Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিরমিয় 10:11 - পবিএ বাইবেল CL Bible (BSI)

11 (তোমরা তাদের বলবে, যে দেবতারা আকাশ ও পৃথিবী সৃষ্টি করেনি, তারা ধ্বংস হয়ে যাবে। এই পৃথিবীর কোথাও তাদের চিহ্নমাত্র থাকবে না।)

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

11 তোমরা ওদেরকে এই কথা বল, ‘যে দেবতারা আসমান ও দুনিয়া গঠন করে নি, তারা দুনিয়া থেকে ও আসমানের নিচ থেকে উচ্ছিন্ন হবে’।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

11 “তাদের একথা বলো, ‘এসব দেবতা, যারা আকাশমণ্ডল ও পৃথিবী সৃষ্টি করেনি, তারা পৃথিবী থেকে ও আকাশমণ্ডলের নিচে সব স্থান থেকে বিলুপ্ত হবে।’ ”

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

11 তোমরা উহাদিগকে এই কথা বল, ‘যে দেবগণ আকাশমণ্ডল ও ভূমণ্ডল গঠন করে নাই, তাহারা ভূমণ্ডল হইতে ও আকাশমণ্ডলের অধঃ হইতে উচ্ছিন্ন হইবে’।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

11 প্রভু বললেন, “এই বার্তা ঐ লোকদের জানিয়ে দাও। ‘ঐ ভ্রান্ত দেবতা পৃথিবী ও স্বর্গকে তৈরী করেনি। তারা ধ্বংস হবে এবং তাদের স্বর্গ ও মর্ত্য থেকে অদৃশ্য করে ফেলা হবে।’”

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

11 তোমরা তাদের এই রকম বল যে, এই দেবতারা আকাশমণ্ডল ও পৃথিবী তৈরী করে নি; তারা আকাশমণ্ডল ও পৃথিবী থেকে ধ্বংস হয়ে যাবে।

অধ্যায় দেখুন কপি




যিরমিয় 10:11
14 ক্রস রেফারেন্স  

জাতিবৃন্দের দেবতাসমূহ অসার অলীক, কিন্তু প্রভু পরমেশ্বর বিশ্বজগতের স্রষ্টা।


সর্বাধিপতি প্রভু পরমেশ্বর বলেন, সেই দিন আমি দেশ থেকে প্রতিমাপূজার রীতি তুলে দেব। মানুষের স্মৃতি থেকে প্রতিমার নাম পর্যন্ত মুছে যাবে। যারা নিজেকে নবী বলে দাবী করে তাদের ও সমস্ত মন্দভাবকে আমি দেশ থেকে দূর করে দেব।


পরমেশ্বর তাদের প্রতি নির্মম হবেন, পৃথিবীর সমস্ত প্রজাকে তিনি হতমান করবেন, সর্বদেশের সর্বজাতি তাঁরই আরাধনা করবে।


তোমার ক্রোধের শিকার হয়ে মুছে যাক অস্তিত্ব তাদের পৃথিবীর বুক থেকে চিরতরে।


অসার অলীক সে সব, ঘৃণার পাত্র। প্রভু পরমেশ্বর যখন আসবেন তাদের তত্ত্ব নিতে, ধ্বংস করবেন তাদের অকরুণ হাতে।


অসার অলীক সে সব, ঘৃণার পাত্র। প্রভু পরমেশ্বর যখন আসবেন তাদের তত্ত্ব নিতে, ধ্বংস করবেন তাদের অকরুণ হাতে।


দেখলাম আদিম সর্পকে, যাকে দিয়াবল ও শয়তান বলে, সেই দানবকে তিনি বন্দী করলেন এবং সহস্র বছরের জন্য তাকে শৃঙ্খলিত করে


কিন্তু তার পরের দিনও তারা ভোরে উঠে দেখল, প্রভু পরমেশ্বরের চুক্তিসিন্দুকের সম্মুখে দাগোন মাটিতে উবুড় হয়ে পড়ে রয়েছে, দাগোনের মুণ্ড ও দুই হাত ছিন্ন অবস্থায় চৌকাঠের উপর পড়ে আছে, দাগোনের ধড় টুকুই শুধু অবশিষ্ট।


তোমরা ভাবো যে তোমরা যা করেছ, ঠিকই করেছ, কিন্তু আমি তোমাদের মুখোশ খুলে দেব, তোমাদের ঐ দেবতারা পারবে না তোমাদের রক্ষা করতে।


মিশরের দেবতাদের মন্দিরে আমি আগুন লাগিয়ে দেব এবং ব্যাবিলনরাজ হয় তাদের দেবতাদের পুড়িয়ে দেবে, না হয় দেশে নিয়ে যাবে। মেষপালক যেমন তার পোষাক পরিচ্ছন্ন করে, সেইভাবে ব্যাবিলনরাজ মিশরদেশকে পরিষ্কার পরিচ্ছন্ন করবে এবং বিজয়ীরূপে নির্বিঘ্নে প্রস্থান করবে।


মিশরের হোলিওপোলিসে পাথরের পবিত্র স্মৃতিস্তম্ভগুলি সে ধ্বংস করবে এবং মিশরী দেবতাদের মন্দির পুড়িয়ে দেবে।


জাতিবৃন্দের কাছে এ কথা পৌঁছে দাও! দাও সঙ্কেত, ঘোষণা কর সংবাদ! গোপন রেখো না এ কথা–— পতন হয়েছে ব্যাবিলনের! তার দেবতা মরোদক ভূলুণ্ঠিত, ব্যাবিলনের সমস্ত প্রতিমা আনতশির, ঘৃণ্য অলীক মূর্তি হয়েছে চূর্ণ।


সর্বাধিপতি প্রভু বলেছেন, আমি মেমফিসের নশ্বর মূর্তি আর অলীক দেবতাদের ধ্বংস করব। মিশরের উপর আধিপত্য করার জন্য কোন রাজপুরুষ আর থাকবে না। সমস্ত মিশরীর মনে আমি ভীতির সঞ্চার করব,


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন