Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যাত্রাপুস্তক 40:7 - পবিএ বাইবেল CL Bible (BSI)

7 এবং সম্মিলন শিবির ও হোম বেদীর মাঝখানে প্রক্ষালনপাত্রটি স্থাপন করে সেটি জলে পূর্ণ করবে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

7 আর জমায়েত-তাঁবু ও কোরবানগাহ্‌র মধ্যে ধোবার পাত্র রেখে তার মধ্যে পানি দেবে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

7 সমাগম তাঁবু ও বেদির মাঝখানে গামলাটি এনে রাখো এবং তাতে জল ভরে দাও।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

7 আর সমাগম-তাম্বু ও বেদির মধ্যে প্রক্ষালন পাত্র রাখিয়া তাহার মধ্যে জল দিবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

7 হাতমুখ ধোওযার জন্য পাত্রটিতে জল রেখে সেটি সমাগম তাঁবু ও বেদীর মাঝখানে রাখো।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

7 আর তুমি সমাগম তাঁবু ও বেদির মাঝখানে বড় গামলা পাত্রটি রাখবে এবং তার মধ্যে জল দেবে।

অধ্যায় দেখুন কপি




যাত্রাপুস্তক 40:7
11 ক্রস রেফারেন্স  

তিনি যেমন জ্যোতির মাঝে বিরাজ করেন তেমনি আমরা যদি জ্যোতির মাঝে বিচরণ করি, তাহলে আমরা পরস্পর সংযুক্ত থাকি। তাঁর পুত্র যীশুর রক্ত সর্ব পাপ থেকে আমাদের শুচিশুদ্ধ করে।


তখন এস আমরা কলুষমুক্ত বিবেক ও নির্মল জলে স্নাত দেহ নিয়ে সরল মনে ও পূর্ণ বিশ্বাসে এগিয়ে চলি।


তখন তিনি আমাদের উদ্ধার করলেন। আমাদের সৎকর্ম বা পুণ্যবলে নয়, তিনি স্বতঃপ্রবৃত্ত হয়ে আমাদের বাঁচালেন। তিনি আমাদের দীক্ষাস্নানের মাধ্যমে নবজন্ম দিয়ে পবিত্র আত্মার শক্তিতে নবজীবন দান করলেন।


সেই দিন দাউদ বংশ ও জেরুশালেম নীবাসীদের অশুচিতা ও পাপ ধৌত করার জন্য এক প্রস্রবণের মুখ খুলে যাবে।


হে প্রভু পরমেশ্বর, তোমার যজ্ঞবেদী প্রদক্ষিণ করার আগে আমি শুদ্ধ করি নিজেকে পাপের কালিমা থেকে।


সম্মিলন শিবিরের দ্বারে যে মহিলারা পরিচর্যার কাজে নিযুক্ত হয়েছিলেন, তাঁদের পিতলের আয়নাগুলি দিয়ে তিনি প্রক্ষালন পাত্র ও তার পায়া তৈরী করলেন।


সম্মিলন শিবিরের প্রবেশদ্বারের সম্মুখে তুমি হোম বেদী স্থাপন করবে,


এর চারিদিকে প্রাঙ্গণ রচনা করে তার প্রবেশ মুখে পর্দা টাঙ্গিয়ে দেবে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন