Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিরমিয় 10:16 - পবিএ বাইবেল CL Bible (BSI)

16 যাকোবের ঈশ্বর তাদের মত নন, তিনিই সেই জন যিনি সর্ববস্তু করেছেন সৃজন। তিনিই ইসরায়েলকে করেছেন মনোনীত তাঁর একান্ত আপন প্রজারূপে, সর্বশক্তিমান প্রভু পরমেশ্বর তাঁর নাম।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

16 যিনি ইয়াকুবের অধিকার, তিনি সেরকম নন; কারণ তিনি সমস্ত বস্তুর গঠনকারী এবং ইসরাইল তাঁর অধিকাররূপ বংশ; তাঁর নাম বাহিনীগণের মাবুদ!

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

16 যিনি যাকোবের অধিকারস্বরূপ, তিনি এরকম নন, কারণ তিনিই সব বিষয়ের স্রষ্টা, যার অন্তর্ভুক্ত হল ইস্রায়েল ও তাঁর প্রজাবৃন্দ, তাঁর নিজস্ব বিশেষ অধিকার— সর্বশক্তিমান সদাপ্রভু তাঁর নাম।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

16 যিনি যাকোবের অধিকার, তিনি সেরূপ নহেন; কারণ তিনি সমস্ত বস্তুর গঠনকারী, এবং ইস্রায়েল তাঁহার অধিকাররূপ বংশ; তাঁহার নাম বাহিনীগণের সদাপ্রভু!

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

16 কিন্তু যাকোবের ঈশ্বর ঐ মূর্ত্তিদের মতো নয়। ঈশ্বর সব কিছু সৃষ্টি করেছেন। ইস্রায়েলের পরিবারবর্গকে তিনি তাঁর নিজের লোক বলে নির্বাচন করেছিলেন। ঈশ্বরের নাম হল “প্রভু সর্বশক্তিমান।”

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

16 কিন্তু ঈশ্বর, যাকোবের অংশ, এদের মত নন, কারণ তিনিই সমস্ত জিনিসের সৃষ্টিকর্ত্তা। ইস্রায়েল জাতি তাঁর অধিকার; তাঁর নাম বাহিনীগনের সদাপ্রভু।

অধ্যায় দেখুন কপি




যিরমিয় 10:16
28 ক্রস রেফারেন্স  

কিন্তু যাকোবের বংশধরদের তিনি করলেন মনোনীত, প্রজারূপে দিলেন তাদের আপন উত্তরাধিকার।


একদিকে তুমি সহস্র সহস্র মানুষের কাছে ব্যক্ত কর তোমার অসীম প্রেম ও করুণা, আবার অন্যদিকে পিতামাতার পাপের প্রতিফলে দণ্ড দিয়ে থাক তাদের সন্তানদের। তুমি মহান ও পরাক্রমী ঈশ্বর, তুমিই সর্বাধিপতি প্রভু পরমেশ্বর।


প্রভু পরমেশ্বর দিবসে আলোর জন্য দিয়েছেন সূর্য, রাত্রিকে আলোকিত করার জন্য দিয়েছেন চন্দ্র আর নক্ষত্ররাজি। সমুদ্রকে তিনি মন্থন করেন, গর্জন করান তাকে, সর্বাধিপতি প্রভু তিনি।


যাকোবের ঈশ্বর তাদের মত নন, তিনিই সেইজন যিনি সর্ববস্তু করেছেন সৃজন। ইসরায়েলকে তিনি করেছেন মনোনীত তাঁর একান্ত আপন প্রজারূপে, সর্বশক্তিমান প্রভু পরমেশ্বর তাঁর নাম।


প্রভু পরমেশ্বর আপন ক্ষমতাবলে রচনা করেছেন এই পৃথিবী সৃষ্টি করেছেন এই জগৎ-সংসার আপন প্রজ্ঞায়, করেছেন বিস্তার অসীম গগনতলে আপনার জ্ঞানে।


হে প্রভু পরমেশ্বর, তুমিই আমার সব, তোমার বিধান পালন করার শপথ নিয়েছি আমি।


স্মরণ কর তোমার প্রজাবৃন্দের কথা অতীতে যাদের তুমি এনেছিলে নিজ অধিকারে, আপন উত্তরাধিকারী গোষ্ঠীরূপে যাদের তুমি করেছিলে মুক্তদাসত্বের শৃঙ্খল থেকে, স্মরণ কর সেই সিয়োন-গিরিকে, যা ছিল তোমার পীঠস্থান।


প্রভু পরমেশ্বরই আমার সর্বস্ব ধন, তিনিই আমার আশা,আমি তাঁরই পানে চেয়ে থাকি।


প্রভু পরমেশ্বর আপন উদ্দেশ্য সাধনে গ্রহণ করেছেন ইসরায়েলকে, মনোনীত করেছেন যাকোবকে আপন প্রজারূপে।


কিন্তু তাদের একজন মহাশক্তিধর মুক্তিদাতা আছেন। তিনি স্বয়ং সর্বাধিপতি প্রভু পরমেশ্বর। তিনি তাদের বিচার নিষ্পত্তির ভার নেবেন এবং এই পৃথিবীতে নেমে আসবে শান্তি। তবে, চরম বিপর্যয় নেমে আসবে ব্যাবিলনের উপর।


আলো আঁধারের স্রষ্টা আমিই মঙ্গল ও অমঙ্গল, শুভ ও অশুভ আমারই রচনা আমি প্রভু পরমেশ্বর সকলই আমার কীর্তি।


দুর্বল হয়ে পড়েছে আমার দেহমন, তবু ঈশ্বরই আমার শক্তির আধার, সর্বস্ব আমার, চিরদিন! চিরকাল!


এখন তোমরা যদি সত্যিই আমার আদেশ পালন কর এবং আমর অনুশাসন মেনে চল, তাহলে সমগ্র পৃথিবী আমার হওয়া সত্ত্বেও সকল জাতির মধ্যে তোমরাই হবে আমার অনন্য সম্পদ।


কারণ তোমার স্রষ্টা হবেন তোমার পতি সর্বাধিপতি প্রভু পরমেশ্বর তিনি, ‘ইয়াহ্‌ওয়ে’ তাঁর নাম! ইসরায়েলের আরাধ্য পবিত্রতম ঈশ্বর রক্ষা করবেন তোমায় তিনিই রাজাধিরাজ এই বিশ্ব পৃথিবীর।


আমি প্রভু পরমেশ্বর তোমার আরাধ্য ঈশ্বর, আমিই করি সমুদ্রমন্থন গর্জনধ্বনি তুলি সাগর তরঙ্গে, সর্বাধিপতি প্রভু পরমেশ্বর আমি! ইয়াহ্‌ওয়ে আমার নাম!


আমি কুপিত হয়েছিলাম আমার প্রজাদের উপরে তাদের সঙ্গে আমি পরের মত আচরণ করেছিলাম, তোমার হাতে আমি তুলে দিয়েছিলাম তাদের, করুণা কর নি তুমি তাদের উপর, বৃদ্ধাদেরও করেছ পীড়ন অমানুষিক নির্মমতায়।


ইসরায়েলের আরাধ্য পবিত্রতম ঈশ্বর আমাদের মুক্তদাতা, সর্বাধিপতি প্রভু পরমেশ্বর তিনি।


পরমেশ্বরের সৃষ্ট সব কিছুরই রয়েছে নির্দিষ্ট পরিণতি, দুর্জনের জন্যও নির্দিষ্ট রয়েছে দুর্দিন।


হে প্রভু পরমেশ্বর, তোমারই কাছে আমি কাঁদি আমি বলি, তুমিই আমার আশ্রয় ইহলোকে তুমিই সম্বল আমার।


হে প্রভু পরমেশ্বর, তুমি অদ্বিতীয়, মহাশক্তিধর তুমি, মহান তোমার নাম, তুমি অসীম ক্ষমতাবান।


যিনি পৃথিবী সৃষ্টি করেছেন, যিনি তার আকৃতি গঠন করেছেন এবং স্থাপন করেছেন যথাস্থানে, সেই প্রভু পরমেশ্বর আমার সঙ্গে কথা বললেন। তিনিই সর্বাধিপতি প্রভু পরমেশ্বর। আমাকে তিনি বললেন,


তিনি পর্বতের উৎপত্তি করেন, তিনিই করেন ঝড়ের সঞ্চার, মানুষের কাছে তিনি প্রকাশ করেন তাঁর পরিকল্পনা, ঊষার আলোককে তিনিই করেন তমসাবৃত, পৃথিবীর শীর্ষস্থানগুলি তাঁর পদানত, সর্বাধিপতি তিনি, ‘ইয়াহ্‌ওয়ে’ তাঁর নাম।


এই পুণ্যভূমিতে যিহুদীয়া প্রদেশকেই পরমেশ্বর নিজস্ব অংশরূপে অধিকার করবেন এবং জেরুশালেমই হবে তাঁর প্রিয় নগরী।


তিনি বললেন, হে প্রভু পরমেশ্বর, আমি যদি সত্যিই তোমার অনুগ্রহ লাভ করে থাকি তাহলে তুমি আমাদের সঙ্গে চল। এই জাতি অবাধ্য হলেও তুমি আমাদের অধর্ম ও পাপ ক্ষমা কর, তোমার নিজস্ব প্রজা করে নাও আমাদের।


প্রভু পরমেশ্বরের উচ্চারণে সৃষ্ট হল গগনমণ্ডল, রূপায়িত হল সূর্য-চন্দ্র তারকারাজি তাঁর একটি আদেশে।


সর্বাধিপতি প্রভু পরমেশ্বর তাদের আশীর্বাদ করে বললেন, হে আমার প্রজা মিশর, আমার প্রজা আসিরিয়া, আমারই হাতে গড়া তুমি, আর হে আমার মনোনীত প্রজা ইসরায়েল, তোমরা সকলেই আমার আশীর্বাদের পাত্র।


আমি, সর্বাধিপতি প্রভু পরমেশ্বর, আমিই রাজা, আমি জাগ্রত ঈশ্বর, তাবোর পর্বত যেমন ছাড়িয়ে যায় সমস্ত পর্বত শীর্ষ সমুদ্রপৃষ্ঠেরও অনেক উপরে যেমন মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে কার্মেল পর্বত, তেমনি মহাশক্তিধর সেও, যে আসছে তোমাদের আক্রমণ করতে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন