Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিরমিয় 15:18 - পবিএ বাইবেল CL Bible (BSI)

18 কেন আমাকে এত যন্ত্রণা ভোগ করতে হচ্ছে? এর কি শেষ নেই? কেন আমার ক্ষত নিরাময় হয় না? গ্রীষ্মকালে শুকিয়ে যাওয়া ঝর্ণার মত তুমি কি আমাকে নিরাশ করতে চাও?

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

18 আমার যাতনা নিত্যস্থায়ী ও আমার ক্ষত দুরারোগ্য কেন? তা চিকিৎসা অগ্রাহ্য করছে। তুমি কি আমার কাছে মিথ্যা স্রোত ও অস্থায়ী পানির মত হবে?

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

18 কেন আমার বেদনা অন্তহীন এবং আমার ক্ষতসকল এত মারাত্মক ও নিরাময়ের অযোগ্য? তুমি আমার কাছে এক ছলনাময়ী ঝর্ণা, নির্জলা জলের উৎসের মতো।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

18 আমার যাতনা নিত্যস্থায়ী ও আমার ক্ষত অপ্রতিকার্য্য কেন? তাহা চিকিৎসা অগ্রাহ্য করিতেছে। তুমি কি আমার কাছে মিথ্যা স্রোতের ও অস্থায়ী জলের ন্যায় হইবে?

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

18 আমি বুঝতে পারি না কেন এখনও আমি ব্যাথা বোধ করি। আমি বুঝতে পারি না কেন আমার ক্ষত সেরে ওঠে না। প্রভু, আমার মনে হয় আপনি বদলে গিয়েছেন। আপনি হলেন শুকিয়ে যাওয়া ঝর্ণা। কিংবা হঠাৎ‌‌ জলের প্রবাহ থেমে যাওয়া একটি ঝর্ণা।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

18 কেন আমার ব্যথার স্থায়ী এবং আমার ক্ষত দুরারোগ্য, সুস্থ হতে অস্বীকার করে? তুমি কি আমার কাছে মিথ্যা জলের মত, জল যা শুকিয়ে যায়?

অধ্যায় দেখুন কপি




যিরমিয় 15:18
15 ক্রস রেফারেন্স  

তোমাদের আঘাতের জন্য আমার কাছে কি লাভ অভিযোগ করে? এর নেই কোনও প্রতিবিধান। এইভাবেই তোমাদের শাস্তি দিয়েছি আমি, কারণ, অসংখ্য তোমাদের পাপ, দুষ্টতারও নেই কোনও সীমা।


আমি নির্দোষ হওয়া সত্ত্বেও মিথ্যাবাদী প্রতিপন্ন হয়েছি নিরপরাধ হয়েও নিরাময়ের অতীত আঘাতে হয়েছি জর্জরিত।


কারণ শমরিয়ার ক্ষতগুলি চিকিৎসার অসাধ্য, যিহুদীয়ারও একই দুর্দশা। আমার প্রজাবৃন্দের বাসস্থান জেরুশালেমের দ্বারপ্রান্তে ধ্বংস উপস্থিত।


প্রভু পরমেশ্বর তাঁর প্রজাদের বলেছেন, দুরারোগ্য তোমাদের ক্ষত, আঘাত তোমাদের নিরাময় হবার নয়।


হে প্রভু পরমেশ্বর, তুমি আমাকে বঞ্চনা করেছ, প্রবঞ্চিত হয়েছি আমি। আমার চেয়ে তুমি মহাশক্তিধর, আমায় বশীভূত করেছ তুমি, আমি উপহাসের পাত্র হয়েছি সকলের কাছে, সারাদিন সকলে আমাকে বিদ্রূপ করে।


হে প্রভু পরমেশ্বর, যিহুদীয়াকে কি তুমি ত্যাগ করলে একেবারে? সিয়োনের মানুষকে কি ঘৃণা কর তুমি? এমন মারাত্মকভাবে কেন তুমি আমাদের আঘাত করলে যা কোনদিন নিরাময় হবে না? আমরা চেয়েছিলাম শান্তি, কিন্তু কোন মঙ্গলই ঘটল না, আরোগ্য আশা করেছিলাম, পরিবর্তে এল আতঙ্ক।


ধনবানেরা ভৃত্যদের পাঠাচ্ছে জল আনতে, তারা চলেছে জলের কূপের কাছে কিন্তু একবিন্দুও জল নেই সেখানে, ফিরে এসেছে তারা শূন্য পাত্র নিয়ে। হতাশায়, দুঃখে ও লজ্জায় মুখ ঢেকেছে তারা।


কী দারুণ ব্যাকুলতা আমার প্রাণে! কতকাল, আর কতকাল হে প্রভু পরমেশ্বর বিরত থাকবে আমায় সাহায্যদানে?


শোন যিহুদীয়াবাসী, মোরেশেৎ-গাৎকে এবার বিদায় দাও। আক্‌ষীবের দুর্গগুলির কাছ থেকে ইসরায়েলী নৃপতিরা পাবে না কোনও সাহায্য।


জলশূন্য হ্রদের মত, মরা নদীর মত,


কেন আমার জন্ম হয়েছিল? এ কি শুধু দুঃখ আর যন্ত্রণার জন্য? লজ্জায় আমার জীবন অবসানের জন্য?


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন