Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যাত্রাপুস্তক 40:30 - পবিএ বাইবেল CL Bible (BSI)

30 এর পরে তিনি সম্মিলন শিবির ও বেদীর মাঝখানে প্রক্ষালন পাত্রটি স্থাপন করে তার মধ্যে প্রক্ষালনের জন্য জল রাখলেন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

30 পরে তিনি জমায়েত-তাঁবু ও কোরবানগাহ্‌র মধ্যস্থানে ধোবার পাত্র রেখে তার মধ্যে ধোবার জন্য পানি দিলেন।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

30 গামলাটি তিনি সমাগম তাঁবু ও বেদির মাঝখানে রেখে দিলেন ও ধোয়াধুয়ি করার জন্য তাতে জল ভরে রাখলেন,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

30 পরে তিনি সমাগম-তাম্বু ও বেদির মধ্যস্থানে প্রক্ষালন-পাত্র রাখিয়া তাহার মধ্যে প্রক্ষালনার্থ জল দিলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

30 মোশি এরপর সমাগম তাঁবু ও বেদীর মাঝখানে হাত মুখ ধোওযার জন্য জল ভর্ত্তি পাত্রটি রাখল।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

30 তিনি সমাগম তাঁবু এবং বেদির মাঝখানে ধোয়ার জন্য গামলা রাখলেন এবং তার মধ্যে ধোয়ার জন্য জল দিলেন।

অধ্যায় দেখুন কপি




যাত্রাপুস্তক 40:30
7 ক্রস রেফারেন্স  

এবং সম্মিলন শিবির ও হোম বেদীর মাঝখানে প্রক্ষালনপাত্রটি স্থাপন করে সেটি জলে পূর্ণ করবে।


তখন এস আমরা কলুষমুক্ত বিবেক ও নির্মল জলে স্নাত দেহ নিয়ে সরল মনে ও পূর্ণ বিশ্বাসে এগিয়ে চলি।


আমি তোমাদের উপরে পরিষ্কার জল ছিটিয়ে দেব এবং অলীক প্রতিমা ও যা কিছু তোমাদের অশুচি করেছে, সেই সব থেকে শুচি করব।


সম্মিলন শিবিরের দ্বারে যে মহিলারা পরিচর্যার কাজে নিযুক্ত হয়েছিলেন, তাঁদের পিতলের আয়নাগুলি দিয়ে তিনি প্রক্ষালন পাত্র ও তার পায়া তৈরী করলেন।


সম্মিলন শিবিরের দ্বারে হোম বেদী স্থাপন করে তার উপরে হোমবলি ও ভক্ষ্য নৈবেদ্য উৎসর্গ করলেন। প্রভু পরমেশ্বর মোশিকে এই নির্দেশ দিয়েছিলেন।


সেই জলে মোশি, হারোণ ও তাঁর পুত্রেরা হাত-পা ধুতেন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন