Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যাত্রাপুস্তক 4:12 - পবিএ বাইবেল CL Bible (BSI)

12 সুতরাং তুমি এখন সেখানে যাও, আমিই তোমাকে কথা বলার ক্ষমতা দেব, আর কি বলতে হবে তাও তোমাকে জুগিয়ে দেব।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

12 এখন তুমি যাও; আমি তোমার মুখের সহবর্তী হব এবং কি বলতে হবে তা তোমাকে জানাবো।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

12 এখন যাও; আমি তোমাকে কথা বলতে সাহায্য করব ও কী বলতে হবে তা শেখাব।”

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

12 এখন তুমি যাও; আমি তোমার মুখের সহবর্ত্তী হইব, ও কি বলিতে হইবে, তোমাকে জানাইব।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

12 সুতরাং যাও। যখন তুমি কথা বলবে তখন আমি তোমায় কথা বলতে সাহায্য করব। আমিই তোমার মুখে শব্দ জোগাব।”

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

12 আমি সদাপ্রভুই কি করি নি? এখন তুমি যাও; আমি তোমার মুখের সহায় হব ও কি বলতে হবে, তোমাকে শেখাব।”

অধ্যায় দেখুন কপি




যাত্রাপুস্তক 4:12
20 ক্রস রেফারেন্স  

তারপর প্রভু পরমেশ্বর নিজের হাতখানা বাড়িয়ে দিলেন, স্পর্শ করলেন আমার ওষ্ঠাধর। আমাকে তিনি বললেন, শোন, তোমাকে যা বলতে হবে, আমি তোমার মুখে সেই বাণী দিলাম।


তারা যখন বিচারের জন্য তোমাদের বিচারসভায় উপস্থিত করবে তখন সেখানে কি বলবে এ নিয়ে আগে থেকেই তোমরা দুর্ভাবনা করো না। কিন্তু সেই মুহূর্তে যে কথা তোমাদের জুগিয়ে দেওয়া হবে তা-ই বলো। কারণ সে খথা তোমরাই যে বলবে তা নয়, বলবেন পবিত্র আত্মা।


অবসাদে আচ্ছন্ন মানুষের বেদনার অনুভূতি প্রভু পরমেশ্বর দিয়েছেন আমায়, তাদের উদ্যম ফিরিয়ে আনার জন্য প্রয়োজন যে কথা, দিয়েছেন তিনি আমায় সেই কথা বলার জ্ঞান। তাঁর শিক্ষা গ্রহণের জন্য প্রতি প্রভাতে তিনি আমায় করেন উৎসুক।


আমার জন্যও প্রার্থনা কর যেন সুসমাচারের নিগূঢ়তত্ত্ব দৃপ্তকণ্ঠে ঘোষণার জন্য যথোপযুক্ত বাণী আমি পাই।


কিন্তু তোমাদের সহায় সেই পবিত্র আত্মা যাঁকে পিতা আমার পরিবর্তরূপে পাঠাবেন, তিনিই তোমাদের সব কিছু শিক্ষা দেবেন এবং আমার সমস্ত বাণী তোমাদের স্মরণে এনে দেবেন।


একদিন যীশু কোন একটি জায়গায় বসে প্রার্থনা করছিলেন। প্রার্থনা শেষ হলে তাঁর শিষ্যদের মধ্যে একজন তাঁকে বললেন, প্রভু, বাপ্তিষ্মদাতা যোহন যেমন তাঁর শিষ্যদের প্রার্থনা করতে শিখিয়েছেন তেমনি আপনিও আমাদের প্রার্থনা করতে শিখান।


আমার মুখের কথাকে তিনি করেছেন তীক্ষ্ণধার তরবারির মত, সুরক্ষা করেছেন আমায় আপন হাতের অন্তরালে। তিনি করেছেন আমায় শাণিত বাণস্বরূপ, রেখেছেন প্রস্তুত আপন তূণে।


তোমার ইচ্ছা পূর্ণ করতে শিখাও আমায়, তুমিই আমার আরাধ্য ঈশ্বর তোমার উদার করুণায় চালাও আমায় জীবনের সুগম পথে।


হয়ো না তোমরা অবাধ্য অশ্ব বা মহিষের মত, যাদের বশে রাখতে হয় বল্গা ও লাগাম দিয়ে।


ঈশ্বর বললেন, ভয় কি, আমি তোমার সঙ্গে থাকব। আর আমিই যে তোমাকে পাঠিয়েছি তার প্রমাণ হবে এই যে, তুমি যখন ইসরায়েলীদের মিশর থেকে উদ্ধার করে আনবে তখন এই পর্বতেই তোমরা ঈশ্বরের আরাধনা করবে।


কিন্তু মোশি তবুও বললেন, হে প্রভু, আমাকে নয়, দয়া করে আর কাউকে পাঠান।


তুমি তার সঙ্গে কথা বলে তাকে কি বলতে হবে তা জানিয়ে দিও। আমি তোমাদের দুজনের মুখেই কথা জোগাব আর কি করতে হবে তাও দুজনকে বলে দেব।


সে তোমার হয়ে জনতার কাছে সব কথা বলবে। সে হবে তোমার মুখপাত্র আর তুমি হবে তার কাছে ঈশ্বরস্বরূপ।


তখন মোশি বললেন, প্রভু পরমেশ্বরই যে আমাকে এই সব কাজ করার জন্য পাঠিয়েছেন এবং আমি যে নিজের ইচ্ছায় কিছুই করি নি, তা তোমরা এর দ্বারাই জানতে পারবে:


আমি এদের জন্য এদের স্বজাতীয়দের মধ্য থেকে তোমার মতই একজন প্রবক্তা নবী উৎপন্ন করব এবং তার মুখে আমার বাণী আরোপ করব। আমি তাকে যে সব নির্দেশ দেব তাই সে তাদের জানাবে।


তিনি তখন পাঠালেন তাঁর দাস মোশি ও হারোণকে যাঁদের তিনি করেছিলেন মনোনীত।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন