Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিরমিয় 15:14 - পবিএ বাইবেল CL Bible (BSI)

14 তাদের অজ্ঞাত এক দেশে আমি তাদের শত্রুদের দাসত্ব করাব। কারণ আমার ক্রোধ আগুনের মত, যে আগুন নেভে না কখনও।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

14 আর তোমার দুশমনদের দ্বারা তোমার অজ্ঞাত একটি দেশে তোমাকে নিয়ে যাব; কেননা আমার ক্রোধে আগুন জ্বলে উঠলো, তা তোমাদের উপরে জ্বলে উঠবে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

14 আমি তোমাদের শত্রুদের কাছে দাসত্ব করাব, তোমাদের অপরিচিত এক দেশে, কারণ আমার ক্রোধ এক আগুনের শিখা প্রজ্বলিত করবে, যা তোমাদের বিরুদ্ধে থাকবে।”

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

14 আর তোমার শত্রুগণের দ্বারা তোমার অজ্ঞাত এক দেশে তাহা লইয়া যাইব; কেননা আমার ক্রোধে অগ্নি প্রজ্বলিত হইল, তাহা তোমাদের উপরে জ্বলিয়া উঠিবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

14 যিহূদার লোকরা, তোমাদের আমি তোমাদের শত্রুর কাছে দাস করে রাখব। অচেনা এক দেশে তোমরা দাসত্ব করবে। আমি প্রচণ্ড ক্রুদ্ধ। আমার ক্রোধ হল তপ্ত আগুনের মতোই এবং তোমরা তাতে পুড়ে মরবে।”

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

14 তখন আমি তোমার শত্রুদের দিয়ে তোমায় এমন দেশে নিয়ে যাব, যা তোমার অজানা, কারণ আমার রোষের আগুন তোমার উপর জ্বলতে থাকবে।”

অধ্যায় দেখুন কপি




যিরমিয় 15:14
18 ক্রস রেফারেন্স  

তাই আমি তোমাদের এমন একটি দেশে দূর করে দেব, সেখানকার নাম তোমরা বা তোমাদের পিতৃপুরুষেরা কেউ শোনে নি। সেখানে তোমরা দিবারাত্রি অলীক দেবতাদের পূজার্চনা করবে। আমি তোমাদের উপর আর বিন্দুমাত্রও দয়া করব না।


এবার আমার রোষানল হয়েছে প্রজ্বলিত, পাতালের তলদেশও জ্বলে উঠবে তার দহনে, পৃথিবী ও তার সমস্ত ফসল পতিত হবে তার গ্রাসে, পর্বতশ্রেণীর মূলদেশও গ্রাস করবে সেই ভয়াবহ অগ্নি।


যে দেশ আমি তোমাদের দিয়েছিলাম সেই দেশ তোমাদের ছেড়ে যেতে হেব। তোমাদের অজ্ঞাত এক দেশে তোমাদের শত্রুদের সেবা করাব আমি। কারণ আগুনের মত আমার ক্রোধ। কখনও নিভবে না সে আগুন।


তোমার আবির্ভাবে নিক্ষিপ্ত হবে তারা জ্বলন্ত অগ্নিকুণ্ডে, মহাক্রোধে প্রভু পরমেশ্বর ধ্বংস করবেন তাদের, অগ্নি তাদের করবে গ্রাস।


প্রভু তোমাদের এবং যে রাজাকে তোমরা নিযুক্ত করবে তাকে এমন এক জাতির অধীনে সমর্পণ করবেন যাদের তোমরা কিম্বা তোমাদের পিতৃপুরুষেরা কেউ কখনও জান না এবং সেখানে তোমরা প্রভুকে পরিত্যাগ করে পাথর ও কাঠের তৈরী দেবতাদের পূজা করবে।


পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত সর্বজাতির মাঝে প্রভু পরমেশ্বর তোমাদের বিক্ষিপ্ত করবেন এবং সেখানে তোমরা কাঠ ও পাথরের তৈরী দেবতাদের পূজা করবে, যাদের পরিচয় তোমরা কিম্বা তোমাদের পিতৃপুরুষেরা কখনও পাও নি।


কারণ আমাদের ঈশ্বর বিধ্বংসী অগ্নিস্বরূপ।


কারণ আমি তোমাদের দামাসকাসের ওপারে নির্বাসনে পাঠাব। প্রভু এ কথা বলেছেন, ‘সর্বাধিপতি প্রভু’ নামে তিনি আখ্যাত।


রাজার আদেশে তাদের নির্মম কশাঘাতের পর হত্যা করা হয়। এইভাবে যিহুদীয়ার অধিবাসীদের দেশ থেকে নির্বাসনে নিয়ে যাওয়া হল।


হিষ্কিয়ের পুত্র মনঃশি যখন যিহুদীয়ার রাজা ছিল, সেই সময় জেরুশালেমে সে যা করেছে, তার প্রতিফল স্বরূপ আমি সারা পৃথিবীর মানুষের কাছে তাদের আতঙ্কজনক করে তুলব।


আমি যখন প্রান্তরে যাই দেখি, যুদ্ধে নিহত মানুষের দেহ, যখন যাই নগরে ও জনপদে দেখি মানুষ অনাহারে মরছে। নবী ও পুরোহিতেরা তাদের কাজ করে চলেছে, কিন্তু তারা জানে না কি কাজ করছে তারা।


হে যিহুদীয়া ও জেরুশালেমের অধিবাসী, আমার সঙ্গে তোমাদের চুক্তি অটুট রাখ এবং নিজেদের উৎসর্গ কর আমার কাছে। যদি না কর, তাহলে তোমাদের গর্হিত কর্মের জন্য আমার ক্রোধ আগুনের মত জ্বলে উঠবে। জ্বলন্ত থাকবে ঐ আগুন, কেউ তা পারবে না নেভাতে।


তাই তিনি তাঁর ভয়াবহ ক্রোধের আগুনে দগ্ধ করলেন আমাদের ভোগ করালেন প্রচণ্ড যুদ্ধের যন্ত্রণা। তাঁর ক্রোধ অগ্নির মত দগ্ধ করল সমগ্র ইসরায়েলকে কিন্তু আমরা জানলাম না কোনদিন এ ঘটনার কথা এ ঘটনা থেকে কোন শিক্ষাই আমরা পারলাম না গ্রহণ করতে।


প্রভু তাঁর রোষ ও ক্রোধে সদোম, ঘমোরা, আদ্‌মা ও সবোয়িম নগরগুলি যে ভাবে ধ্বংস করেছিলেন সেইভাবে এদেশেও জ্বলন্ত গন্ধক ও লবণ বর্ষণে এমন ভাবে দগ্ধ হবে যে এখানে কোন কিছু বপন করা যাবে না, কোন তৃণগুল্মও উৎপন্ন হবে না।


প্রভু পরমেশ্বর তোমাদের শত্রু হস্তে পরাজিত করবেন। তোমরা তাদের আক্রমণ করতে গিয়ে দিশেহারা হয়ে পালাতে বাধ্য হবে। পৃথিবীর সমস্ত রাজ্যে তোমরা হবে বিভীষিকা স্বরূপ।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন