Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিরমিয় 18:22 - পবিএ বাইবেল CL Bible (BSI)

22 সাবধান বাণী উচ্চারণ করার আগেই উচ্ছৃঙ্খল জনতাকে পাঠাও তাদের গৃহ ধ্বংস করতে। আতঙ্কে তারা চীৎকার করে উঠুক। আমাকে ফেলার জন্য তারা গর্ত খুঁড়েছে, আমাকে ধরার জন্য পেতেছে ফাঁদ।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

22 তুমি তাদের প্রতি অকস্মাৎ সৈন্যদল উপস্থিত করলে তাদের বাড়িগুলো থেকে কান্নার আওয়াজ শোনা যাক; কেননা তারা আমাকে ধরবার জন্য গর্ত খনন করেছে ও আমার পায়ের জন্য গোপনে ফাঁদ পেতেছে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

22 যখন তুমি হঠাৎ তাদের বিরুদ্ধে আক্রমণকারীদের আনয়ন করো, তাদের গৃহগুলি থেকে শোনা যাক কান্নার রোল, কারণ আমাকে ধরার জন্য তারা গর্ত খুঁড়েছে, আমার পায়ের জন্য ফাঁদ পেতেছে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

22 তুমি তাহাদের প্রতি অকস্মাৎ সৈন্যদল উপস্থিত করিলে তাহাদের গৃহ সকল হইতে ক্রন্দনের রব শুনা যাউক; কেননা তাহারা আমাকে ধরিবার জন্য গর্ত্ত খনন করিয়াছে, ও আমার পায়ের জন্য গোপনে ফাঁদ পাতিয়াছে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

22 ঘরে ঘরে কান্নার রোল উঠুক। যখন আপনি হঠাৎ‌‌ ওদের বিরুদ্ধে শত্রুর আক্রমণ ঘটাবেন তখন ওরা কাঁদুক। এইসব কিছু ঘটুক কারণ আমার শত্রুরা আমাকে ফাঁদে ফেলতে চেয়েছিল। তারা আমার জন্য ফাঁদ পেতে রেখেছিল তার মধ্যে পড়বার জন্য।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

22 তাদের বাড়ি থেকে মর্মান্তিক কান্না শোনা যাক, যেমন তুমি তাদের বিরুদ্ধে হঠাৎ আক্রমণকারী নিয়ে এসো। কারণ আমাকে ধরবার জন্য তারা একটি গর্ত খুঁড়েছে এবং আমার পায়ের জন্য ফাঁদ লুকিয়ে রেখেছে।

অধ্যায় দেখুন কপি




যিরমিয় 18:22
23 ক্রস রেফারেন্স  

প্রভু পরমেশ্বর তাঁর প্রজাদের বলেন, চটের বস্ত্র পরে ছাইয়ের উপর গড়াগড়ি দাও। একমাত্র পুত্রের জন্য মানুষ যেভাবে কাঁদে, সেইভাবে বুকফাটা কান্নায় ভেঙ্গে পড়, কারণ যে আসছে তোমাদের ধ্বংস করতে, সে হঠাৎই এসে আক্রমণ করবে।


উদ্ধত লোকেরা আমার জন্য গোপনে পেতেছে ফাঁদ, সেখানে জাল বিছিয়েছে তারা, পথের ধারে রেখেছে মরণ পাশ।


তুরীধ্বনি ও রণহুঙ্কারের দিন, প্রাচীরঘেরা নগর ও সুউচ্চ দুর্গসমূহের আক্রান্ত হওয়ার দিন!


ফরিশীরা তখন গিয়ে নিজেদের মধ্যে পরামর্শ করতে লাগলেন, কিভাবে তাঁকে তঁরা কথার ফাঁদে ফেলতে পারেন।


শুনি সকলেই ফিস্‌ফিস্‌ করে বলে, ‘সর্বস্থানে সন্ত্রাস, এস আমরা প্রকাশ্যে অভিযুক্ত করি তাকে, দোষারোপ করি তার বিরুদ্ধে।’ আমার ঘনিষ্ঠ বন্ধুরাও আমার পতন কামনা করে, তারা বলে, ‘এবার হয়ত তাকে ফেলা যাবে ফাঁদে, তখন আমরা তাকে মুঠোয় পাব, আর নেব প্রতিশোধ।’


ভালোর পারিশ্রমিক কি মন্দ হয়? তবু তারা আমাকে ফেলার জন্য একটা গর্ত খুঁড়েছে। স্মরণ কর, কি ভাবে আমি তোমার কাছে এসেছিলাম, তাদের জ্য জানিয়েছিলাম কাতর আবেদন, যাতে ক্রোধের বশে তুমি তাদের বিরুদ্ধে কিছু না কর।


আমি শুনলাম প্রসবকাতরা নারীর ক্রন্দন, দুঃসহ ব্যথায় আতুর এক রমণীর আর্ত চীৎকার, যে তার সন্তানকে পৃথিবীর আলোয় আনছে। এ ক্রন্দনধ্বনি জেরুশালেমের, শ্বাসরোধ হয়ে আসছে তার, দুহাত বাড়িয়ে সে বলছে, ‘আমি শেষ হয়ে গেলাম! ওরা আসছে আমাকে হত্যা করতে।’


হে গল্লীমবাসী, চীৎকার কর! কান পেতে শোন হে লয়ীশার অধিবাসী! উত্তর দাও হে অনাথোৎনিবাসী!


যারা আমার প্রাণ নিতে চায় তারা আমার জন্য পেতেছে ফাঁদ, যারা কামনা করে আমার অনিষ্ট তাদের মুখে শুধু ধ্বংসের কথা সারাদিন ষড়যন্ত্র করছে তারা।


দাম্ভিকেরা আমার অপকারের চেষ্টা করছে, আমার চলার পথে পেতেছে ফাঁদ, ওরা মানে না তোমার বিধান।


আমার প্রজাদের মধ্যে দুর্জনেরা বাস করে, পাখিধরাদের মত তারা জাল পেতে অপেক্ষা করে মানুষ ধরার জন্য।


তার অবস্থা হোক সেই সব নগরীর মত যেগুলি নির্মমভাবে ধ্বংস করেছেন প্রভু পরমেশ্বর। প্রভাতে সে শুনুক আর্তনাদ মধ্যাহ্নে শুনুক যুদ্ধের দামামা।


প্রভুকে আমি বলেছি: তুমিই আমার ঈশ্বর, হে প্রভু পরমেশ্বর মিনতি শোন আমার।


যখন আমি চেয়ে দেখি আমার চারিধারে, দেখি কেউ নেই পাশে আমার যে সাহায্য করে আমায়। আমার নেই কােন আশ্রয় আমায় মমতা করে এমন কেউ নেই আমার।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন