যিরমিয় 10:19 - পবিএ বাইবেল CL Bible (BSI)19 জেরুশালেমের মানুষ কেঁদে উঠল, কী ভয়াবহভাবে আহত হয়েছি আমরা, আমাদের এই ক্ষত আরোগ্য হবে না কখনও। ভেবেছিলাম, এ বুঝি সামান্য আঘাত, যা আমরা পারব সইতে! অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস19 হায় হায়, আমার কেমন ক্ষত! আমার ক্ষত অতি বেদনাযুক্ত; তবুও আমি বললাম, এ আমার অসুস্থতা, আমি তা সহ্য করবো। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ19 আমার ক্ষতের কারণে আমাকে ধিক্! আমার ক্ষত নিরাময়ের অযোগ্য! তবুও আমি মনে মনে বলেছি, “এ আমার অসুস্থতা, আমাকে অবশ্যই সহ্য করতে হবে।” অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)19 হায় হায়, আমার কেমন ভঙ্গ! আমার ক্ষত অতি বেদনাযুক্ত; তথাপি আমি কহিলাম, ইহা আমার পীড়া, আমি ইহা সহ্য করিব। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল19 হায় আমি (যিরমিয়) খুব বাজেভাবে আঘাত পেয়েছি। এই আঘাতে আমি আহত এবং সেরে উঠতে পারব না। তবুও আমি নিজেকে বললাম, “এটা আমার অসুখ এবং এর মধ্যে দিয়েই আমাকে কষ্ট পেতে হবে।” অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী19 ধিক আমাকে! কারণ আমার হাড়গুলি ভেঙে গেছে, আমার ক্ষত ভাল হবার নয়! তাই আমি বললাম, “সত্যিই এটা আমার অসুখ, কিন্তু আমি অবশ্যই তা বহন করব।” অধ্যায় দেখুন |