Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যাত্রাপুস্তক 8:28 - পবিএ বাইবেল CL Bible (BSI)

28 ফারাও বললেন, বেশ, আমি তোমাদের প্রান্তরে গিয়েই তোমাদের প্রভু পরমেশ্বরের উদ্দেশে বলি উৎসর্গ করার অনুমতি দেব, কিন্তু তোমরা বেশী দূরে যেও না। তোমরা এখন আমার জন্য তোমাদের ঈশ্বরের কাছে বিনতি কর।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

28 ফেরাউন বললেন, আমি তোমাদের ছেড়ে দিচ্ছি, তোমরা মরুভূমিতে গিয়ে তোমাদের আল্লাহ্‌ মাবুদের উদ্দেশে কোরবানী কর; কিন্তু অনেক দূরে যেও না; তোমরা আমার জন্য মিনতি কর।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

28 ফরৌণ বললেন, “মরুপ্রান্তরে তোমাদের ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশে বলি উৎসর্গ করার জন্য আমি তোমাদের যেতে দেব, কিন্তু তোমরা খুব বেশি দূরে যাবে না। এখন আমার জন্য প্রার্থনা করো।”

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

28 ফরৌণ কহিলেন, আমি তোমাদিগকে ছাড়িয়া দিতেছি; তোমরা প্রান্তরে গিয়া আপন ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশে যজ্ঞ কর; কিন্তু বহুদূর যাইও না; তোমরা আমার জন্য বিনতি কর।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

28 সব শুনে ফরৌণ বললেন, “বেশ আমি তোমাদের মরুপ্রান্তরে যাবার ছাড়পত্র দিচ্ছি তোমাদের প্রভু ঈশ্বরের উদ্দেশ্যে নৈবেদ্য উৎসর্গ করার জন্য। কিন্তু মনে রেখো তোমরা কিন্তু বেশী দূরে চলে যাবে না। এখন যাও এবং আমার জন্য প্রার্থনা করো।”

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

28 ফরৌণ বললেন, “আমি তোমাদেরকে ছেড়ে দিচ্ছি, তোমরা মরুপ্রান্তে গিয়ে তোমাদের ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশ্যে যজ্ঞ কর; কিন্তু বহুদূর যেও না; তোমরা আমার জন্য প্রার্থনা কর।”

অধ্যায় দেখুন কপি




যাত্রাপুস্তক 8:28
13 ক্রস রেফারেন্স  

ফারাও তখন মোশি ও হারোণকে ডাকিয়ে এনে বললেন, আমার ও আমার প্রজাদের কাছ থেকে ব্যাঙের ঝাঁক দূর করার জন্য তোমার প্রভু পরমেশ্বরের কাছে বিনতি কর, তাহলে আমি তাঁর উদ্দেশে বলি উৎসর্গ করতে তোমার স্বজাতিকে যেতে দেব।


বজ্রপাত ও শিলাবৃষ্টি যথেষ্ট হয়েছে, এর অবসানের জন্য তোমরা এখন তাঁর কাছে প্রার্থনা নিবেদন কর। আমি তোমাদের মুক্তি দেব, তোমাদের আর এখানে থাকতে হবে না।


রাজা যারবিয়াম নবীকে বললেন, দয়া করে আপনার প্রভু পরমেশ্বরের কাছে প্রার্থনা করুন যেন আমার হাত ভাল হয়ে যায়। প্রভু পরমেশ্বরের কাছে নবী প্রার্থনা করলেন। রাজার হাত সুস্থ হয়ে গেল।


শিমোন তাঁকে বলল, প্রভুর কাছে আমার জন্য আপনি প্রার্থনা করুন যাতে যা কিছু আপনি বললেন, তার কিছুই যেন আমার উপরে না ঘটে।


তাদের হৃদয় কপট, তাই এখন তারা তাদের অপরাধের দণ্ডভোগ করবে। প্রভু তাদের বেদীগুলি চূর্ণ করবেন, ধ্বংস করবেন তাদের শিলাস্তম্ভগুলি।


এ সমস্ত তাঁদের দিতে হবে যেন তাঁরা মহান ঈশ্বরের কাছে বলি ও সুরভি নৈবেদ্য উৎসর্গ করতে পারেন এবং রাজা ও তাঁর পুত্রদের কল্যাণ কামনা করেন।


তোমরা এই বারের মত আমাকে ক্ষমা কর, আর তোমাদের ঈশ্বর প্রভু পরমেশ্বরের কাছে বিনতি করে বল যেন তিনি এই সাংঘাতিক দণ্ড থেকে আমাকে অব্যাহতি দেন।


মোশি বললেন, আমি আপনার কাছ থেকে গিয়েই প্রভু পরমেশ্বরের কাছে বিনতি জানাব যেন আগামী কালই আপনার ও আপনার কর্মচারী ও প্রজাদের কাছ থেকে মাছির ঝাঁক চলে যায়। কিন্তু আপনি প্রভু পরমেশ্বরের উদ্দেশে বলি উৎসর্গের জন্য আমাদের যেতে দেওয়ার ব্যাপারে আর প্রবঞ্চনা করবেন না।


যা কিছু ঘটে, তা বহু আগেই হয়েছে নিরূপিত। এ কথা সকলে জানে যে, কোনও ব্যক্তি তার চেয়ে শক্তিশালী কোনও প্রতিপক্ষের সঙ্গে পেরে ওঠে না।


সঙ্কটের কিছুটা নিরসন হয়েছে দেকে ফারাও-এর মন আবার কঠিন হয়ে উঠল। প্রভু পরমেশ্বর যেমন বলেছিলেন তেমনই ফারাও মোশি ও হারোণের কথা আর গ্রাহ্য করলেন না।


দয়া করে আমাদের মিনতি রাখুন। আমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের কাছে আমাদের জন্য প্রার্থনা করুন। আমরা যারা রক্ষা পেয়েছি, আমাদের সকলের জন্য প্রার্থনা করুন। একসময় এখানে আমরা অনেকজন ছিলাম, কিন্তু আজ সামান্য কয়েকজন অবশিষ্ট রয়েছি, তা আপনি দেখতেই পাচ্ছেন।


আমি জানি যে মিশর রাজকে বাধ্য করা না হলে সে আমাদের যেতে দেবে না।


প্রভু পরমেশ্বর যেমন বলেছিলেন, ফারাও-এর হৃদয় তেমনই কঠিন হয়ে রইল। তিনি মোশি ও হারোণের কথায় কান দিলেন না।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন