যিরমিয় 17:5 - পবিএ বাইবেল CL Bible (BSI)5 প্রভু পরমেশ্বর বলেন, যে ব্যক্তি আমার কাছ থেকে মুখ ফিরিয়ে দূরে চলে যায়, নির্ভর করে মানুষের উপর, নির্ভর করে মর্ত্য মানবের শক্তির উপর, সে হবে অভিশপ্ত। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস5 মাবুদ এই কথা বলেন, যে ব্যক্তি মনুষ্যে নির্ভর করে, মাংসকে নিজের বাহু জ্ঞান করে ও যার অন্তঃকরণ মাবুদ থেকে সরে যায়, সে বদদোয়াগ্রস্ত। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ5 সদাপ্রভু এই কথা বলেন: “অভিশপ্ত সেই জন, যে মানুষের উপরে নির্ভর করে, যে তার শক্তির জন্য নিজের শরীরের উপরে আস্থা রাখে এবং যার হৃদয় সদাপ্রভুর কাছ থেকে বিমুখ হয়। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)5 সদাপ্রভু এই কথা কহেন, যে ব্যক্তি মনুষ্যে নির্ভর করে, মাংসকে আপনার বাহু জ্ঞান করে, ও যাহার অন্তঃকরণ সদাপ্রভু হইতে সরিয়া যায়, সে শাপগ্রস্ত। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল5 প্রভু এগুলি বললেন, “যারা অন্যদের বিশ্বাস করে, তাদের জীবনে অমঙ্গল ঘটবে। অন্যদের শক্তির ওপর যারা ভরসা করে থাকে তাদের ক্ষেত্রেও অমঙ্গল ঘটবে। কারণ ঐ লোকরা প্রভুর প্রতি বিশ্বাস হারিয়েছে। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী5 সদাপ্রভু এই কথা বলেন, “যে ব্যক্তি মানুষের উপর ভরসা করে সে অভিশপ্ত; সে মাংসকে তার শক্তি বানায়, কিন্তু তার অন্তর সদাপ্রভুর কাছ থেকে সরে গেছে। অধ্যায় দেখুন |
যারা এই চুক্তির শর্তগুলি পালন করে না, তারা অভিশপ্ত! তাদের পিতৃপুরুষেরা একটি জ্বলন্ত চুল্লীর মত দেশ মিশরে বাস করছিল। সেই দেশ থেকে তাদের উদ্ধার করে আনার সময় তাদের সঙ্গে আমার এই সন্ধিচুক্তি হয়। তাদের আমি বলেছিলাম, যদি তারা আমার বাধ্য হয়ে চলে, পালন করে আমার সমস্ত আদেশ, তাহলে তারা হবে আমার প্রজা এবং আমি হব তাদের ঈশ্বর। আমি তাদের পূর্বপুরুষদের সম্পদশালী শস্যশ্যামল এক দেশ দেবার যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, যে দেশ তারা এখন ভোগ করছে, তাহলে সেই প্রতিশ্রুতি আমি রক্ষা করব, আমি হব ইসরায়েলের বিধাতা।আমি বললাম, হে প্রভু পরমেশ্বর তাই হোক!