Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যাত্রাপুস্তক 40:14 - পবিএ বাইবেল CL Bible (BSI)

14 তার পুত্রদেরও এনে তুমি পোষাক পরাবে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

14 আর তার পুত্রদেরকে এনে ইমামের পোশাক পরাবে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

14 তার ছেলেদের নিয়ে এসো এবং তাদের নিমা পরাও।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

14 আর তাহার পুত্রগণকে আনিয়া অঙ্গরক্ষিণী পরাইবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

14 তার পুত্রদের পোশাক পরাও।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

14 আর তার ছেলেদেরকেও আনবে এবং তাদের গায়ে পোশাক পরাবে।

অধ্যায় দেখুন কপি




যাত্রাপুস্তক 40:14
11 ক্রস রেফারেন্স  

তাঁর সহায়তায় তোমরা খ্রীষ্ট যীশুতে স্থিতিলাভ করেছ। খ্রীষ্টই আমাদের কাছে ঈশ্বরের দেওয়া প্রজ্ঞা। তাঁর কাছ থেকে আমরা লাভ করি ন্যায়পরণতা, পবিত্রতা ও পরিত্রাণ।


ঈশ্বর, তাঁর পুত্র আমাদের প্রভু যীশু খ্রীষ্টের সঙ্গে মিলিত হওয়ার জন্য তোমাদের আহ্বান করেছেন, তিনি পরম নির্ভরযোগ্য।


ধারণ কর প্রভু যীশু খ্রীষ্টের রণসজ্জা, পরিহার কর জৈব প্রবৃত্তি চরিতার্থ করার বাসনা।


তিনি যাদের পূর্বে নিরূপণ করেছেন তাদের আহ্বানও করেছেন। যাদের আহ্বান করেছেন তাদের ধার্মিকরূপে প্রতিপন্ন করেছেন, মহিমান্বিতও করেছন তাদের।


তাঁর পূর্ণতার ভাণ্ডার থেকে আমরা সকলেই পেয়েছি নিরবচ্ছিন্ন করুণাধারা।


জেরুশালেম উল্লসিত মহা আনন্দে, পরিয়েছেন তাকে প্রভু পরমেশ্বর মহার্ঘ বসন, বিবাহ বাসরে বরের মত, বিবাহের সাজে সজ্জিত বধূর মত ভূষিত করেছেন তাকে পরিত্রাণ ও বিজয়ের অমূল্য ভূষণে।


তারপর হারোণকে পবিত্র বসনগুলি পরিয়ে দেবে এবং আমার পৌরোহিত্য করার জন্য তাকে অভিষিক্ত করে পবিত্র করবে।


এবং পিতার মত তাদেরও অভিষিক্ত করাবে। তাহলে তারা আমার পৌরোহিত্য করতে পারবে। এই অভিষেকের ফলে তারা পুরুষানুক্রমে আমার পৌরোহিত্যের কাজে নিযুক্ত হওয়ার অধিকার লাভ করবে।


এর পরে হারোণের পুত্রদের সামনে এনে তুমি তাদের জন্য নির্দিষ্ট পোষাক পরিয়ে দেবে।


মোশি তারপর হারোণের পুত্রদের কছে এনে পোশাক পরিয়ে কটিবদ্ধ বেঁধে দিলেন ও শিরোভূষণ বেঁধে দিলেন। প্রভু পরমেশ্বর মোশিকে এই রকমই নির্দেশ দিয়েছিলেন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন