Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিরমিয় 12:1 - পবিএ বাইবেল CL Bible (BSI)

1 হে প্রভু পরমেশ্বর, তোমার কাছে যদি আমি অভিযোগ আনি, তুমি ন্যায়বান, প্রমাণ করবে তার সত্যতা। তথাপি তোমার ন্যায়বিচার সম্পর্কে আমি প্রশ্ন করতে চাই তোমাকে। বল, দুর্জনের কেন এত শ্রীবৃদ্ধি হয়? সাফল্য লাভ করে কেন অসৎ মানুষ?

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

1 হে মাবুদ, আমি যখন তোমার সঙ্গে ঝগড়া করি, তখন তুমিই ধর্মময়; তবুও তোমার সঙ্গে বাদানুবাদ করবো। দুষ্ট লোকদের পথ কেন কুশলযুক্ত হয়? যারা অতিশয় বিশ্বাসঘাতক, তারা কেন শান্তিতে থাকে?

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

1 হে সদাপ্রভু, আমি যখন তোমার সামনে কোনো অভিযোগ নিয়ে আসি, তুমি সবসময়ই নির্দোষ প্রতিপন্ন হও। তবুও আমি তোমার ন্যায়বিচার সম্পর্কে কথা বলতে চাই: দুষ্ট লোকদের পথ কেন সমৃদ্ধ হয়? বিশ্বাসহীন সব লোক কেন স্বচ্ছন্দে জীবনযাপন করে?

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

1 হে সদাপ্রভু, আমি যখন তোমার সহিত বিবাদ করি, তুমিই ধর্ম্মময়; তথাপি তোমার সহিত বাদানুবাদ করিব। দুষ্ট লোকদের পথ কেন কুশলযুক্ত হয়? যাহারা অতিশয় বিশ্বাসঘাতক, তাহারা কেন শান্তিতে থাকে?

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

1 প্রভু, আমি যদি আপনার সঙ্গে তর্ক করি, তাহলে আপনিই সর্বদা সঠিক, ধর্মময়। তবুও আমি আপনার কাছে কয়েকটি ভুল-ভ্রান্তি সম্বন্ধে প্রশ্ন করতে চাই। কেন দুষ্ট লোকরাই সফলতা প্রাপ্ত? কেন বিশ্বাসঘাতকরা শান্তিতে থাকে?

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

1 তুমি ধার্মিক, হে সদাপ্রভু, আমি যখনই তোমার কাছে বিবাদ নিয়ে যাই। আমি অবশ্যই আমার অভিযোগের কারণ তোমাকে বলব, “দুষ্টদের পথ কেন সফল হয়? সমস্ত অবিশ্বস্ত লোকেরাই সফল হয়।

অধ্যায় দেখুন কপি




যিরমিয় 12:1
44 ক্রস রেফারেন্স  

এখন থেকে আমরা গর্বোদ্ধত লোকদেরই কৃপাধন্য বলে মনে করব কারণ দুর্বৃত্তেরা যে শুধু প্রতিষ্ঠালাভ করে তাই নয়, ঈশ্বরকে পরোয়া না করেও পার পেয়ে যায়।


চিরতরে বিনষ্ট হওয়ার জন্যই দুষ্টেরা বেড়ে ওঠে তৃণদলের মত, অধর্মচারীরা হয় সমৃদ্ধিশালী।


দুর্জনের সাফল্যে বিচলিত হয়ো না, ঈর্ষা করো না অধর্মাচারীদের


হে প্রভু পরমেশ্বর, তুমি ন্যায়বান, ন্যায়সঙ্গত তোমার প্রতিটি কাজ। আমাদের এই অধঃপতনের জন্য আমরা নিজেরাই দায়ী। এ কথা জেরুশালেম তথা সমগ্র যিহুদীয়ার মানুষ ও দেশ দেশান্তরে বিক্ষিপ্ত সমস্ত ইসরায়েলীদের পক্ষে প্রযোজ্য। ইসরায়েলীদের এই শাস্তির জন্য তোমার প্রতি তাদের অবিশ্বস্ততাই দায়ী।


চোর এবং ঈশ্বরবিদ্বেষী লোকেরা শান্তিতে বসবাস করে নিজেদের বুদ্ধি ও বাহু বলই তাদের ঈশ্বর


দেশের আইন-কানুন মানে না কেউ, ন্যায়বিচার বলতেও কিছু নেই। আজ দুর্জনেরই জয় সর্বত্র, পরাজিত ন্যায়নিষ্ঠেরা, ন্যায়বিচারের নামে চলেছে শুধুই প্রহসন।


তোমার বিরুদ্ধে, একমাত্র তোমারই বিরুদ্ধে আমি পাপ করেছি, তোমার দৃষ্টিতে যা কিছু মন্দ, তা-ই করেছি আমি। সুতরাং ন্যায্য তোমার দণ্ডাদেশ, নিখুঁত তোমার বিচার।


আমি দেখেছি দুষ্টকে মহাপ্রতাপশালী হতে দেখেছি তাকে লেবাননের বনস্পতির মতই সুউচ্চ, সতেজ।


কিন্তু জেরুশালেমে অধিষ্ঠিত পরমেশ্বর ধর্মময়, ন্যায়বান। নিত্য প্রভাতে সূর্যোদয়ের যেমন ব্যতিক্রম নেই, তেমনি ব্যতিক্রম নেই তাঁরও ন্যায়বিচারে। কিন্তু তা সত্ত্বেও অসৎ নির্লজ্জদের চেতনা হয় না।


তখন আমি প্রার্থনা করলাম, ‘হে সর্বশক্তিমান প্রভু পরমেশ্বর, তুমি ন্যায়পরায়ণ বিচারক। মানুষের হৃদয়-মনের ভাবনা ও অনুভূতির কথা তোমার অজানা নয়। আমার সমস্ত ভার আমি তোমারই উপর অর্পণ করেছি। আমি দেখতে চাই এদের উপরে তোমার প্রতিশোধের কর্মধারা।


তোমার ভাইয়েরা, তোমার পরিজনেরা বিশ্বাসঘাতকতা করেছে তোমার সঙ্গে, সোচ্চার হয়েছে তারা তোমার বিরুদ্ধে, হাত মিলিয়েছে তোমার আক্রমণকারীদের সাথে। বিশ্বাস করো না তাদের, এমনকি মধুর কথাতেও করো না বিশ্বাস।


ইসরায়েল ও যিহুদীয়ার মানুষ আমার সঙ্গে করেছে চরম বিশ্বাসঘাতকতা। আমি প্রভু পরমেশ্বর এ কথা বলছি।


কিন্তু আমার বিবাদ সর্বশক্তিমান ঈশ্বরের সঙ্গে, তোমাদের সঙ্গে নয়, আমার বোঝাপড়া তাঁরই সঙ্গে।


হে ইসরায়েলের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর, তুমি ধর্মময়! তাই তুমি আমাদের লুপ্ত হয়ে যেতে দাওনি। আমরা তোমার কাছে অপরাধ স্বীকার করেছি। তোমার সামনে দাঁড়াবার যোগ্যতা আমাদের নেই।


আদমের মতই তারা শর্তভঙ্গ করেছে, আমার সঙ্গে করেছে বিশ্বাসঘাতকতা।


আমি জানতাম, তুমি বিশ্বাসঘাতক, বিশ্বাস করা যায় না তোমাকে তুমি বিদ্রোহী, এই তোমার পরিচয়, এই কারণেই কোন কথা জানানো হয় নি তোমায়, ঘুণাক্ষরেও শোনানো হয় নি কোনদিন কিছু।


প্রভু পরমেশ্বর, ইসরায়েলের রাজা বলেন; হে জাতিবৃন্দের দেবকুল, উপস্থিত কর তোমাদের বিচার্য বিষয় নিক্ষেপ কর তোমাদের যুক্তির শরজাল!


বিপথে চলাই হবে নির্বোধের মৃত্যুর কারণ, মূর্খদের নিশ্চিন্ততাই ডেকে আনবে তাদের ধ্বংস।


প্রভু পরমেশ্বর সকল কর্মে দয়াবান, ন্যায়পরায়ণ সর্বক্ষেত্রে।


হে প্রভু পরমেশ্বর, ধর্মময় তুমি, ন্যায্য তোমার বিচার।


হে প্রভু পরমেশ্বর, আমি জানি তুমি ন্যায়পরায়ণ বিচারক, ন্যায্য দণ্ড দিয়েছ আমায়।


তিনি পরম আশ্রয়গিরি ন্যায়ের আধার সকল কর্মে তিনি অভ্রান্ত নির্ভুল। প্রতিজ্ঞায় অটল তিনি সত্যে অবিচল, ধর্মময় তিনি যথার্থ ঈশ্বর।


দোহাই আপনার। দুর্জনদের সঙ্গে ধামির্কদেরও বিনাশ করবেন না। ধার্মিক ও দুর্জনকে এক পর্যায়ে ফেলবেন না। সারা পৃথিবীর বিচারপতি কি ন্যায় বিচার করবেন না?


আমাদের দণ্ড দিয়ে ন্যায্য কাজই করেছ তুমি আমরা পাপ করলেও তুমি থেকেছ একনিষ্ট


প্রভু পরমেশ্বর দয়াশীল ও ধর্মময়, করুণার আধার আমাদের আরাধ্য ঈশ্বর।


এ জগতে আরও একটি অর্থহীন ব্যাপার ঘটে, কখনও দুষ্টদের প্রাপ্য লাভ করে ধার্মিকেরা, এবং দুষ্টেরা পায় ধার্মিকের প্রাপ্য পুরস্কার। আমার কাছে অতি দুর্বোধ্য এ ব্যাপার!


আমি ভেবেছিলাম, এসব কাজ করার পর হয়তো সে আবার আমার কাছে ফিরে আসবে। কিন্তু না, সে আর ফিরে এল না। তার অবিশ্বাসিনী বোন যিহুদীয়া এই সবই দেখল।


কিন্তু অবিশ্বাসিনী স্ত্রীর মত কখনও তুমি হলে না একনিষ্ঠ আমার প্রতি। আমি প্রভু পরমেশ্বর বলছি এই কথা।


আহা, সুদূর মরুদেশে আমার জন্য থাকত যদি এমন একটি স্থান, যেখানে আমি স্বজনদের ছেড়ে পালিয়ে গিয়ে থাকতে পারতাম! কারণ আমার স্বজনেরা ব্যভিচারী বিশ্বাসঘাতকের দল।


বারুকের হাতে জমি কেনার দলিল দেবার পর আমি প্রার্থনা করলাম,


প্রভু পরমেশ্বর পরম ন্যায়বান, দোষ আমারই, আমিই অমান্য করেছি তাঁকে, করেছি অগ্রাহ্য। যে যেখানে আছ, শোন আমার কথা, চেয়ে দেখ আমার দুঃখ-বেদনা, আমার কুমারী কন্যারা, আমার যুবক সন্তানেরা বন্দী হয়ে আজ নির্বাসিত বহুদূরে।


কিন্তু তোমরা বল, ‘প্রভু পরমেশ্বর যা করছেন তা ন্যায্যা নয়’। হে ইসরায়েলীবৃন্দ, শোন আমার কথা, তোমরা কি ভাব আমার কর্মপন্থা সঠিক নয়? আমি বলি তোমরাই বরং ন্যায়ের পথে চল না।


তার শিকড় পাথরগুলিকে জড়িয়ে ধরে ঢেকে ফেলে, প্রত্যেকটি পাথর শক্ত করে আঁকড়ে থাকে।


নগরে নগরে শোনা যায় মুমুর্ষূদের গোঙানি, আহতেরা সাহায্যের আশায় করে আর্তনাদ, কিন্তু তাদের কাতর নিবেদনে ঈশ্বর করেন না কর্ণপাত।


ঈশ্বর হয়তো তাদের নিরাপত্তা দেন, কিন্তু তাঁর দৃষ্টি সর্বদা তাদের উপরে থাকে।


জানি, অন্তরের সততাই তোমার কাম্য হৃদয়ের নিভৃতে তাই জ্ঞান শিক্ষা দাও আমাকে।


হে আমাদের প্রভু পরমেশ্বর, আমাদের উপর রুষ্ট হয়ে তুমি নিয়ে এসেছ আমাদের অমঙ্গল। এ বিচার তোমার ন্যায্য বিচার। কিন্তু তবুও আমরা তোমার কথায় মন দিইনি।


তোমাদের কথায় প্রভু পরমেশ্বর বিরক্ত। তোমরা জিজ্ঞাসা করে থাক, কোন কথায় তিনি বিরক্ত? তোমাদের এই কথায়, ‘যারা দুষ্কর্ম করে, তারাই প্রভুর দৃষ্টিতে উত্তম, তিনি তাদের প্রতি প্রসন্ন।’ অথবা এই প্রশ্নে ‘ঈশ্বরের ন্যায়বিচার কোথায়?’


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন