Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিরমিয় 10:22 - পবিএ বাইবেল CL Bible (BSI)

22 শোন! এসেছে সংবাদ, উত্তর দেশে চলছে বিরাট আলোড়ন, উত্তেজনা, তার সৈন্যদল মরুভূমি করে দেবে যিহুদীয়ার শহর-নগর, যা হবে শুধু শৃগালের আবাস।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

22 কোলাহলের আওয়াজ! দেখ, তা উপস্থিত হচ্ছে, উত্তর দেশ থেকে বড় কলরব আসছে; এহুদার নগর সকল বিধ্বস্ত ও শিয়ালদের বাসস্থান করা হবে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

22 শোনো! সংবাদ আসছে— উত্তর দিক থেকে শোনা যাচ্ছে এক ভীষণ কলরব! এ যিহূদার গ্রামগুলিকে নির্জন স্থান করবে, তা হবে শিয়ালদের বাসস্থান।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

22 দেখ, তাহা উপস্থিত হইতেছে, উত্তর দেশ হইতে বড় কলরব আসিতেছে; যিহূদার নগর সকল ধ্বংসিত ও শৃগালদের বাসস্থান করা হইবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

22 শোন! উত্তর দিকে প্রচণ্ড শোরগোল উঠেছে। একটি সৈন্যবাহিনী যিহূদার শহরগুলিকে ধ্বংস করে দেবে। যিহূদা শূন্য এক মরুভূমিতে পরিণত হবে। সেখানে শুধু শেয়াল চরে বেড়াবে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

22 খবর এসেছে, শোন! তা আসছে! যিহূদার শহরগুলি জনশূন্য ও শিয়ালদের বাসস্থান করার জন্য উত্তরের দেশ থেকে ভীষণ কোলাহলের আওয়াজ আসছে।

অধ্যায় দেখুন কপি




যিরমিয় 10:22
16 ক্রস রেফারেন্স  

প্রভু পরমেশ্বর বলেন, আমি জেরুশালেমকে পরিণত করব এক ধ্বংসস্তূপে, পরিণত করব এমন একটি স্থানে যেখানে শৃগালের বাস। যিহুদীয়ার শহর-নগর হবে ধূ ধূ প্রান্তর, কোনও জনপ্রাণীর বাস নেই যেখানে।


কিন্তু আমি যাকোবকেই ভালবেসেছি, এষৌকে করেছি ঘৃণা। আমি তার বসতি এলাকা বিধ্বস্ত করেছি, উত্তরাধিকারসূত্রে পাওয়া তার বাসভূমিকে পরিণত করেছি শিয়ালের আস্তানায়।


প্রভু পরমেশ্বর বলেন, উত্তরদিক থেকে লোকেরা আসছে। সুদূরের এক শক্তিশালী জাতি প্রস্তুতি নিচ্ছে যুদ্ধের জন্য।


হে বিন্যামীন গোষ্ঠীর লোকেরা, নিরাপদ স্থানে পালাও তোমরা। জেরুশালেম থেকে পালিয়ে যাও। তেকোয়াতে তুরীধ্বনি কর, বেথ-হক্‌কেরেম-এ আগুল জ্বেলে সঙ্কেত দেখাও। উত্তর দিক থেকে প্রায় এসে পড়েছে ধ্বংস ও বিপর্যয়।


হে ইসরায়েল, তোমাদের আক্রমণ করার জন্য প্রভু পরমেশ্বর দূর দেশ থেকে একটি জাতিকে আনছেন। এরা একটি শক্তিশালী সুপ্রাচীন জাতি, এদের ভাষা তোমরা জান না।


দেখাও তাদের সিয়োনের পথ, দৌড়াও নিরাপদ স্থানের দিকে! দেরি করো না। প্রভু পরমেশ্বর আনছেন দুর্যোগ ও দুর্বিপাক, উত্তর দিক থেকে আসছে মহা বিপর্যয়।


কারণ উত্তরের সমস্ত জাতিকে আমি এই জন্যই আহ্বান করেছি। জেরুশালেমের তোরণে তোরণে, নগর প্রাকারের চারিদিকে এবং যিহুদীয়ার অন্যান্য সমস্ত নগরীর চারিদিকে তাদের রাজারা তাদের সিংহাসন স্থাপন করবে।


রাজপ্রাসাদ ও প্রাচীরবেষ্টিত দুর্গ শহরগুলি কাঁটাগাছ, বিছুটি ও শিয়াল কাঁটায় ভরে যাবে। সেগুলি হবে পেঁচা ও শিয়ালের আস্তানা।


তিনি আমাকে বললেন, এই ভূখণ্ডের সমস্ত অধিবাসীদের উপর উত্তর দিক থেকে ধ্বংস ও বিপর্যয় ফুটন্ত জলের মত উপচে পড়বে।


দান নগরী থেকে এবং ইফ্রয়িমের পর্বতমালা থেকে বার্তাবাহী দূতেরা দুঃসংবাদ ঘোষণা করছে।


হাৎসোরকে আমি পরিত্যক্ত মরুপ্রান্তরে পরিণত করব চিরতরে, সে স্থান হবে শুধুমাত্র শৃগালের বাসভূমি। এখানে কোনও মানুষ আর কোনদিন বাস করবে না। আমি, প্রভু পরমেশ্বর, এই কথা বললাম।


পবিত্র উৎসবের দিনে কেউ আর আসে না সেখানে, কুমারী কন্যাদের গানে মুখর হত যার আকাশ বাতাস, লাঞ্ছনার যন্ত্রণায় সে আজ স্তব্ধ নিথর। শুধু শোনা যায় পুরোহিতকুলের করুণ আর্তনাদ, নগরদ্বার জনশূন্য, পরিত্যক্ত। সিয়োনের পথ আজ রিক্ত, বেদনায় আতুর।


হে মর্ত্যমানব, সমগ্র জাতিকে তুমি বলবে যে, এখনও যারা নিজেদের দেশ জেরুশালেমে বাস করছে তাদের উদ্দেশ্যে সর্বাধিপতি প্রভুর এই বার্তা: তারা ভয়ে কাঁপতে কাঁপতে খাবে, চকিত-সন্ত্রস্ত হয়ে পান করবে। তাদের দেশ লুন্ঠিত, সর্বস্বান্ত হবে কারণ সেখানকার প্রত্যেকটি লোক দুর্নীতিপরায়ণ।


তাকে দেখে সিংহের মত গর্জন করে তারা, মরুভূমি করে দিয়েছে তার দেশ বিধ্বস্ত হয়েছে তার নগর-জনপদ, সব আজ পরিত্যক্ত নির্জন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন