Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যাত্রাপুস্তক 6:21 - পবিএ বাইবেল CL Bible (BSI)

21 যিষ্‌হরের সন্তান: কোরহ্, নেফেগ ও সিক্রি।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

21 যিষ্‌হরের সন্তান কারুন, নেফগ ও সিখ্রি।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

21 যিষ্‌হরের ছেলেরা: কোরহ, নেফগ ও সিখ্রি।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

21 যিষ্‌হরের সন্তান কোরহ, নেফগ ও সিখ্রি।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

21 যিষ্‌হরের পুত্ররা হল কোরহ, নেফগ ও সিখ্রি।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

21 যিষ্হরের সন্তান কোরহ, নেফগ ও সিখ্রি।

অধ্যায় দেখুন কপি




যাত্রাপুস্তক 6:21
7 ক্রস রেফারেন্স  

লেবির পুত্র কোহাৎ,কোহাৎ-এর পুত্র যিষ্‌হর, যিষ্‌হরের পুত্র কোরহ্। কোরহ্ এবং রূবেণ বংশীয়দের মধ্যে ইলিয়াবের পুত্র দাথন ও অবীরাম এবং পেলৎ-এর পুত্র ওন, এরা কয়জন মিলে একজোট হল।


আর পৃথিবী শিবির ও জিনিসপত্রসমেত কোরহ্ ও তার অনুগামী সকলকেই গ্রাস করল।


কোরহের সন্তান: আসির, ইল্‌কানা ও অবিয়াসফ। এঁরা কোরহ‌্‌র গোষ্ঠী।


তৃতীয় স্থানে ছিলেন সিক্রির পুত্র অমসিয়। তাঁর অধীনে ছিল 200,000 জন সৈন্য। (অমসিয় নিজেকে প্রভু পরমেশ্বরের সেবায় উৎসর্গ করেছিলেন)।


কোহাৎ-এর পুরুষ পরম্পরায় বংশতালিকা: অম্মিনাদব, কোরহ্, অসীর,


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন