Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিরমিয় 12:6 - পবিএ বাইবেল CL Bible (BSI)

6 তোমার ভাইয়েরা, তোমার পরিজনেরা বিশ্বাসঘাতকতা করেছে তোমার সঙ্গে, সোচ্চার হয়েছে তারা তোমার বিরুদ্ধে, হাত মিলিয়েছে তোমার আক্রমণকারীদের সাথে। বিশ্বাস করো না তাদের, এমনকি মধুর কথাতেও করো না বিশ্বাস।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

6 বস্তুত তোমার ভাইয়েরা ও তোমার পিতৃকুল, তারাই তোমার প্রতি বেঈমানী করেছে, তারাই তোমার পিছনে ‘ধর ধর’ বলে ডাকছে; তারা তোমাকে ভাল ভাল কথা বললেও তাদের কথায় বিশ্বাস করো না।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

6 তোমার ভাইয়েরা, তোমার নিজের পরিবার, এমনকি, তারাও তোমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে; তারা তোমার বিরুদ্ধে এক তীব্র শোরগোল তুলেছে। তুমি তাদের বিশ্বাস কোরো না, যদিও তারা তোমার সম্পর্কে ভালো ভালো কথা বলে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

6 বস্তুতঃ তোমার ভ্রাতৃগণ ও তোমার পিতৃকুল, তাহারাই তোমার প্রতি বিশ্বাসঘাতকতা করিয়াছে, তাহারাই তোমার পশ্চাতে ‘ধর ধর’ বলিয়া ডাকিতেছে; তাহারা তোমাকে ভাল ভাল কথা কহিলেও তাহাদের কথায় বিশ্বাস করিও না।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

6 তোমার বিরুদ্ধে যারা চক্রান্ত করেছে তারা হল তোমার নিজের ভাইরা এবং তোমার নিজের পরিবারের লোকরা। তোমারই পরিবারের লোকরা তোমার বিরুদ্ধে গর্জে উঠেছে। ওরা তোমার সঙ্গে বন্ধুর মতো কথা বললেও ওদের বিশ্বাস করো না।”

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

6 কারণ তোমার ভাইয়েরা ও তোমার বাবার বংশ তোমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে এবং চিত্কার করে তোমার নিন্দা করে। এমনকি যদি তারা তোমার বিষয় ভাল কথা বলে, তাদের উপর বিশ্বাস করো না।

অধ্যায় দেখুন কপি




যিরমিয় 12:6
25 ক্রস রেফারেন্স  

তার মিষ্টি কথায় বিশ্বাস করো না, কারণ তার অন্তর জঘন্য বিদ্বেষে পরিপূর্ণ।


প্রত্যেকে তাদের বন্ধুকে সন্দেহের দৃষ্টিতে দেখে, বিশ্বাস করতে পারে না আপন ভাইকেও। কারণ তারা প্রত্যেকেই প্রতারক যাকোবের মত, প্রত্যেকেই নিজের বন্ধুদের বিপদে ফেলে।


সত্য কথা বলে না কেউ কারো কাছে, সকলেই দক্ষ স্তাবকতায়, মনে মুখে তারা এক নয়।


ভাই ভাইকে, পিতা নিজ সন্তানকে মরণের মুখে সমর্পণ করবে। (পিতারা ও আপন সন্তানরকাও মাতা পিতার বিপক্ষে দাঁড়িয়ে হত্যা করবে।)


আনাথোতের লোকেরা আমাকে হত্যা করতে চেয়েছিল। তারা আমাকে বলেছিল যে, যদি আমি প্রভু পরমেশ্বরের বার্তা ঘাষণা করা বন্ধ না করি, তাহলে তারা আমাকে হত্যা করবে।


একটি গৃহপালিত মেষশাবকের মত আমি সকলকেই বিশ্বাস করতাম। আমি ভাবতেই পারিনি যে তারা আমারই বিরুদ্ধে হীন ষড়যন্ত্র করছে। তারা বলছে, এস আমরা এই ফলন্ত গাছটিকে কেটে ফেলি। এস, আমরা তাকে হত্যা করি যেন সে চিরতরে মুছে যায় মানুষের স্মৃতি থেকে।


গ্যালিও আখায়ার শাসনকর্তা নিযুক্ত হলে ইহুদীরা একত্র হয়ে পৌলকে আক্রমণ করল এবং নিয়ে গেল তাঁকে বিচারসভায়।


শুনি সকলেই ফিস্‌ফিস্‌ করে বলে, ‘সর্বস্থানে সন্ত্রাস, এস আমরা প্রকাশ্যে অভিযুক্ত করি তাকে, দোষারোপ করি তার বিরুদ্ধে।’ আমার ঘনিষ্ঠ বন্ধুরাও আমার পতন কামনা করে, তারা বলে, ‘এবার হয়ত তাকে ফেলা যাবে ফাঁদে, তখন আমরা তাকে মুঠোয় পাব, আর নেব প্রতিশোধ।’


বন্ধু ও স্বজনের কাছে আজ আমি অপরিচিত, সহোদরদের কাছেও ভিনদেশী আমি।


কিন্তু তোমরা, আমার বন্ধুরা প্রতারণা করেছ আমায় জলহীন শুষ্ক নদীখাতের মত।


(প্রকৃতপক্ষে যীশুর ভাইয়েরাও যীশুকে বিশ্বাস করত না।)


ইহুদী নেতারা বুঝতে পেরেছিলেন যে যীশু তাঁদের উদ্দেশ্য করেই এই উপাখ্যানটি বললেন তাই তাঁরা যীশুকে গ্রেপ্তার করার সুযোগ খুঁজতে লাগলেন। কিন্তু জনসাধারণের ভয়ে নিরস্ত হয়ে তাঁরা যীশুর কাছ থেকে চলে গেলেন।


প্রভু পরমেশ্বর আমাকে বলেছেন, কোন সিংহ পশুপাল থেকে পশু ধরে নিয়ে গিয়ে বধ করলে মেষপালকদের শত চীৎকার ও কোলাহলেও সে যেমন বিরত হয় না, ঠিক তেমনি, সিয়োন পর্বতকে রক্ষা করা থেকে সর্বশক্তিমান প্রভু পরমেশ্বরকে কেউ বিরত করতে পারবে না।


একথা সুনে স্থানীয় জনতাও তাদের সঙ্গে যোগ দিল। রোমীয় শাসকেরা পৌল ও সীলের পরণের কাপড় ছিঁড়ে তাঁদের চাবুক মারা হুকুম দিল।


আহা, সুদূর মরুদেশে আমার জন্য থাকত যদি এমন একটি স্থান, যেখানে আমি স্বজনদের ছেড়ে পালিয়ে গিয়ে থাকতে পারতাম! কারণ আমার স্বজনেরা ব্যভিচারী বিশ্বাসঘাতকের দল।


তারা সকলেই বিপথে পরিচালিত করে তাদের বন্ধুদের, সত্য কথা বলে না কেউ, মিথ্যার অনুশীলনে তারা জিহ্বাকে করেছে পটু, পাপাচার তারা করবে না পরিত্যাগ, করবে না অনুতাপও। একের পর এক চরম অন্যায় তারা করে চলে, একটি প্রতারণা অনুসরণ করে আর একটিকে, তারা জানতে চায় না আমায়–—বলেন প্রভু পরমেশ্বর।


স্তব্ধ কর প্রভু পরমেশ্বর স্তাবকের ওষ্ঠাধর, ছেদন কর দাম্ভিকের জিহ্বা।


তুমি যা খাবে তা হয়তো বমি করে ফেলবে, তার উদ্দেশে তোমার তোষামুদে কথাগুলো বৃথা যাবে।


তারা সবসময়ে মিথ্যাকথা বলতে প্রস্তুত, সত্যের পরিবর্তে অসত্যের রাজত্বসেই দেশে। প্রভু পরমেশ্বর বলেন, আমার প্রজারা একের পর এক কুকর্ম করে চলেছে, আমাকে তারা স্বীকার করে না তাদের ঈশ্বর বলে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন