Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যাত্রাপুস্তক 40:35 - পবিএ বাইবেল CL Bible (BSI)

35 শিবিরটি মেঘাবৃত এবং প্রভু পরমেশ্বরের মহিমায় পূর্ণ থাকায় মোশি সম্মিলন শিবিরে প্রবেশ করতে পারলেন না।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

35 তাতে মূসা জমায়েত-তাঁবুতে প্রবেশ করতে পারলেন না, কারণ মেঘ তার উপরে অবস্থান করছিল এবং মাবুদের মহিমা শরীয়ত-তাঁবু পরিপূর্ণ করেছিল।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

35 মোশি সমাগম তাঁবুতে প্রবেশ করতে পারেননি কারণ তা মেঘে ছেয়ে ছিল, এবং সদাপ্রভুর মহিমা সমাগম তাঁবুটি পরিপূর্ণ করে রেখেছিল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

35 তাহাতে মোশি সমাগম-তাম্বুতে প্রবেশ করিতে পারিলেন না, কারণ মেঘ তাহার উপরে অবস্থিতি করিতেছিল, এবং সদাপ্রভুর প্রতাপ আবাস পরিপূর্ণ করিয়াছিল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

35 মোশি সমাগম তাঁবুতে ঢুকতে পারল না। কারণ তা মেঘে ঢেকে ছিল এবং প্রভুর মহিমায় ছিল পরিপূর্ণ।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

35 তাতে মোশি সমাগম তাঁবুর মধ্যে ঢুকতে পারলেন না, কারণ মেঘ তার উপরে ছিল এবং সদাপ্রভুর মহিমা তাঁবুটি পরিপূর্ণ করেছিল।

অধ্যায় দেখুন কপি




যাত্রাপুস্তক 40:35
15 ক্রস রেফারেন্স  

এবং প্রভু পরমেশ্বরের মহাজ্যোতিতে মন্দির পরিপূর্ণ হল। সেই জ্যোতির প্রভায় পুরোহিতরা সেখানে ফিরে গিয়ে আর কোন ক্রিয়াকর্ম করতে পারলেন না।


তাঁদের কন্ঠের স্বরধ্বনিতে মন্দিরের ভিত্তিমূল পর্যন্ত কেঁপে উঠল, মন্দির ধোঁয়ায় ভরে গেল।


এই আলোর জন্য পুরোহিতেরা মন্দিরের মধ্যে প্রবেশ করতে পারলেন না।


প্রভু পরমেশ্বর মোশিকে বললেন, তুমি তোমার ভাই হারোণকে বল, সে যেন পর্দার অন্তরালে মহাপবিত্র স্থানে চুক্তি সিন্দুকের উপরে স্থিত আবরণের সম্মুখে সব সময়ে না যায়, তাহলে সে মারা যাবে। কারণ সেই আবরণের উপরে মেঘের মধ্য থেকে আমি দর্শন দেব।


তখন ঈশ্বরের প্রতাপ ও পরাক্রম থেকে নির্গত দূমে মন্দির পূর্ণ হল। সেই সপ্ত দূতের সপ্ত মারী সমাপ্ত না হওয়া পর্যন্ত কেউ মন্দিরে প্রবেশ করতে পারল না।


মোশি যখন প্রভু পরমেশ্বরের সঙ্গে কথা বলার জন্য সম্মিলন শিবিরের ভিতরে যেতেন, তখন তিনি চুক্তি সিন্দুকের আবরণের উপরে স্থাপিত করূবমূর্তিদ্বয়ের মধ্যবর্তী স্থান থেকে প্রভু পরমেশ্বরের কন্ঠস্বর শুনতে পেতেন। প্রভু পরমেশ্বর সেখান থেকে তাঁর সঙ্গে বাক্যালাপ করতেন।


পুরোহিতেরা মহাপবিত্র স্থান থেকে বেরিয়ে আসার সঙ্গে সঙ্গে মন্দির মেঘে ঢেকে গেল।


তখন প্রাণীদের উপর দিয়ে ঈশ্বরের আলোকোজ্জ্বল মহিমা বেরিয়ে এসে মন্দিরের প্রবেশ দ্বারের দিকে প্রস্থান করল। মন্দির তখন ভরে গেল মেঘে, আলোয় উদ্ভাসিত হয়ে উঠল মন্দির প্রাঙ্গণ।


হারোণের কথা শোনার সময় ইসরায়েলীরা সকলে প্রান্তরের দিকে তাকাল। সেখানে হঠাৎ মেঘপুঞ্জের মধ্য থেকে প্রভু পরমেশ্বরের প্রতাপ দৃশ্যমান হল।


আমি এখান থেকে ইসরায়েলীদের দর্শন দেব। আমার মহিমায় এই স্থান হবে পবিত্র।


সম্মিলন শিবির অর্থাৎ প্রভু পরমেশ্বরের চুক্তি সিন্দুক যে শিবিরে রাখা হয়েছিল সেই শিবিরটি প্রতিষ্ঠা করার দিন মেঘপুঞ্জের দ্বারা সেটি আচ্ছাদিত হল। সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত শিবিরের উপর সেই মেঘপুঞ্জ অগ্নিশিখার মত উজ্জ্বল হয়ে রইল।


তারপর সিয়োন পর্বত এবং সেখানে সমবেত জনমণ্ডলীর উপরে তিনি দিবসে বিস্তার করবেন মেঘপুঞ্জ এবং রাত্রে রচনা করবেন অগ্নিশিখায় উজ্জ্বল চন্দ্রাতপ।


আমি সুমহান, পবিত্রতম শাশ্বত ঈশ্বর। ঊর্ধ্বলোকে পবিত্রস্থানে আমার নিবাস হলেও আমি দলিত জনের ব্যথিত মনের মানুষের সঙ্গেও বাস করি যেন তাদের নৈরাশ্য দূর করে আস্থা ফিরিয়ে আনতে পারি।


উজ্জ্বল আলো পূর্বদ্বার দিয়ে সোজা মন্দিরের মধ্যে প্রবেশ করল।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন