Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যাত্রাপুস্তক 39:7 - পবিএ বাইবেল CL Bible (BSI)

7 এফোদের দুই কাঁধের পটির উপরে ইসরায়েলের পুত্রদের স্মারক স্বরূপ সেই মণি দুটি বসিয়ে দেওয়া হল।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

7 আর এফোদের দু’টি স্কন্ধপটির উপরে ইসরাইলের পুত্রদের স্মরণ করার মণিস্বরূপ তা বসালেন; যেমন মাবুদ মূসাকে হুকুম দিয়েছিলেন।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

7 সদাপ্রভু মোশিকে যে আদেশ দিয়েছিলেন, সেই অনুসারে পরে তাঁরা ইস্রায়েলের ছেলেদের জন্য স্মারক-মণিরূপে সেগুলি এফোদের কাঁধ-পটিগুলিতে বেঁধে দিলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

7 আর এফোদের দুই স্কন্ধপটির উপরে ইস্রায়েলের পুত্রদের স্মরণার্থক মণিস্বরূপে তাহা বসাইলেন; যেমন সদাপ্রভু মোশিকে আজ্ঞা দিয়াছিলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

7 তারপর তারা এই মণিগুলো এফোদের ওপর বসিয়ে দিল। এই অলংকারগুলি ইস্রায়েলের লোকদের জন্য একটি স্মারক হয়ে থাকবে। এসবই করা হয়েছিল মোশিকে দেওয়া প্রভুর আদেশ অনুসারে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

7 আর এফোদের দুটি ঘাড়ের ফিতের উপরে ইস্রায়েলের বারোজন ছেলেদের স্মরণ করার জন্য মণিহিসাবে সেগুলি লাগালেন, যেমন সদাপ্রভু মোশিকে আদেশ দিয়েছিলেন।

অধ্যায় দেখুন কপি




যাত্রাপুস্তক 39:7
7 ক্রস রেফারেন্স  

তোমরা তখন, প্রভু পরমেশ্বরের সিন্দুক জর্ডন অতিক্রম করার সময় কিভাবে জর্ডনের জল বিভক্ত হয়ে গিয়েছিল সেই কথা তাদের বলবে। এই পাথরগুলি চিরকাল ইসরায়েলীদের কাছে স্মারকচিহ্ন হয়ে থাকবে।


ইসরায়েল-তনয়দের স্মরণিকারূপে ঐ মণি তুমি এফোদের কাঁধের পটির উপর বসাবে। প্রভু পরমেশ্বরের স্মরণের জন্য হারোণ তাদের নাম তার দুই কাঁধে বহন করবে।


হারোণ যখন পবিত্র স্থানে প্রবেশ করবে তখন সর্বদা সে বুকের উপরে ইসরায়েল-তনয়দের নামাঙ্কিত ও বিচার নিষ্পত্তির জন্য ব্যবহার্য থলিটি বহন করবে যেন প্রভু পরমেশ্বর তাদের নিত্য স্মরণে রাখেন।


সত্যিই আমি তোমাদের বলছি, পৃথিবীর যেখানেই সুসমাচার প্রচারিত হবে, সেখানেই এর কথা স্মরণ করে এই কীর্তির উল্লেখ করা হবে।


আমি তাদের বললাম, স্বর্গের ঈশ্বর আমাদের সফলতা দেবেন। আমরা তাঁর দাস। আমরা পুনর্নির্মাণের কাজ করতে চলেছি। কিন্তু জেরুশালেমের কোন অংশে তোমাদের কোন দাবী নেই বা ঐতিহ্যগত কোন অধিকারও নেই।


দুই কাঁধে দুটি পটি থাকবে, এই পটি দিয়ে এফোদটি জোড়া লাগাতে হবে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন