যিরমিয় 18:14 - পবিএ বাইবেল CL Bible (BSI)14 লেবাননের শৈলশীর্ষ তুষারহীন হয়েছে কখনও? পর্বতের সুশীতল ঝর্ণা কি কখনও হয়েছে শুষ্ক? অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস14 লেবাননের তুষার কি তার পর্বতের ভাঙ্গন দিয়ে উধাও হয়ে যায়? কিংবা দূর থেকে আগত সুশীতল পানির স্রোত কি বন্ধ হয়? অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ14 লেবাননের তুষার কি তার ঢালু পাহাড় থেকে কখনও অন্তর্হিত হয়? দূর থেকে বয়ে আসা এর শীতল জলের স্রোত কখনও কি নিবৃত্ত হয়? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)14 লিবানোনের হিম কি ক্ষেত্রস্থ শৈলকে ত্যাগ করে? কিম্বা দূর হইতে আগত সুশীতল জলস্রোত কি লুপ্ত হয়? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল14 তোমরা জানো যে প্রস্তরখণ্ড কখনও নিজের ইচ্ছেয় মাঠ ছেড়ে যেতে পারে না। তোমরা জানো যে লিবানোনের পর্বত শৃঙ্গের বরফ কখনও গলে যায় না। তোমরা জানো যে শৈত্য প্রবাহ কখনও শুষ্ক হয়ে যায় না। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী14 লিবানোনের তুষার কি কখনও ক্ষেতের শিলাকে ত্যাগ করে? দূর থেকে আসা তার পর্বতের জল বয়ে যাওয়া কি কখনও হারিয়ে যায়? অধ্যায় দেখুন |