Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিরমিয় 16:21 - পবিএ বাইবেল CL Bible (BSI)

21 প্রভু পরমেশ্বর বলেন, জাতিবৃন্দকে এবার আমি চিরকালের মত বুঝিয়ে দেব আমার মহাপরাক্রম, আমার অসীম ক্ষমতা। তারা জানবে যে আমিই সেই প্রভু পরমেশ্বর।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

21 এজন্য দেখ, আমি তাদেরকে জানাবো, একটিবার তাদেরকে আমার ক্ষমতা ও পরাক্রম জানাবো, তাতে তারা জানবে যে, আমার নাম মাবুদ।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

21 “সেই কারণে, আমি তাদের শিক্ষা দেব, এবার আমার পরাক্রম ও আমার শক্তি সম্পর্কে তাদের শিক্ষা দেব। তখন তারা জানতে পারবে যে, আমার নাম সদাপ্রভু।”

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

21 এই জন্য দেখ, আমি তাহাদিগকে জ্ঞাত করিব, একটীবার তাহাদিগকে আমার হস্ত ও পরাক্রম জ্ঞাত করিব, তাহাতে তাহারা জানিবে যে, আমার নাম সদাপ্রভু।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

21 প্রভু বললেন, “যারা মূর্ত্তি বানায় সেই সব লোকদের আমি শিক্ষা দেব। ওদের আমি আমার ক্ষমতা ও শক্তির সম্বন্ধে শিক্ষা দেব। তাহলে তারা উপলব্ধি করতে পারবে যে আমিই ঈশ্বর। তারা জানবে আমিই প্রভু।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

21 সুতরাং দেখ! এই দিন তাদের জানাবো, আমি তাদের আমার হাত ও আমার ক্ষমতা জানাবো, তাই তারা জানবে যে, আমার নাম সদাপ্রভু।”

অধ্যায় দেখুন কপি




যিরমিয় 16:21
13 ক্রস রেফারেন্স  

ন্যায়বিচার সম্পন্ন করে প্রভু পরমেশ্বর দিয়েছেন আপন পরিচয়, আপন কর্মের ফাঁদে দুর্জন পড়েছে ধরা। হিগ্‌গায়োন সেলা


যিনি পৃথিবী সৃষ্টি করেছেন, যিনি তার আকৃতি গঠন করেছেন এবং স্থাপন করেছেন যথাস্থানে, সেই প্রভু পরমেশ্বর আমার সঙ্গে কথা বললেন। তিনিই সর্বাধিপতি প্রভু পরমেশ্বর। আমাকে তিনি বললেন,


জানুক বিশ্বচরাচর, তুমিই সেই প্রভু পরমেশ্বর, একমাত্র তুমিই পরাৎপর এ বিশ্বসংসারে।


যিনি কৃত্তিকা ও কালপুরুষ নক্ষত্রপুঞ্জ সৃষ্টি করেছেন, যিনি নিবিড় তমিস্রাকে ঊষার আলোকে পরিণত করেন, যিনি দিবালোককে আবৃত করেন রাত্রির অন্ধকারে, যাঁর আহ্বানে সাগরের জলরাশি প্লাবিত করে ধরণী, ‘ইয়াহ্‌ওয়ে’ তাঁর নাম।


কারণ আমি প্রভু পরমেশ্বর তোমার আরাধ্য ঈশ্বর, ইসরায়েলের পবিত্রতম, যিনি রক্ষা করেন তোমায়। মিশর, সুদান ও সেবা দেশ আমি দিয়েছি তোমার মুক্তিপণরূপে।


প্রভু অমিত বিক্রমী যোদ্ধা, ‘প্রভু’ তাঁর যর্থাথ নাম।


আমার ইসরায়েলী প্রজাবৃন্দ আমার পক্ষ হয়ে ইদোমের উপর প্রতিশোধ নেবে এবং তারাই আমার ক্রোধের ভয়াবহতা ইদোমীদের বুঝিয়ে দেবে। তারা অনুভব করবে আমার ক্রোধ এবং তখনই জানবে যে আমিই প্রভু পরমেশ্বর।


সেইদিন তুমি আর মৌন থাকবে না। খোলাখুলি কথা বলতে পারবে। এই ভাবে লোকদের কাছে তুমি হবে এক প্রত্যক্ষ চিহ্ন স্বরূপ এবং তখনই তারা জানবে যে আমিই প্রভু পরমেশ্বর।


আমিই হলাম তোমাদের আগামী দিনের অবস্থার প্রতীক স্বরূপ। আমি যা করছি, তোমরাও ঠিক তা-ই করবে। প্রভু পরমেশ্বর বলেছেন, এইসব ঘটনা যখন ঘটবে, তখনই তোমরা জানবে যে তিনিই সর্বাধিপতি প্রভু।


যেখানেই তোমরা থাক না কেন, তোমাদের হত্যা করা হবে এবং তার পরেও যারা বেঁচে যাবে, অবশিষ্ট থাকবে, তারাই বুঝবে যে আমিই প্রভু পরমেশ্বর।


আমি ফারাও-এর বুদ্ধি বিকল করে দেব, সে ইসরায়েলীদের আক্রমণ করতে ছুটে যাবে, তখন আমি ফারাও ও তার সেনাবাহিনীকে আক্রমণ করে পরাস্ত করব। তখন লোকে আমার মহিমা বুঝতে পারবে। মিশরীরা তখন জানতে পারবে যে আমিই প্রভু পরমেশ্বর। ইসরায়েলীরা প্রভু পরমেশ্বরের নির্দেশ পালন করল।


অব্রাহাম, ইস্‌হাক ও যাকোবের কাছে সর্বশক্তিমান ঈশ্বররূপে দর্শন দিয়েছিলাম। আমার এই নিত্যসত্তা প্রভু পরমেশ্বর নাম আমি তাদের কাছে ব্যক্ত করি নি।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন