Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিরমিয় 16:10 - পবিএ বাইবেল CL Bible (BSI)

10 যখন তুমি তাদের এই সমস্ত কথা বলবে, তখন তারা তোমায় জিজ্ঞাসা করবে, কেন প্রভু আমাদের এত নির্মমভাবে শাস্তি দিতে মনস্থ করেছেন? তারা আরও জানতে চাইবে কোন অপরাধে তারা অপরাধী এবং তাদের আরাধ্য প্রভু পরমেশ্বরের কাছে তারা কি পাপ করেছে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

10 আর তুমি এই জাতির কাছে এ সব কথা তবলিগ করলে যখন তারা তোমাকে বলবে, মাবুদ আমাদের বিরুদ্ধে এ সব মহাবিপদের কথা কেন বলেছেন? আমাদের অপরাধ কি? আমাদের গুনাহ্‌ কি, যা আমরা আমাদের আল্লাহ্‌ মাবুদের বিরুদ্ধে করেছি?

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

10 “তুমি যখন লোকেদের এই সমস্ত কথা বলবে, আর তারা তোমাকে জিজ্ঞাসা করবে, ‘সদাপ্রভু কেন আমাদের জন্য এই ধরনের বিপর্যয়ের কথা ঘোষণা করেছেন? আমরা কি অন্যায় করেছি? আমাদের ঈশ্বর সদাপ্রভুর বিরুদ্ধে আমরা কি পাপ করেছি?’

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

10 আর তুমি এই জাতির নিকটে এই সমস্ত কথা প্রচার করিলে যখন তাহারা তোমাকে বলিবে, সদাপ্রভু আমাদের বিরুদ্ধে এই সমস্ত মহাবিপদের কথা কেন বলিয়াছেন? আমাদের অপরাধ কি? আমাদের পাপ কি, যাহা আমরা আপন ঈশ্বর সদাপ্রভুর বিরুদ্ধে করিয়াছি?

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

10 “যিরমিয়, যিহূদার লোকদের তুমি এই কথাগুলি জানিয়ে দাও। তারা তোমাকে জিজ্ঞেস করবে, ‘প্রভু কেন আমাদের সম্বন্ধে এই ভয়ঙ্কর কথাগুলি বলেছেন? আমরা কি অন্যায় করেছি? আমাদের প্রভু ঈশ্বরের বিরুদ্ধে আমরা কি পাপ করেছি?’

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

10 তখন এটা ঘটবে যে, তুমি এই লোকেদের কাছে এই সব কথা বলবে এবং তারা তোমাকে বলবে, ‘কেন সদাপ্রভু আমাদের বিরুদ্ধে এই সমস্ত বিপদের কথা আদেশ করেছেন? আমাদের অপরাধ ও পাপ কি যা আমরা আমাদের ঈশ্বর সদাপ্রভুর বিরুদ্ধে করেছি?’

অধ্যায় দেখুন কপি




যিরমিয় 16:10
11 ক্রস রেফারেন্স  

তারা যখন জিজ্ঞাসা করবে, কেন আমি তাদের এই অবস্থা করেছি, তখন তুমি তাদের বলবে, যেহেতু তারা আমাকে পরিত্যাগ করে নিজেদের দেশে বিদেশীদের পূজিত দেবতাদের আরাধনা করেছে, সেই হেতু যদিও সে দেশ তাদের নয়, কিন্তু সেই দেশে তারা বিদেশীদের দাসত্ব করবে।


যদি তুমি জিজ্ঞাসা কর কেন তোমার উপর এসব ঘটল, কেন তোমায় বিবস্ত্রা করা হল, কেন তুমি ধর্ষিতা হলে—তাহলে বলব, এসব ঘটেছে তোমার সাংঘাতিক পাপের জন্য।


ঠিক তারই মত ইসরায়েল বলেছে: ‘আমি ধনী, নিজের ভোগের জন্য অর্জন করেছি সম্পদ’ কিন্তু তার সমস্ত ধনসম্পদ থাকা সত্ত্বেও সে এড়াতে পারবে না তার পাপের দায়।


তুমি বল, আমি নিরপরাধ, নির্দোষ। প্রভু পরমেশ্বর নিশ্চয়ই আর আমার উপর ক্রুদ্ধ থাকবেন না। কিন্তু আমি, প্রভু পরমেশ্বর, তোমাকে শাস্তি দেব, কারণ তুমি তোমার পাপ অস্বীকার করেছ।


আমি, সর্বশক্তিমান প্রভু পরমেশ্বর, ইসরায়েল আর যিহুদীয়াকে এনে রোপণ করেছিলাম, কিন্তু আজ আমি তাদের বিনাশের হুমকি দিচ্ছি। তারা নিজেরাই নিজেদের উপর এই বিপর্যয় ডেকে এনেছে। এ তাদের কৃতকর্মের ফল। বেলদেবের কাছে বলি উৎসর্গ করে তারা আমাকে ক্রুদ্ধ করেছে।


কেন তুমি বল যে নিজেকে অশুচি করনি তুমি, আরাধনা করনি কখনও বেল দেবতার? দেখ, কি ভাবে তুমি পাপাচার করেছ উপত্যকার বুকে। কামনায় জর্জরিত বন্য গর্দভীর মত


প্রভু পরমেশ্বর বলেন, আমি জেরুশালেমকে পরিণত করব এক ধ্বংসস্তূপে, পরিণত করব এমন একটি স্থানে যেখানে শৃগালের বাস। যিহুদীয়ার শহর-নগর হবে ধূ ধূ প্রান্তর, কোনও জনপ্রাণীর বাস নেই যেখানে।


কারণ ঐ সমস্ত স্থানের অধিবাসীরা তাদের কদাচারে আমাকে ক্রুদ্ধ করেছে। তারা অন্যান্য দেবতাদের কাছে বলি উৎসর্গ করেছে এবং তারা নিজেরা বা তাদের পূর্বপুরুষেরা যাদের কোনদিন সেবা করে নি, তারা আজ তাদের পূজা ও সেবা করছে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন