Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিরমিয় 15:1 - পবিএ বাইবেল CL Bible (BSI)

1 তখন প্রভু পরমেশ্বর আমাকে বললেন, মোশি ও শমুয়েলও যদি আমার সামনে দাঁড়িয়ে আবেদন জানাত, তাহলেও আমি এদের উপর দয়া করতাম না। ওদের দূর করে দাও আমার চোখের সামনে থেকে, চলে যাক ওরা।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

1 তখন মাবুদ আমাকে বললেন, মূসা ও শামুয়েল যদি আমার সম্মুখে দাঁড়াত, তবুও আমার প্রাণ এই জাতির অনুকূল হত না; তুমি আমার সম্মুখ থেকে তাদেরকে বিদায় কর, তারা চলে যাক।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

1 এরপর সদাপ্রভু আমাকে বললেন, “যদিও মোশি ও শমূয়েল আমার সামনে দাঁড়াত, তবুও আমার মন এই লোকদের প্রতি কোমল হত না। আমার উপস্থিতি থেকে তাদের দূর করে দাও, তাদের চলে যেতে দাও।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

1 তখন সদাপ্রভু আমাকে কহিলেন, যদ্যপি মোশি ও শমূয়েল আমার সম্মুখে দাঁড়াইত, তথাপি আমার প্রাণ এই জাতির অনুকূল হইত না; তুমি আমার সম্মুখ হইতে তাহাদিগকে বিদায় কর, তাহারা চলিয়া যাউক।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

1 প্রভু আমাকে বলেছিলেন, “এমন কি যদি মোশি এবং শমূয়েল আমার কাছে যিহূদার লোকদের হয়ে প্রার্থনা করে তাহলেও আমি তাদের প্রতি করুণা করব না, যিরমিয়। যিহূদার লোকদের আমার কাছে আসতে দিও না। ওদের চলে যেতে বলো।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

1 তখন সদাপ্রভু আমাকে বললেন, “এমনকি মোশি ও শমূয়েলও যদি আমার সামনে এসে দাঁড়াত, তবুও আমি এই লোকদের প্রতি দয়া দেখাতাম না। আমার সামনে থেকে তাদের বিদায় কর; তারা চলে যাক।

অধ্যায় দেখুন কপি




যিরমিয় 15:1
32 ক্রস রেফারেন্স  

যদি সেখানে নোহ, দানেল আর ইয়োব থাকে, তাহলে তারা তিনজনই শুধু তাদের বিশ্বস্ততার গুণে বাঁচবে।–এই কথা বলেন সর্বাধিপতি প্রভু।


প্রভু পরমেশ্বর আমাকে বললেন, তুমি এদের সাহায্য করার জন্য আমার কাছে আবেদন জানাবে না।


যিরমিয়, এই সব লোকের জন্য তুমি আমার কাছে প্রার্থনা করো না , জানিও না তাদের হয়ে কোনও আবেদন। বিপদে পড়ে সাহায্যের জন্য তারা যখন আমাকে ডাকবে, আমি শুনব না তাদের কথা।


তাই তিনি তাদের সকলকে সংহার করতে মনস্থ করলেন। কিন্তু তাঁর মনোনীত সেবক মোশি এসে দাঁড়ালেন তাঁর মুখোমুখি, তাঁর বিধ্বংসী ক্রোধ নিবারণের আবেদন নিয়ে।


তাঁর পুরোহিতকুলে ছিলেন মোশি ও হারোণ, তাঁর ভক্তবৃন্দের অন্যতম ছিলেন শমুয়েল, তাঁরা প্রভুকে ডাকতেন, তিনি সাড়া দিতেন তাঁদের ডাকে।


প্রভু না করুন, আমি যেন কখনও তোমাদের জন্য বিনতি করতে ক্ষান্ত হয়ে প্রভুর কাছে অপরাধী না হই। আমি বরং তোমাদের সৎ ন্যায় পথে চলতে শিক্ষা দেব।


প্রভু পরমেশ্বর ইসরায়েলীদের পরিত্যাগ করেছিলেন, তাদের দণ্ড দিয়েছিলেন, নির্দয় শত্রুদের হাতে তুলে দিয়েছিলেন এবং শেষপর্যন্ত তিনি তাঁর সান্নিধ্য থেকে তাদের নির্বাসন দিয়েছিলেন।


শমুয়েল তখন একটি দুগ্ধপোষ্য মেষশাবক নিয়ে প্রভু পরমেশ্বরের উদ্দেশে পূর্ণাহুতি প্রদান করলেন এবং ইসরায়েলের জন্য তাঁর কাছে কাতর বিনতি জানালেন। প্রভু পরমেশ্বর তাঁর প্রার্থনা গ্রাহ্য করলেন।


তাই, প্রভু পরমেশ্বর জেরুশালেম ও যিহুদীয়ার মানুষের উপর এত ক্রুদ্ধ হয়েছিলেন যে তাদের তিনি তাঁর চোখের সামনে থেকে দূর করে দিয়েছিলেন, পাঠিয়েছিলেন নির্বাসনে। ব্যাবিলনরাজ নেবুকাডনেজারের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন রাজা সিদিকিয়।


তাহলে তাদের তুমি বলবে যে, আমি তাদের ছুঁড়ে ফেলে দেব। তাদের এবং তাদের পূর্বপুরুষদের যে নগরী আমি দিয়েছিলাম, সবশুদ্ধ দূরে ছুঁড়ে ফেলে দেব।


ভালোর পারিশ্রমিক কি মন্দ হয়? তবু তারা আমাকে ফেলার জন্য একটা গর্ত খুঁড়েছে। স্মরণ কর, কি ভাবে আমি তোমার কাছে এসেছিলাম, তাদের জ্য জানিয়েছিলাম কাতর আবেদন, যাতে ক্রোধের বশে তুমি তাদের বিরুদ্ধে কিছু না কর।


প্রভু পরমেশ্বর এ কথার উত্তরে বললেন, তুমি যদি ফিরে আস, তাহলে আমি তোমাকে আবার গ্রহণ করব, আবার তুমি আমার সেবক হবে। অবান্তর কথার পরিবর্তে তুমি যদি মূল্যবান বার্তা ঘোষণা কর, তাহলে তুমি আবার আমার প্রবক্তা নবী হতে পারবে। লোকে আবার তোমার কাছে আসবে, তোমাকে যেতে হবে না কারও কাছে।


সুযোগ্য কর্মী রাজার অনুগ্রহ লাভ করে, কিন্তু যার জন্য তিনি লজ্জিত হন সে হয় তাঁর ক্রোধের পাত্র।


মানুষের হাতে গড়া কোন মন্দির, যা প্রকৃত মন্দিরের অনুকরণ মাত্র, খ্রীষ্ট সেখানে প্রবেশ করেননি। কিন্তু আমাদের পক্ষ হয়ে ঈশ্বরের সম্মুখে উপস্থিত হওয়ার জন্য তিনি সরাসরি স্বর্গে প্রবেশ করেছেন।


তাই আমি, সর্বাধিপতি প্রভু পরমেশ্বর ইসরায়েলের আরাধ্য ঈশ্বর, এই প্রতিশ্রুতি দিচ্ছি যে, রেখবের পুত্রর যিহোনাদবের বংশে আমাকে সেবা করার জন্য কখনও লোকের অভাব হবে না।


আমার সমস্ত সহানুভূতি ইসরায়েলী সেনানায়কদেরই পক্ষে, জনতার মধ্যে থেকে স্বেচ্ছায় যারা এগিয়ে এসেছিল তাদের পক্ষে। প্রভুর জয়গান কর তোমরা।


অব্রাহাম ভোরে উঠে আগের দিন যেখানে তিনি প্রভু পরমেশ্বরের পরিচর্যা করেছিলেন সেখানে গেলেন এবং সদোম,


যিহোশূয় তখন দূতের সামনে দাঁড়িয়ে ছিলেন।


আমি প্রভু পরমেশ্বরের কাছে বিনতি করে বললাম, হে আমার ঈশ্বর, আমার প্রভু, তুমি নিজ মাহাত্ম্য ও পরাক্রমে তোমার নিজস্ব যে প্রজাদের মিশর থেকে উদ্ধার করে এনেছ, তাদের ধ্বংস করো না।


তারা তখন শমুয়েলেকে বলল, আপনার আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের কাছে আপনার এই দাসদের জন্য বিনতি করুন যেন আমরা প্রাণে না মরি। আমাদের জন্য একজন রাজা দাবী করে আমরা আমাদের পাপের বোঝা আরও ভারী করেছি।


ঐ শোন, সিয়োনে শোনা যায় ক্রন্দন ধ্বনি, ‘আমরা ধবংস হয়ে গেছি, ভুলুণ্ঠিত আমাদের মান-সম্ভ্রম, ঐ দেশ ছেড়ে আমাদের চলে যেতে হবে, ভেঙ্গে চূরমার হয়ে গেছে আমাদের ঘরবাড়ি।’


প্রভু পরমেশ্বর তোমাদের এ দেশ থেকে বিতাড়িত করতে চলেছেন। তোমাদের মধ্যে একজনও অবশিষ্ট থাকা পর্যন্ত, তিনি তোমাদের নিষ্পেষণ করবেন। এ কথা বলছেন প্রভু পরমেশ্বর।


কোনও শোকার্ত পরিবারে তুমি যাবে না। কারও জন্য শোক করবে না, সান্ত্বনাও দেবে না। আমি আমার প্রজাদের আর আশীর্বাদ করব না বা তাদের ভালবাসব না, করুণাও করব না।


তাই আমি তোমাদের এমন একটি দেশে দূর করে দেব, সেখানকার নাম তোমরা বা তোমাদের পিতৃপুরুষেরা কেউ শোনে নি। সেখানে তোমরা দিবারাত্রি অলীক দেবতাদের পূজার্চনা করবে। আমি তোমাদের উপর আর বিন্দুমাত্রও দয়া করব না।


আমি বললাম, যিহোয়খিন কি ভাঙ্গা পাত্রের মত হয়েছে, যে পাত্রটিকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে, আর কেউ-ই সেটি চায় না? সেই জন্যই কি তাকে ও তার সন্তানদের অজানা এক দেশে নিয়ে যাওয়া হচ্ছে?


আমি এমন একজনকে খুঁজলাম যে নগরীর ভাঙ্গা প্রাচীর সারাবে, আমার ধ্বংসোদ্যত ক্রোধের মুখে ভাঙ্গা প্রাচীরের সামনে এসে দাঁড়াবে দেশকে রক্ষা করার জন্য। কিন্তু কাউকে পেলাম না


ওরা যদি উপবাস করে, তবু আমি ওদের আবেদনে সাড়া দেব না। এমন কি, ওরা যদি আমার কাছে হোমবলি ও শস্য উৎসর্গও করে, তবু আমি ওদের নৈবেদ্য গ্রাহ্য করব না। তার পরিবর্তে যুদ্ধ, অনাহার ও মহামারীতে আমি নিধন করব ওদের।


প্রভু পরমেশ্বর বলেন, গিলগলেই শুরু হয়েছিল তাদের সমস্ত দুষ্কর্ম, সেখানেই তাদের প্রতি আমার ঘৃণা জন্মেছিল। এই সমস্ত অপকর্মের জন্যই আমি তাদের আমার দেশ থেকে বিতাড়িত করব, আমি আর ভালবাসব না তাদের, কারণ তাদের নেতারা সকলেই আমার বিরুদ্ধে বিদ্রোহ করেছে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন