Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যাত্রাপুস্তক 6:27 - পবিএ বাইবেল CL Bible (BSI)

27 এঁরাই সেই মোশি ও হারোণ, যাঁরা মিশররাজ ফারাও-এর কাছে ইসরায়েলীদের মিশর থেকে নিয়ে যাওয়ার অনুমতি চেয়েছিলেন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

27 এঁরাই বনি-ইসরাইলদেরকে মিসর থেকে বের করে আনবার জন্য মিসরের বাদশাহ্‌ ফেরাউনের সঙ্গে আলোচনা করলেন। এঁরা সেই মূসা ও হারুন।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

27 তাঁরাই—এই মোশি ও হারোণই ইস্রায়েলীদের মিশর থেকে বের করে আনার বিষয়ে মিশররাজ ফরৌণের সাথে কথা বললেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

27 ইহাঁরাই ইস্রায়েল-সন্তানদিগকে মিসর হইতে বাহির করিয়া আনিবার জন্য মিসর-রাজ ফরৌণের সহিত আলাপ করিলেন। ইহাঁরা সেই মোশি ও হারোণ।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

27 হারোণ এবং মোশি উভয়েই মিশরের রাজা ফরৌণের সঙ্গে কথা বলেছিল। তারাই ফরৌণকে বলেছিল ইস্রায়েলের লোকদের মিশর থেকে ছেড়ে দেওয়া হোক্।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

27 এরাই ইস্রায়েল সন্তানদের মিশর থেকে বের করে আনার জন্য মিশরের রাজা ফরৌণের সঙ্গে কথা বললেন। এরা সেই মোশি ও হারোণ।

অধ্যায় দেখুন কপি




যাত্রাপুস্তক 6:27
12 ক্রস রেফারেন্স  

আমি তোমাদের মিশর থেকেউদ্ধার করে এনেছিলাম, দাসত্বের বন্ধন থেকে তোমাদের করেছিলাম মুক্ত। তোমাদের পরিচালনা করার জন্য আমি পাঠিয়েছিলাম মোশি, হারোণ আর মিরিয়মকে।


মোশি ও হারোণের নেতৃত্বে মেষপালের মত পরিচালনা করেছিলে তুমি তোমার প্রজাদের।


প্রভু পরমেশ্বর মোশিকে বললেন, যে লোকদের তুমি মিশর থেকে এনেছ তাদের নিয়ে এখান থেকে যাত্রা কর। অব্রাহাম, ইস্‌হাক ও যাকোবের কাছে আমি তাদের বংশধরদের যে দেশ দেবার প্রতিশ্রুতি দিয়েছিলাম, সেই দেশে যাও।


প্রভু পরমেশ্বর তখন মোশিকে বললেন, তুমি শীঘ্র ফিরে যাও, তুমি যাদের মিশর থেকে উদ্ধার করে এনেছ তারা দুষ্কর্মে লিপ্ত হয়েছে।


মোশি ও হারোণ ফারাও-এর দরবারে গিয়ে প্রভু পরমেশ্বরের নির্দেশ মতই কাজ করলেন। ফারাও এবং তাঁর অমাত্যবর্গের সামনে হারোণ তাঁর লাঠিটা ফেলে দিলেন আর সেটা সঙ্গে সঙ্গে সাপ হয়ে গেল।


হারোণ ও মোশি, এই দুজনকেই প্রভু পরমেশ্বর ইসরায়েলী গণবাহিনীকে সংগঠিত করে মিশর থেকে উদ্ধার করে আনার নির্দেশ দিয়েছিলেন।


প্রভু পরমেশ্বর মোশি ও হারোণের সঙ্গে কথা বলে তাঁদের নির্দেশ দিলেন যেন তারা মিশররাজ ফারাও-এর কাছে যান এবং ইসরায়েলীদের উদ্ধার করার ব্যবস্থা করেন।


মোশি যখন মিশরে ছিলেন তখন প্রভু পরমেশ্বর তাঁকে বললেন, আমি প্রভু পরমেশ্বর, আমি তোমাকে যা বলছি, তুমি গিয়ে মিশর রাজ ফারাওকে সব কথা বলবে।


পরে আমি মোশি ও হারোণকে পাঠালাম, নানা অলৌকিক কীর্ত সাধন করে মিশরীদের দণ্ড দিলাম এবং সেখান থেকে তোমাদের উদ্ধার করে আনলাম।


তখন শমুয়েল জনতাকে বললেন, ইনিই সেই প্রভু পরমেশ্বর যিনি মোশি এবং হারোণকে নিযুক্ত করেছিলেন এবং তোমাদের পিতৃপুরুষদের মিশর থেকে উদ্ধার করে এনেছিলেন।


তিনি তখন পাঠালেন তাঁর দাস মোশি ও হারোণকে যাঁদের তিনি করেছিলেন মনোনীত।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন