যাত্রাপুস্তক 9:7 - পবিএ বাইবেল CL Bible (BSI)7 ফারাও খবর নিয়ে জানতে পারলেন যে ইসরায়েলীদের একটি পশুও মারা যায় নি, কিন্তু তা সত্ত্বেও তিনি কঠোর হয়ে রইলেন ইসরায়েলীদের মুক্তি দিলেন না। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস7 তখন ফেরাউন লোক পাঠিয়ে সংবাদ পেলেন যে, বনি-ইসরাইলদের একটি পশুও মারা যায় নি; তবুও ফেরাউনের অন্তর কঠিন হল এবং তিনি লোকদেরকে ছেড়ে দিলেন না। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ7 ফরৌণ তদন্ত করলেন এবং জানতে পারলেন যে ইস্রায়েলীদের একটি পশুও মারা যায়নি। তবুও তাঁর হৃদয় অনমনীয়ই থেকে গেল এবং তিনি লোকদের যেতে দিলেন না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)7 তখন ফরৌণ লোক পাঠাইলেন, আর দেখ, ইস্রায়েলের একটী পশুও মরে নাই; তথাপি ফরৌণের হৃদয় ভারী হইল, এবং তিনি লোকদিগকে ছাড়িয়া দিলেন না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল7 ইস্রায়েলীয়দের কোনও পশু মারা গেছে কিনা তা দেখে আসতে ফরৌণ তাঁর কর্মচারীদের পাঠালেন এবং সে জানতে পারলো যে ইস্রায়েলীয়দের একটি পশুও মারা যায় নি। কিন্তু তবুও ফরৌণ তাঁর জেদ ধরে রইলেন এবং লোকদের যেতে দিলেন না। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী7 তখন ফরৌণ লোক পাঠালেন, আর দেখ, ইস্রায়েলের একটি পশুও মরেনি; তবুও ফরৌণের হৃদয় কঠিন হল এবং তিনি লোকদেরকে ছেড়ে দিলেন না। অধ্যায় দেখুন |