Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যাত্রাপুস্তক 39:28 - পবিএ বাইবেল CL Bible (BSI)

28 সাদা মিহি রেশমী সুতো দিয়ে তাঁরা উষ্ণীষ, টুপি ও অর্ন্তবাস তৈরী করলেন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

28 ও সাদা মসীনা সুতায় তৈরি পাগড়ী ও সাদা মসীনা সুতায় তৈরি টুপি ও পাকানো সাদা মসীনা সুতায় তৈরি জাঙ্গিয়া প্রস্তুত করলেন।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

28 এবং মিহি মসিনা দিয়ে পাগড়ি, মসিনার টুপি ও মিহি পাকান মসিনা দিয়ে অন্তর্বাসগুলি তৈরি করলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

28 ও সাদা মসীনা সূত্রনির্ম্মিত উষ্ণীষ ও সাদা মসীনা সূত্রনির্ম্মিত শিরোভূষণ ও পাকান সাদা মসীনা সূত্রনির্ম্মিত শুক্ল জাঙ্ঘিয়া প্রস্তুত করিলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

28 তারা মিহি শনের কাপড় দিয়ে একটি পাগড়ি, মাথায় বাঁধার ফিতে ও ভেতরে পরার পোশাক তৈরী করল।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

28 তারা সাদা মসীনা সুতো দিয়ে তৈরী উষ্ণীয় ও সাদা মসীনা সুতো দিয়ে তৈরী শিরোভূষন ও পাকান সাদা মসীনা সুতো দিয়ে তৈরী শুল্ক জাঙ্গিয়া তৈরী করলেন।

অধ্যায় দেখুন কপি




যাত্রাপুস্তক 39:28
11 ক্রস রেফারেন্স  

বক্ষাবরণ, এফোদ,আলখাল্লা, রঙবেরঙের কাজ কার জামা, পাগড়ি ও কোমরবন্ধ—এই পোষাকগুলি তারা তৈরী করবে। আমার পৌরোহিত্য ক্রিয়া কর্মের জন্য প্রয়োজনীয় সমস্ত পবিত্র পরিধেয় তারা হারোণ ও তার ছেলেদের জন্য তৈরী করবে।


তারা যাতে ঘেমে না ওঠে সেইজন্যই তাদের মাথায় বাঁধতে হবে সূতির পাগড়ী, পরতে হবে সূতির পাজামা। কিন্তু কোন কোমর বন্ধনী বাঁধতে হবে না।


তুমি তাদের দেহ আচ্ছাদনের জন্য কোমর থেকে হাঁটু পর্যন্ত লম্বা সাদা কাপড়ের পায়জামা তৈরী করিয়ে দেবে।


তুমি রঙবেরঙের সূক্ষ্ম সূতো দিয়ে কাজ করা জামা ও পাগড়িটি তৈরী করবে। কোমরবন্ধটি হবে সূচীশিল্পশোভিত।


হারোণের পুত্রদের শোভা ও মর্যাদার জন্য তুমি তাদের জামা, কোমরবন্ধ ও পাগড়ি তৈরী করিয়ে দেবে।


এর পরে তাঁরা হারোণ ও তাঁর পুত্রদের জন্য মিহি সুতোয় বোনা জামা তৈরী করলেন।


আর সাদা রেশমী সুতো এবং নীল, বেগুনী ও লাল সুতো দিয়ে সূচের কাজ করা কোমরবন্ধ তৈরী করলেন। প্রভু পরমেশ্বর মোশিকে এই রকমই নির্দেশ দিয়েছিলেন।


পুরোহিত রেশমী বসন ও রেশমী বস্ত্রের তৈরী ছোট পায়জামা পরবে এবং বেদীর উপরে হোমানলে দগ্ধ হোমবলির ভস্মাবশেষ তুলে নিয়ে বেদীর পাশে রাখবে।


বাজুবন্ধ ও মেখলা,


প্রভু পরমেশ্বর আমাকে বললেন, রাজা ও তার জননীকে তাদের সিংহাসন থেকে নেমে আসতে বল, কারণ তাদের মাথা থেকে সুন্দর মুকুট খুলে পড়ে গেছে।


এটির মাঝখানে মাথা গলাবার জন্য একটি ফাঁক থাকবে। গলাবন্ধের মতো এর চারিধারে হাতে বোনা পটি লাগানো থাকবে। তার ফলে এটি ছিঁড়বে না।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন