Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যাত্রাপুস্তক 9:18 - পবিএ বাইবেল CL Bible (BSI)

18 তাই আগামী কাল এমনি সময়ে আমি ভীষণ শিলাবৃষ্টি ঘটাব, যা মিশরের পত্তন থেকে আজ অবধি আর কখনও হয় নি।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

18 দেখ, মিসরের পত্তন থেকে আজ পর্যন্ত যেরকম কখনও হয় নি, সে রকম প্রচণ্ড শিলাবৃষ্টি আমি আগামীকাল এই সময়ে বর্ষাবো।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

18 তাই, আগামীকাল এইসময় আমি এমন ভারী শিলাবৃষ্টি পাঠাব যা মিশরের প্রতিষ্ঠা-দিবস থেকে শুরু করে আজ পর্যন্ত কখনও মিশরের উপর পড়েনি।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

18 দেখ, মিসরের পত্তনাবধি অদ্য পর্য্যন্ত যাদৃশ কখন হয় নাই, এমন অতিশয় ভারী শিলাবৃষ্টি আমি কল্য এই সময়ে বর্ষাইব।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

18 তাই আগামীকাল এই সময় আমি এক ভয়ঙ্কর শিলাবৃষ্টি ঘটাবো। মিশরের শুরু থেকে আজ পর্যন্ত এই রকম ভয়ঙ্কর শিলাবৃষ্টি আর কখনও হয় নি।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

18 দেখ, মিশরের পত্তন হওয়ার দিন থেকে আজ পর্যন্ত যা কখনও দেখা যায় নি, এমন প্রচণ্ড ভারী শিলাবৃষ্টি আমি কাল এই দিনের বর্ষাব।

অধ্যায় দেখুন কপি




যাত্রাপুস্তক 9:18
14 ক্রস রেফারেন্স  

তেমনি করে তোমার ঝঞ্ঝায় এদের বিতাড়িত কর, এদের সন্ত্রস্ত কর তোমার প্রচণ্ড ঘূর্ণি বাত্যায়।


ইলিশায় বললেন, শোন, প্রভু পরমেশ্বর কি বলছেন! আগামীকাল ঠিক এই সময় শমরিয়ার দেউড়িতে এক রৌপ্যমুদ্রায় তিন কিলোগ্রাম সবচেয়ে ভাল গমের ময়দা এবং ছয় কিলোগ্রাম যবের আটা বিক্রি হবে।


কিন্তু এখন আমি বলছি, আগামীকাল এই সময় আমি আমার কর্মচারীদের তোমার কাছে পাঠাব। তারা তোমার প্রাসাদ ও তোমার কর্মচারীদের ঘর-বাড়ি তল্লাসী করে যা তাদের ভাল লাগবে সব নিয়ে আসবে।


রাণী তখন এলিয়ের কাছে দূতের মুখে বলে পাঠালেন, আগামী কাল এই সময়ের মধ্যে আমি যদি তোমারও অবস্থা ঐ নবীদের মত না করি তো দেবতারা যেন আমার মৃত্যু দেন।


নবী রাজাকে বলেছিলেন, আগামীকাল এই সময় শমরিয়া নগরের তোরণে শেকেলে তিন কেজি গম ও ছয় কেজি যব বিক্রি হবে।


আকাশ থেকে মানুষের উপরে এক এক মণ ওজনের প্রকাণ্ড শিলা বর্ষিত হতে লাগল। শিলাবৃষ্টিতে আহত লোকেরা ঈশ্বরের নিন্দা করতে লাগল। কারণ এই আঘাত ছিল মারাত্মক।


কিন্তু তুমি এখনও আমার প্রজাদের বাধা দিচ্ছ, তাদের মুক্তি দাও নি,


ঈশ্বর পৃথিবীর সর্বস্থানে বৃষ্টি বর্ষণ করেন, কোথাও মানুষকে দণ্ড দেওয়ার জন্য, কোথাও বা মানুষের প্রতি অনুগ্রহ প্রদর্শনের জন্য।


তুমি কি তুষার ও শিলাবৃষ্টির ভাণ্ডার দেখেছ?


তোমার প্রাসাদ, পারিষদবর্গ ও মিশরবাসী সকলের ঘরবাড়ী পঙ্গপালে ছেয়ে যাবে। তোমাদের পিতৃপুরুষ কিংবা তাদেরও পিতৃপুরুষেরা কেউ এদেশে এমন ঘটনা কখনও দেখনি। —এই কথা বলে মোশি ফারাও-এর কাছ থেকে চলে গেলেন।


সারা মিশর পঙ্গপালে ছেয়ে গেল এবং দেশের সর্বত্র তারা ঘন হয়ে জেঁকে বসল। দেশে পঙ্গপালের এমন বিরাট ঝাঁক আগে বা পরে কখনও দেখা যায়নি।


সারা মিশরে হাহাকার ও কান্নাকাটির এমন রোল উঠবে যা আগে কখনও হয়নি এবং পরেও কোনকালে হবে না।


যা আমি সঙ্কটকালে ও যুদ্ধবিগ্রহের দিনে প্রয়োগের জন্য নির্দিষ্ট করে রেখেছি।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন