Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিরমিয় 11:23 - পবিএ বাইবেল CL Bible (BSI)

23 আনাথোতের লোকদের সর্বনাশ ঘটানোর জন্য একটি সময় নির্ধারণ করেছি আমি। সেই সময় ঘনিয়ে এলে তারা আর কেউ বাঁচতে পারবে না।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

23 কেননা অনাথোতের লোকদেরকে প্রতিফল দেবার বছরে আমি তাদের প্রতি অমঙ্গল ঘটাবো।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

23 তাদের মধ্যে অবশিষ্ট কেউই বেঁচে থাকবে না, কারণ তাদের শাস্তির বছরে, আমি অনাথোতের লোকদের উপরে বিপর্যয় নিয়ে আসব।”

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

23 কেননা অনাথোতের লোকদিগকে প্রতিফল দিবার বৎসরে আমি তাহাদের প্রতি অমঙ্গল ঘটাইব।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

23 অনাথোত শহরের কেউ বেঁচে থাকবে না। আমি তাদের শাস্তি দেব। আমিই ওদের অমঙ্গল ঘটাবো।”

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

23 তাদের কেউ বাকি থাকবে না, কারণ অনাথোতের লোকদের বিরুদ্ধে শাস্তির জন্য বিপদের একটি বছর আনছি।

অধ্যায় দেখুন কপি




যিরমিয় 11:23
15 ক্রস রেফারেন্স  

তাদের চলার পথ হবে পিচ্ছিলও অন্ধকারময়, আমি তাদের উছোট খাইয়ে পতন ঘটাব। ঘোরতর বিপর্যয় আমি আনব তাদের উপর, তাদের দণ্ডদানের কাল আসন্ন। আমি, প্রভু পরমেশ্বর, এই কথা বললাম।


তোমাকে ও তোমার দেওয়ালের বেষ্টনীর মধ্যে তোমার যত সন্তান আছে, সবাইকে তারা ধ্বংস করে ফেলবে। তোমার একটি পাথরের উপর আর একটি পাথর তারা রাখবে না। কারণ ঈশ্বরের অনুগ্রহ যখন তোমার কাছে এসেছিল, তখন তুমি তা গ্রাহ্য করনি।


এদের মধ্যে যে ভাল, সে হচ্ছে কাঁটাগাছের মত, সবচেয়ে যে ন্যায়নিষ্ঠ সে যেন তুচ্ছ কাঁটার বেড়া। প্রহরীস্বরূপ প্রবক্তা নবীদের মাধ্যমে প্রভু পরমেশ্বর যেমন বলেছিলেন ইসরায়েলীদের, ঠিক সেই ভাবেই ঘনিয়ে এসেছে তাদের দণ্ডের দিন। তাদের মাঝে এখন দেখা দিয়েছে বিভ্রান্তি।


দণ্ডবিধানের কাল সমাগত, তাদের সমুচিত শাস্তির দিন উপস্থিত, এ ঘটনা যখন ঘটবে,তখন ইসরায়েল সে কথা উপলব্ধি করবে। তোমরা বল, এই নবী মূর্খ, আত্মায় আবিষ্ট এই লোকটা উন্মাদ, তোমাদের অপরাধের মাত্রা ছাড়িয়ে গেছে বলেই আজ তোমরা আমাকে এত ঘৃণা কর।


তার সমস্ত যোদ্ধাদের হত্যা কর! ব্যাবিলনের মানুষ ধ্বংস হয়ে যাক! ঘনিয়ে এসেছে তাদের শাস্তির দিন।


সন্ত্রাসের হাত থেকে যে পালিয়ে বাঁচতে চাইবে সে খাদে পড়বে। আর যে খাদ থেকে উঠে আসবে, সে ফাঁদে ধরা পড়বে, কারণ প্রভু পরমেশ্বর মোয়াবের ধ্বংসের সময় নির্ধারণ করে রেখেছেন।


তার ভাড়াটে সৈন্যেরা পর্যন্ত গোবৎসের মত অসহায়, রুখে দাঁড়িয়ে যুদ্ধ করতে পারছে না তারা, পিছন ফিরে পালাচ্ছে।তাদের সর্বনাশের দিন, ধ্বংসের দিন সমুপস্থিত।


তোমরা যাতে সমৃদ্ধিলাভ করতে না পার, বরং যাতে তোমাদের ক্ষতি হয়, আমি সেইদিকে দৃষ্টি রাখব। হয় যুদ্ধে, না হয় মহামারীতে তোমরা সকলে মারা যাবে, বাকী থাকবে না কেউ।


একটি গৃহপালিত মেষশাবকের মত আমি সকলকেই বিশ্বাস করতাম। আমি ভাবতেই পারিনি যে তারা আমারই বিরুদ্ধে হীন ষড়যন্ত্র করছে। তারা বলছে, এস আমরা এই ফলন্ত গাছটিকে কেটে ফেলি। এস, আমরা তাকে হত্যা করি যেন সে চিরতরে মুছে যায় মানুষের স্মৃতি থেকে।


এই সমস্ত ঘৃণ্য কার্যকলাপের জন্য আমার প্রজাবৃন্দ কি লজ্জিত? না, তারা বিন্দুমাত্র লজ্জিত নয়, লজ্জা কাকে বলে, তা তারা জানেই না। তাই, অন্যান্যদের মত তাদেরও পতন হবে। যখন আমি তাদের শাস্তি দেব, তখনই তারা শেষ হয়ে যাবে চিরকালের মত। আমি প্রভু পরমেশ্বর, এই কথা বললাম।


সর্বশক্তিমান প্রভু পরমেশ্বর আমাকে বলেছেন, ইসরায়েলীদের অবশিষ্ট লোকেরা হবে এমন একটি দ্রাক্ষাক্ষেত্রের মত, যা কেটে পরিষ্কার করে ফেলা হয়েছে। সুতরাং এখনও সময় আছে। সময় থাকতে তুমি তোমার সাধ্য অনুযায়ী তাদের প্রত্যেককে উদ্ধার করে আন।


এই জন্য আমি, প্রভু পরমেশ্বর, তাদের শাস্তি দেব, প্রতিশোধ নেব এই জাতির উপর।


এসবের জন্য কি আমি তাদের শাস্তি দেব না? এসব আচরণের জন্য কি এই জাতির উপর নেব না প্রতিশোধ?


যাকোবকুল তখন হবে বহ্নিস্বরূপ, যোষেফকুল হবে অগ্নিশিখা এষৌর কুলকে গ্রাস করবে তারা শুষ্ক তৃণের মত, তাদের কেউই আর থাকবে না অবশিষ্ট।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন