Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিরমিয় 17:3 - পবিএ বাইবেল CL Bible (BSI)

3 সারা দেশ জুড়ে তোমরা যে পাপাচার করেছ, তার শাস্তিস্বরূপ তোমাদের সমস্ত ধনসম্পদ শত্রু পাঠিয়ে আমি লুঠ করাব।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

3 হে দেশের মধ্যেকার আমার পর্বত, আমি তোমার ঐশ্বর্য, তোমার সমস্ত ধনকোষ লুটদ্রব্যের মত বিতরণ করবো; গুনাহের দরুন তোমার সীমার সর্বত্র তোমার উচ্চস্থলীগুলোও বিতরণ করবো।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

3 দেশের সর্বত্র তোমাদের পাপের কারণে, তোমাদের উঁচু স্থানগুলি সমেত দেশের মধ্যে অবস্থিত আমার পর্বত আর তোমাদের ঐশ্বর্য ও সমস্ত ধনসম্পদ, আমি লুটের বস্তু বলে বিলিয়ে দেব।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

3 হে ক্ষেত্রস্থ আমার পর্ব্বত, আমি তোমার ঐশ্বর্য্য, তোমার সমস্ত ধনকোষ লুটদ্রব্য করিয়া বিতরণ করিব; পাপপ্রযুক্ত তোমার সীমার সর্ব্বত্র তোমার উচ্চস্থলী সকলও [বিতরণ করিব]।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

3 তারা মনে করবে উন্মুক্ত প্রান্তরে পর্বতের ওপরে কি হয়েছিল। যিহূদার লোকদের প্রচুর ধনসম্পত্তি। আমি এইসব অন্য লোকদের বিলিয়ে দেব। সেই লোকরা তোমাদের দেশে মূর্ত্তিসমূহের সমস্ত উচ্চ স্থানগুলি ধ্বংস করে দেবে। তোমরা সেই সমস্ত জায়গায় পূজা করেছো। এবং সেটা একটা পাপ।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

3 তারা গ্রামাঞ্চলের পর্বতের উপরের বেদীগুলি স্মরণ করে। আমি তোমার সম্পদ এবং তোমার সমস্ত ধনদৌলত লুটের জিনিসের মত দিয়ে দেব। কারণ তোমার পাপ তোমার সমস্ত সীমানার প্রত্যেক জায়গায় আছে।

অধ্যায় দেখুন কপি




যিরমিয় 17:3
23 ক্রস রেফারেন্স  

প্রভু পরমেশ্বর আমাকে বললেনঃ আমার প্রজাদের ধনসম্পদ লুণ্ঠন করার জন্য আমি শত্রু পাঠাব। সারা দেশ জুড়ে যে পাপাচার তারা করেছে, তারই ফলে তাদের এই শাস্তি!


হিষ্কিয় যখন যিহুদীয়ার রাজা ছিলেন, সেই সময়ে মোরেশেথ নিবাসী নবী মীখা প্রজাদের বলেছিলেন যে, সর্বশক্তিমান প্রভু পরমেশ্বর বলেছেন, সিয়োনকে ক্ষেতের মত চষে ফেলা হবে, জেরুশালেম হবে ধ্বংসাবশেষের এক স্তূপ, তার মন্দির পরিণত হবে এক অরণ্যে।


এবং প্রভুর মন্দির ও রাজপ্রাসাদের সমস্ত ধনরত্ন ব্যাবিলনে নিয়ে যান এবং প্রভু পরমেশ্বরের ভবিষ্যদ্বাণী অনুসারে প্রভুর মন্দিরে ব্যবহারের জন্য ইসরায়েলরাজ শলোমন যে সমস্ত সোনার জিনিস পত্র তৈরী করিয়েছিলেন, নেবুকাডনেজার সমস্ত ভেঙ্গে দেন।


সুতরাং তোমাদের জন্যই সিয়োনকে চষে ফেলা হবে ক্ষেতের মত, জেরুশালেম পরিণত হবে ধ্বংসস্তূপে,যে পর্বতে মন্দির রয়েছে, সেটি হবে অরণ্যের মাঝে একটি টিলার মত।


আমি তোমায় তাদের হাতে তুলে দেব। তারা তোমার ব্যভিচার আর অলীক মূর্তি পূজার কেন্দ্রগুলি ভেঙ্গে চূরমার করে দেবে। তারা তোমার বসন-ভূষণ সব কেড়ে নেবে। ফেলে যাবে সম্পূর্ণ বিবস্ত্র, নগ্ন অবস্থায়।


আমি, প্রভু পরমেশ্বর যে কথা বলি, গিরি-পর্বত উপত্যকাবাসীদের বল, আমার কথায় কান দিতে। যে সমস্ত স্থানে ইসরায়েলীরা অলীক মূর্তি পূজা করে সেই সমস্ত স্থান আমি ধ্বংস করব।


সমস্ত ধনদৌলত তার শত্রুদল করেছে হরণ, বিদেশীদের জন্য পরমেশ্বরের নিষিদ্ধ স্থানে দেখেছে সে তাদের পদার্পণ।


মরুভূমির মত উচ্চস্থানগুলি ধ্বংস করার জন্য এসেছে আক্রমণকারী, সমগ্র দেশ আমি ধ্বংস করে দেব, বাধিয়ে দেব যুদ্ধ, কেউ এখানে বাস করতে পারবে না শান্তিতে।


একমাত্র সেইদিনই ইসরায়েলের সমস্ত পাপের মার্জনা হবে, যেদিন অন্য জাতির প্রস্তুর নির্মিত উপাসনা বেদী চক্‌খড়ির মত গুঁড়ো হয়ে মাটিতে মিশে যাবে, যেদিন ধূপদানের কোন বেদী বা আশেরা প্রতিমার কোন চিহ্নমাত্র থাকবে না।


আমি উচ্চভূমিতে অবস্থিত তোমাদের দেবালয় ও ধূপবেদীগুলি ধ্বংস করব এবং তোমাদের বিগ্রহ গুলির ধ্বংসাবশেষের উপর তোমাদের মৃতদেহ নিক্ষেপ করব, তোমরা হবে আমার ঘৃণাস্পদ।


পাহাড়ের উপর দেবস্থান প্রতিষ্ঠা করে তারা স্থাপন করল দেবমূর্তি, প্রজ্বলিত করল ঈশ্বরের রোষাগ্নি।


এই নগরীর সমস্ত সম্পদ আমি তাদের শত্রুদের দিয়ে লুঠ করাব, তারা তাদের সমস্ত সম্পত্তি দখল করবে, এমন কি যিহুদীয়ার রাজার ধনভাণ্ডারও তারা দখল করবে এবং সব কিছু ব্যাবিলনে নিয়ে যাবে।’


তাদের সম্পদ সমস্তই লুণ্ঠিত হবে,তাদের ঘরবাড়ি হবে বিধ্বস্ত। তারা গৃহনির্মাণ করলেওসেখানে বাস করতে পারবে না। দ্রাক্ষাকুঞ্জ রচনা করলেওতা থেকে উৎপন্ন সুরাপান করতে তারা পারবে না।


হে জেরুশালেম, তুমি উপত্যকার উপরে অনেক উঁচুতে সিংহাসনে বসে আছ সমতলভূমির উপরে সমুন্নত পর্বতের মত। আমি কিন্তু তোমার বিরুদ্ধে যুদ্ধ করব। তুমি বলে থাক, কেউ তোমাকে আক্রমণ করতে পারবে না। কিম্বা তোমার প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেঙ্গে ঢুকতে পারবে না।


সর্বাধিপতি প্রভু বলেন এই কথা, নিয়ে এস একদল লুঠেরাকে। তারা এসে তাদের মনে সন্ত্রাস ও আতঙ্ক সৃষ্টি করুক। লুঠপাট করে নিয়ে যাক সব।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন