Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যাত্রাপুস্তক 6:2 - পবিএ বাইবেল CL Bible (BSI)

2 ঈশ্বর মোশিকে বললেন, আমি সেই নিত্যসত্তা প্রভু পরমেশ্বর ।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

2 আল্লাহ্‌ মূসার সঙ্গে আলাপ করে আরও বললেন, আমি মাবুদ;

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

2 এছাড়াও ঈশ্বর মোশিকে বললেন, “আমিই সেই সদাপ্রভু।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

2 ঈশ্বর মোশির সহিত আলাপ করিয়া আরও কহিলেন, আমি যিহোবা [সদাপ্রভু];

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

2 ঈশ্বর তখন মোশিকে আবার বললেন,

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

2 ঈশ্বর মোশিকে আরও বললেন, “আমি যিহোবা [সদাপ্রভু];

অধ্যায় দেখুন কপি




যাত্রাপুস্তক 6:2
19 ক্রস রেফারেন্স  

আমি প্রভু পরমেশ্বর। আমি আমার প্রতিজ্ঞায় অটল। তাই, হে যাকোবের বংশধরগণ, তোমরা এখনও নির্মূল হয়ে যাওনি।


যদি কারও অহঙ্কারের ইচ্ছা জাগে, তবে সে করুক তার ঈশ্বরজ্ঞানের অহঙ্কার। কারণ আমার ভালবাসায় কোনও ছেদ নেই, ন্যায়, সত্য ও করুণায় আমি পৃথিবী পালন করি। এই সব গুণেই আমি সুপ্রসন্ন। আমি, প্রভু পরমেশ্বর এই কথা বললাম।


একমাত্র আমিই তোমার আরাধ্য ঈশ্বর, প্রভু পরমেশ্বর, সমস্ত গৌরব ও প্রশংসা আমারই প্রাপ্য, অদ্বিতীয় আমি।


প্রভু পরমেশ্বর, যিনি ইসরায়েলের রক্ষক, রাজাধিরাজ, সেই সর্বাধিপতি প্রভু পরমেশ্বর বলেন, আমিই আদি এবং অন্ত, আমিই অদ্বিতীয়, আমি ছাড়া আর নেই কোন ঈশ্বর।


আমি প্রভু পরমেশ্বর, তোমার আরাধ্য ঈশ্বর, আমি সৃজন করেছি তোমায় হে ইসরায়েল আমি রাজরাজেশ্বর তোমার।


আমি, একমাত্র আমিই প্রভু পরমেশ্বর একমাত্র যিনি উদ্ধার করতে পারেন তোমায়।


আমি প্রভু পরমেশ্বর তোমার আরাধ্য ঈশ্বর। আমিই দাসত্বের আগার মিশর থেকে তোমাকে উদ্ধার করে এনেছি।


সমগ্র ইসরায়েলী সমাজ সীন প্রান্তর ছেড়ে প্রভু পরমেশ্বরের নির্দেশ অনুযায়ী ক্রমে ক্রমে এগিয়ে চলল। পরে রফিদীমে এসে তারা শিবির স্থাপন করল, কিন্তু সেখানে পানীয় জল ছিল না।


রথী ও অশ্বারোহী সৈন্যসহ ফারাও-কে পরাস্ত করার পর মিশরীরা বুঝতে পারবে যে আমিই প্রভু পরমেশ্বর।


অব্রাহাম, ইস্‌হাক ও যাকোবকে যে দেশ দেওয়ার একান্ত শপথ করেছিলাম, সেই দেশের স্বত্বাধিকার তোমাদের দেব। আমিই নিত্যসত্তা প্রভু পরমেশ্বর।


ইসরায়েলীদের তুমি বল, আমি প্রভু পরমেশ্বর, আমিই তোমাদের মিশরের কঠোর শ্রম থেকে নিষ্কৃতি দেব। মিশরীদের দাসত্ব থেকে তোমাদের মুক্ত করব। আমার প্রসারিত বাহুর পরাক্রমে মিশরীদের চরম দণ্ড বিধান করে তোমাদের উদ্ধার করব।


প্রভু পরমেশ্বর অব্রামকে বললেন, আমিই সেই প্রভু পরমেশ্বর, যিনি তোমাকে এই দেশের অধিকার দেওয়ার জন্য কলদীয়দের উর নগর থেকে তোমাকে বের করে এনেছেন।


ঈশ্বর মোশিকে বললেন, আমি ‘ইয়াহ্ওয়েহ্’, সেই নিত্যসত্তা। ইসরায়েলীদের তুমি বলবে, সেই নিত্যসত্তা ইয়াহ্ওয়েহ্ আমাকে তোমাদের কাছে পাঠিয়েছেন।


ঈশ্বর মোশিকে আর‍ও বললেন, তুমি ইসরায়েলীদের বলবে যে তোমাদের পিতৃপুরুষ অব্রাহাম, ইসহাক ও যাকোবের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর আমাকে তোমাদের কাছে পাঠিয়েছেন। এ-ই আমার শাশ্বত নাম, এই নামেই পুরুষানুক্রমে পরিচিত হব আমি।


ঐ রাত্রে আমি মিশরের মধ্য দিয়ে যাব এবং মিশরের মানুষ ও পশু নির্বিশেষে সকলের প্রথমজাত সন্তানকে সংহার করব। আমি প্রভু পরমেশ্বর এইভাবেই মিশরের দেবতাদের দণ্ডবিধান করব।


প্রভু অমিত বিক্রমী যোদ্ধা, ‘প্রভু’ তাঁর যর্থাথ নাম।


আমি যা বলছি ওদের জানিয়ে দাও। ইসরায়েলকে মনোনীত করার পর আমি তাদের কাছে একটি প্রতিজ্ঞা করেছিলাম। মিশরে আমি তাদের কাছে আত্মপ্রকাশ করেছিলাম। বলেছিলাম, আমিই তোমাদের প্রভু পরমেশ্বর।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন