Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিরমিয় 17:16 - পবিএ বাইবেল CL Bible (BSI)

16 কিন্তু হে প্রভু পরমেশ্বর, আমি কখনও ওদের উপর বিপর্যয় ঘটাতে বলিনি। ওদের উপর দুর্দিন ঘনিয়ে আসুক, এ আমি কখনও চাইনি, এ কথা তুমি জান হে প্রভু পরমেশ্বর, তুমি সবই জান আমি কি বলেছি।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

16 আমি তো তোমার দেওয়া পালরক্ষকের কাজ থেকে পালিয়ে যাই নি এবং অশুভ দিনেরও আকাঙক্ষা করি নি, তা তুমি জান; আমার মুখ থেকে যা বের হত, তা তোমার সম্মুখে ছিল।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

16 তোমার প্রজাদের পালকের দায়িত্ব ছেড়ে আমি পালিয়ে যাইনি; তুমি জানো, আমি এই হতাশার দিন দেখতে চাইনি। আমার মুখ দিয়ে যে কথা বের হয়, তা তোমার কাছে প্রকাশ্য আছে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

16 আমি ত তোমার পশ্চাদ্বর্ত্তী পালরক্ষকের কার্য্য হইতে বিমুখ হই নাই, এবং অপ্রতিকার্য্য বিপদের দিন আকাঙ্ক্ষা করি নাই, তাহা তুমি জ্ঞাত আছ; আমার ওষ্ঠাধর হইতে যাহা নির্গত হইত, তাহা তোমার সম্মুখে ছিল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

16 প্রভু, আমি আপনার কাছ থেকে দৌড়ে পালাই নি বরং আমি আপনাকেই অনুসরণ করে চলেছি। আমি আপনারই ইচ্ছে মতো মেষপালক হয়েছি। আমি কখনোই চাইনি ভয়ঙ্কর দিন আসুক। প্রভু আমি যা বলেছিলাম, তা সব আপনি জানেন। যা ঘটেছে তার সব কিছুই আপনি নিজের চোখে দেখেছেন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

16 আমি তো তোমার অনুগামী পালক হওয়া থেকে পালিয়ে যাই নি। আমি বিপদের দিন চাইনি। আমার মুখ থেকে যে ঘোষণা বেরত তা তুমি জানো। সেগুলি তোমার উপস্থিতিতেই করা হয়েছিল।

অধ্যায় দেখুন কপি




যিরমিয় 17:16
21 ক্রস রেফারেন্স  

কারণ তোমাদের কাছে ঈশ্বরের সার্বিক উদ্দেশ্য আমি ব্যক্ত করেছি, কিছুই গেআপাড় করিনি।


ইহুদীদের চক্রান্তে কত বাধাবিপত্তি এসেছে আমার জীবনে। তোমাদের কল্যাণের জন্য আমি অকুণ্ঠভাবে সুসমাচার প্রচার করেছি। প্রকাশ্যে এবং তোমাদের ঘরে ঘরে গিয়েও আমি শিক্ষাদান করেছি।


প্রিয় বন্ধুগণ, তোমরা সকলেই শিক্ষক হতে যেও না। তোমরা নিশ্চয়ই জান, আমরা যারা শিক্ষা দিয়ে থাকি তাদের দণ্ড আরও কঠোর হবে।


প্রিয় বন্ধুগণ, শোন, তোমরা শ্রবণে আগ্রহী হও, বাক্‌ সংযত কর, অল্পে ক্রুদ্ধ হয়ো না।


ঈশ্বরের বাক্যকে মূলধন করে ব্যবসা অনেকেই করছে, আমরা তাদের মত নই। আমরা একনিষ্ঠভাবে ঈশ্বরের নির্দেশে ঈশ্বরের সাক্ষাতে খ্রীষ্টের প্রেরণায় প্রচার করি।


একটি বিষয়ে আমরা গর্বিত এবং আমাদের বিবেকও একথা সমর্থন করে যে আমরা জগতে এবং বিশেষ করে তোমাদের সঙ্গে ঈশ্বরের কথা মনে রেখে সরল ও আন্তরিক ব্যবহার করেছি। ঈশ্বরের অনুগ্রহেই আমরা পরিচালিত, জাগতিক জ্ঞানবুদ্ধিতে নয়।


কিন্তু যখন আমি বলি, ‘আমি ভুলে যাব প্রভু পরমেশ্বরকে কোনদিন তাঁর নাম আর মুখে আনব না,’ তখনই তোমার বার্তা আগুনের মত অন্তর্জ্বালায় দগ্ধ করে আমাকে। আমি ক্লান্ত হই সেই বাণীকে রোধের চেষ্টায়, কিন্তু কিছুতেই রুদ্ধ রাখতে পারি না তাকে।


ভালোর পারিশ্রমিক কি মন্দ হয়? তবু তারা আমাকে ফেলার জন্য একটা গর্ত খুঁড়েছে। স্মরণ কর, কি ভাবে আমি তোমার কাছে এসেছিলাম, তাদের জ্য জানিয়েছিলাম কাতর আবেদন, যাতে ক্রোধের বশে তুমি তাদের বিরুদ্ধে কিছু না কর।


যদি এ কথা না শোন তোমরা, তবে তোমাদের এই অহঙ্কারের জন্য গোপনে আমি কাঁদব, কাঁদব সুতীব্র বেদনায়, বইবে আমার অশ্রুধারা, কারণ প্রভু পরমেশ্বরের প্রজাদের নিয়ে যাওয়া হচ্ছে বন্দীরূপে।


আহা, আমার মাথাটি হত যদি জলের উৎস, চোখদুটি হত যদি অশ্রুর প্রস্রবণ, যাতে আমার আপন জনেরা যারা হয়েছে নিহত, তাদের জন্য আমি অশ্রুপাত করতে পারতাম রাত্রিদিন!


হে প্রভু পরমেশ্বর, তুমি তো আমায় জান, দেখেছ তুমি আমার সকম কর্ম’, তোমাকে আমি কত ভালবাসি, তাও জান তুমি। কসাইখানায় যেভাবে মেষদের নিয়ে যাওয়া হয় তেমনই করে তুমি ওদের নিয়ে যাও ধরে। যতক্ষণ না তাদের নিধন করা হয়, একান্তে রাখ তাদের সতর্ক প্রহরায়, সেই সেদিনের প্রতীক্ষায়।


প্রকাশ্যে যে অনুযোগ করে, তোমরা তাকে বিদ্বেষ করে থাক, যে সত্য কথা বলে তাকে তোমরা পরিহার করে থাক,


তখন আমি বললাম, হে প্রভু পরমেশ্বর, তুমি সবই জান। আমাকে স্মরণে রেখো, সাহায্য করো আমায়। আমাকে যারা নিপীড়ন করেছে, তাদের উপরে তুমি প্রতিশোধ নাও। তারা আমাকে হত্যা করবে, আর অসীম ধৈর্যে তুমি থাকবে নীরব হয়ে, এমনটি যেন না হয়। মনে রেখো, তোমারি জন্য আমি দুঃসহ অপমান সহ্য করেছি।


হে প্রভু পরমেশ্বর, তুমি আমাকে বঞ্চনা করেছ, প্রবঞ্চিত হয়েছি আমি। আমার চেয়ে তুমি মহাশক্তিধর, আমায় বশীভূত করেছ তুমি, আমি উপহাসের পাত্র হয়েছি সকলের কাছে, সারাদিন সকলে আমাকে বিদ্রূপ করে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন