Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিরমিয় 15:13 - পবিএ বাইবেল CL Bible (BSI)

13 প্রভু পরমেশ্বর আমাকে বললেনঃ আমার প্রজাদের ধনসম্পদ লুণ্ঠন করার জন্য আমি শত্রু পাঠাব। সারা দেশ জুড়ে যে পাপাচার তারা করেছে, তারই ফলে তাদের এই শাস্তি!

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

13 আমি তোমার ঐশ্বর্য ও ধনকোষগুলো লুণ্ঠিত দ্রব্য হিসেবে বিনামূল্যে বিতরণ করবো; তোমার গুনাহ্‌গুলোর জন্য তোমার সীমার সর্বত্রই করবো।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

13 “তোমাদের ঐশ্বর্য ও তোমাদের সম্পদ আমি বিনামূল্যে লুন্ঠিত বস্তুরূপে দেব। এর কারণ হল, তোমাদের সমস্ত দেশে কৃত তোমাদের সব পাপ।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

13 আমি তোমার ঐশ্বর্য্য ও ধনকোষ সকল লুটদ্রব্য করিয়া বিনামূল্যে বিতরণ করিব; তোমার পাপসমূহের জন্য তোমার সীমার সর্ব্বত্রই [করিব]।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

13 যিহূদার লোকদের প্রচুর ধনসম্পত্তি আছে। আমি সেই সব সম্পত্তি অন্যদের মধ্যে বিলিয়ে দেব। ঐ লোকদের ঐ সব সম্পত্তি কিনতে হবে না। কেন? কারণ যিহূদার লোকরা অনেক অনেক পাপ করেছে। তারা যিহূদার সর্বত্র পাপ করেছে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

13 আমি লুটের মাল হিসাবে তোমার সম্পত্তি ও ধনদৌলত তোমার শত্রুদের দিয়ে দেব। এটা হবে তোমার সমস্ত সীমানার সাথে করা তোমার সমস্ত পাপের মূল্য।

অধ্যায় দেখুন কপি




যিরমিয় 15:13
8 ক্রস রেফারেন্স  

সারা দেশ জুড়ে তোমরা যে পাপাচার করেছ, তার শাস্তিস্বরূপ তোমাদের সমস্ত ধনসম্পদ শত্রু পাঠিয়ে আমি লুঠ করাব।


এ যেন নামমাত্র মূল্যে তুমি বিকিয়ে দিয়েছ তোমার প্রজাদের, মূল্যহীন তারা আজ তোমার কাছে।


সর্বাধিপতি প্রভু পরমেশ্বর তাঁর প্রজাদের বলেন, যখন তোমরা দাস হয়েছিলে তখন তোমাদের জন্য ক্রয়মূল্য কেউ দেয় নি, সুতরাং এখন বিনা অর্থেই তোমাদের মুক্ত করা হবে।


এই নগরীর সমস্ত সম্পদ আমি তাদের শত্রুদের দিয়ে লুঠ করাব, তারা তাদের সমস্ত সম্পত্তি দখল করবে, এমন কি যিহুদীয়ার রাজার ধনভাণ্ডারও তারা দখল করবে এবং সব কিছু ব্যাবিলনে নিয়ে যাবে।’


এখন এই ব্যাবিলনে আমি কি দেখছি, এখানেও তোমরা তাদের বন্দী, কিন্তু তোমাদের ক্রয়মূল্যস্বরূপ কিছুই তারা দেয় নি। তোমাদের উপর যারা শাসন পরিচালনা করে, গর্বোদ্ধত, দাম্ভিক তারা, সবসময় তারা আমার প্রতি ঘৃণা ও তাচ্ছিল্য প্রদর্শন করে।


সমুদ্রতীরে বালুকারাশির চেয়েও তোমাদের দেশে আমি বিধবার সংখ্যা বাড়িয়ে দিয়েছি, তোমাদের যুবকেরা যখন যৌবনের চরম শিখরে, তখনই তাদের করেছি নিধন, তাদের জননীদেরও যন্ত্রণায় বিদ্ধ করেছি আমি, নিদারুণ আতঙ্ক ও যন্ত্রণা দিয়ে অকস্মাৎ আঘাত করেছি তাদের।


শেবা ও দেদানের লোকেরা, স্পেনের বণিকেরা তোমাকে জিজ্ঞাসা করবে, আক্রমণ ও লুঠতরাজ করার জন্যই কি তুমি সৈন্য সমাবেশ করেছ? তুমি কি সোনা-রূপো, পশুপাল ও ধনসম্পদের লোভে এখানে এসে হাজির হয়েছ?


তাদের সম্পদ সমস্তই লুণ্ঠিত হবে,তাদের ঘরবাড়ি হবে বিধ্বস্ত। তারা গৃহনির্মাণ করলেওসেখানে বাস করতে পারবে না। দ্রাক্ষাকুঞ্জ রচনা করলেওতা থেকে উৎপন্ন সুরাপান করতে তারা পারবে না।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন