় পড়েছে, তারা বিমূঢ়, ফাঁদে পড়েছে তারা। তারা প্রত্যাখ্যান করেছে আমার কথা, এখন কোথায় গেল তাদের প্রজ্ঞা?


এই নগরী আমি ব্যাবিলনের রাজা নেবুকাডনেজার ও তার সৈন্যবাহিনীর হাতে তুলে দিতে চলেছি।


আমার সঙ্গে স্থাপিত সম্বন্ধের শর্ত ভঙ্গের প্রতিফলস্বরূপ আমি তোমাদের যুদ্ধবিগ্রহে উদ্ব্যস্ত করব। যখন তোমরা নগরে আশ্রয় নেবে আমি তখন তোমাদের মধ্যে মহামারীর প্রার্দুভাব ঘটাব এবং তোমরা শত্রু কবলিত হবে।


প্রভু আজ আমার হাতে তোমার পরাজয় ঘটাবেন। আমি তোমাকে পরাস্ত করে তোমার শিরচ্ছেদ করব আর ফিলিস্তিনী সৈন্যদের শব আকাশের পাখি ও মাঠের পশুদের খাওয়াব। তা দেখে পৃথিবীর সকলে জানবে যে ইসরায়েলীদেরও একজন আরাধ্য ঈশ্বর আছেন।


প্রজাদের মধ্যে যারা বাকী থাকবে, তাদের আমি পরিত্যাগ করব, তাদের শত্রুর হাতে সমর্পণ করব । তারা শত্রুর কাছে পরাজিত হবে, লুন্ঠিত হবে তাদের দেশ।


তাই, আমি অপ্রত্যাশিতভাবে একটির পর একটি আঘাত হেনে তাদের আতঙ্কগ্রস্ত করে তুলব। যারা জ্ঞানবান তারা মূর্খে পরিণত হবে, তাদের বুদ্ধি বিবেচনা ব্যর্থ হয়ে যাবে।


কিন্তু তুমি, তোমার রাজকর্মচারীরা ও যারা যুদ্ধ, দুর্ভিক্ষ ও মহামারী থেকে রক্ষা পেয়েছ, তাদের সকলকে আমি রাজা নেবুকাডনেজার ও তোমার শত্রুদের হাতে বন্দী করব, যারা তোমাকে হত্যা করতে চায়। নেবুকাডনেজার তোমাকে হত্যা করবে, সে তোমাদের কাউকে রেহাই দেবে না, কারও উপর করুণা প্রদর্শনও করবে না। আমি প্রভু পরমেশ্বর এ কথা বললাম।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন