Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিরমিয় 1:15 - পবিএ বাইবেল CL Bible (BSI)

15 কারণ উত্তরের সমস্ত জাতিকে আমি এই জন্যই আহ্বান করেছি। জেরুশালেমের তোরণে তোরণে, নগর প্রাকারের চারিদিকে এবং যিহুদীয়ার অন্যান্য সমস্ত নগরীর চারিদিকে তাদের রাজারা তাদের সিংহাসন স্থাপন করবে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

15 কারণ, দেখ, আমি উত্তর দিকস্থ নানা রাজ্যের সমস্ত গোষ্ঠীকে ডাকব, মাবুদ এই কথা বলেন; তারা এসে জেরুশালেমের পুরদ্বারের প্রবেশ-স্থানে, তার চারদিকের সমস্ত প্রাচীরের সম্মুখে এবং এহুদার সমস্ত নগরের সম্মুখে, নিজ নিজ সিংহাসন স্থাপন করবে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

15 আমি উত্তর রাজ্যের সব লোকজনকে জেরুশালেমে আসার জন্য আহ্বান করতে চলেছি,” সদাপ্রভু এই কথা বলেন। “তাদের রাজারা আসবে এবং তাদের সিংহাসনগুলি জেরুশালেমের নগরদ্বারে স্থাপন করবে; তারা সকলে দল বেঁধে এসে এই নগরের প্রাচীর ও যিহূদার অন্য সব নগর আক্রমণ করবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

15 কারণ, দেখ, আমি উত্তর দিকস্থ নানা রাজ্যের সমস্ত গোষ্ঠীকে ডাকিব, ইহা সদাপ্রভু কহেন; তাহারা আসিয়া যিরূশালেমের পুর-দ্বারের প্রবেশ-স্থানে, তাহার চারিদিকের সমস্ত প্রাচীরের সম্মুখে, এবং যিহূদার সমস্ত নগরের সম্মুখে, আপন আপন সিংহাসন স্থাপন করিবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

15 খুব অল্প কালের মধ্যে, আমি উত্তর দিকের দেশগুলির সমস্ত লোকদের ডাকব।” প্রভু এই কথাগুলি বললেন। “ওই দেশগুলির রাজারা এসে জেরুশালেমের ফটকের কাছে সিংহাসন প্রতিষ্ঠা করবে। তারা জেরুশালেমের প্রাচীর আক্রমণ করবে। তারা পাশাপাশি যিহূদার প্রতিটি শহর আক্রমণ করবে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

15 কারণ আমি উত্তর দিকের রাজ্যগুলির সমস্ত গোষ্ঠীকে ডাকছি,” সদাপ্রভু ঘোষণা করেন। “তারা আসবে এবং যিরূশালেমের প্রবেশপথের ফটকগুলিতে, তার চারপাশের সমস্ত দেয়ালের সামনে এবং যিহূদার সমস্ত শহরগুলির সামনে প্রত্যেকে নিজের সিংহাসন স্থাপন করবে।

অধ্যায় দেখুন কপি




যিরমিয় 1:15
24 ক্রস রেফারেন্স  

তারপর তাদের বল যে আমি সর্বাধিপতি প্রভু, ইসরায়েলের আরাধ্য ঈশ্বর, ব্যাবিলনরাজ নেবুকাডনেজারকে এই প্রাসাদে নিয়ে আসব। সে এসে এই পাথরগুলির উপরে তার সিংহাসন পাতবে এবং তার উপরে রাজকীয় শিবির স্থাপন করবে।


প্রভু পরমেশ্বর বলেন, আমি জেরুশালেমকে পরিণত করব এক ধ্বংসস্তূপে, পরিণত করব এমন একটি স্থানে যেখানে শৃগালের বাস। যিহুদীয়ার শহর-নগর হবে ধূ ধূ প্রান্তর, কোনও জনপ্রাণীর বাস নেই যেখানে।


তারা জাতিবৃন্দকে সাবধান করে দিতে এসেছে। সুদূরের এক দেশ থেকে তারা জেরুশালেমকে শত্রুদের আগমন সংবাদ দিতে এসেছ।


(জেরুশালেম অধিকৃত হওয়ার পর ব্যাবিলনরাজের সমস্ত উচ্চপদস্থ রাজকর্মচারীরা এসে মধ্য তোরণে নিজের নিজের আসন গ্রহণ করল। এদের সঙ্গে নেরগল শরেৎসর, শমগর নবো, শর্মখীম, নেরগল-শরেৎসর এবং আর একজন উচ্চপদস্থ ব্যক্তি ছিলেন।)


যে জাতি তোমার আরাধনা করে না, প্রত্যাখ্যান যারা করেছে তোমায়, তোমার রুদ্ররোষ পড়ুক তাদের উপর, তারা সম্পূর্ণভাবে বিধ্বস্ত করেছে আমাদের পরিণত করেছে আমাদের দেশ ধ্বংসস্তূপে।


যিহুদীয়ার উর্বর ক্ষেত্র অসংখ্য রথে পূর্ণ। জেরুশালেমের নগর তোরণগুলির সামনে সুসজ্জিত অশ্বারোহী সৈন্যবাহিনী দাঁড়িয়ে আছে।


সিয়োনে আমাদের পত্নীরা হয়েছে ধর্ষিতা, যিহুদীয়ার প্রতিটি গ্রামে কুমারী কন্যাদের বাধ্য করা হয়েছে দেহদানে।


তাই আমি যিহুদীয়ার শহরে নগরে ও জেরুশালেমের পথে পথে বর্ষণ করেছি আমার তীব্র রোষ। আমি আগুন লাগিয়ে দিয়েছি সেখানে। সেগুলি পরিণত হয়েছে ধ্বংসস্তূপে, বীভৎস ভয়াবহ সেই দৃশ্য আজও বিদ্যমান।


আমি আদেশ দেব, তারা আবার ফিরে আসবে এই নগরীতে। তারা নগরী আক্রমণ করে অধিকার করবে এবং পুড়িয়ে দেবে সব। আমি যিহুদীয়া নগর-জনপদকে পরিত্যক্ত জনহীন মরুভূমি করে দেব। আমি, প্রভু পরমেশ্বর এই কথা বললাম।


প্রভু পরমেশ্বর বলেন, লোকে বলছে যে, এই স্থান মরুভূমির মত, কোনও জনপ্রাণী এখানে বাস করে না। তারা সত্যি কথাই বলে। যিহুদীয়ার শহর-নগর ও জেরুশালেমের পথ-ঘাট শূন্য, কোনও প্রাণীর বাস নেই এখানে।


তারা যদি তোমার হাত থেকে পানপাত্র নিয়ে সুরাপান না করে, তাহলে তাদের বল যে একদিন না একদিন তাদের পান করতেই হবে।


শোন! এসেছে সংবাদ, উত্তর দেশে চলছে বিরাট আলোড়ন, উত্তেজনা, তার সৈন্যদল মরুভূমি করে দেবে যিহুদীয়ার শহর-নগর, যা হবে শুধু শৃগালের আবাস।


প্রভু পরমেশ্বর বলেন, উত্তরদিক থেকে লোকেরা আসছে। সুদূরের এক শক্তিশালী জাতি প্রস্তুতি নিচ্ছে যুদ্ধের জন্য।


হে ইসরায়েল, তোমাদের আক্রমণ করার জন্য প্রভু পরমেশ্বর দূর দেশ থেকে একটি জাতিকে আনছেন। এরা একটি শক্তিশালী সুপ্রাচীন জাতি, এদের ভাষা তোমরা জান না।


দেখাও তাদের সিয়োনের পথ, দৌড়াও নিরাপদ স্থানের দিকে! দেরি করো না। প্রভু পরমেশ্বর আনছেন দুর্যোগ ও দুর্বিপাক, উত্তর দিক থেকে আসছে মহা বিপর্যয়।


জেরুশালেম দেশ, তোমার শত্রুরা উত্তর দিক থেকে ছুটে আসছে! তোমার হাতে যাদের ভার দেওয়া হয়েছিল, তোমার সেই প্রজারা কোথায়, যারা ছিল তোমার গর্বের ধন?


ব্যাবিলনের রাজা নেবুকাডনেজার ও সর্বজাতির প্রজাদের সৈন্য সামন্ত নিয়ে গঠিত তার সৈন্যবাহিনী যখন জেরুশালেম ও তার সন্নিহিত শহরগুলি আক্রমণ করে, সেই সময় প্রভু পরমেশ্বরের বার্তা এল আমার কাছে।


মিশরের মর্যাদা আজ ধূলায় লুণ্ঠিত, উত্তরদেশবাসীকে দিয়ে পরাজিত করা হবে তাকে। আমি, প্রভু পরমেশ্বর এই কথা বললাম।


উত্তরাঞ্চলের রাজন্যবর্গ আছে সেখানে, সঙ্গে আছে সিদোনীরাও। এক সময় তাদের পরাক্রম আতঙ্ক ছড়িয়েছিল কিন্তু আজ তারা অবজ্ঞার পাত্র হয়ে নেমে গেছে পাতালপুরীর অন্ধকারে, যুদ্ধে নিহত বে-সুন্নতদের মাঝখানে, ভোগ করছে একই দুর্গতি।


তোমাদের কাছে থেকে আমি দূর করে দেব উত্তর দিক থেকে আগত পঙ্গপালের ঝাঁক। তাদের কিছু অংশকে তাড়াব মরুভূমিতে আর কিছু অংশকে তাড়াব মরুসাগরে, বাকী অংশকে তাড়িয়ে নিয়ে ভূমধ্যসাগরে ফেলে দেব। তাদের গলিত দেহ থেকে উঠবে দুর্গন্ধ, এ-ই তাদের কর্মফল!


যে রথের ঘোড়াগুলো কালো সেটি যাবে উত্তরে ব্যাবিলনে, সাদা ঘোড়ার রথটি যাবে পশ্চিমে এবং ছিটেফোঁটা ঘোড়ার রথটি যাবে দক্ষিণে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন