Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যাত্রাপুস্তক 39:24 - পবিএ বাইবেল CL Bible (BSI)

24 গাত্রাবরণটির প্রান্তদেশে নীল, বেগুনী, লাল ও মিহি সাদা সুতোয় ডালিম তৈরী করে জুড়ে দেওয়া হয়েছিল।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

24 আর তাঁরা ঐ পরিচ্ছদের আঁচলে নীল, বেগুনে ও লাল পাকানো সুতা দিয়ে ডালিম তৈরি করলেন।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

24 সেই আলখাল্লার আঁচল ধরে ধরে তাঁরা নীল, বেগুনি ও টকটকে লাল রংয়ের সুতো ও মিহি পাকান মসিনা দিয়ে ডালিম তৈরি করে দিলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

24 আর তাঁহারা ঐ পরিচ্ছদের আঁচলে নীল, বেগুনে ও লাল পাকান সূত্রে দাড়িম নির্ম্মাণ করিলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

24 তারপর তারা মিহি শনের কাপড় এবং নীল, বেগুনী ও লাল সুতো দিয়ে বেদানা তৈরী করল। এই বেদানাগুলি তারা আলখাল্লার নীচের ধারে ঝুলিয়ে দিল।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

24 আর তাঁরা সেই পোশাকের আঁচলে নীল, বেগুনে, ও লাল পাকান সূতোর ডালিম তৈরী করলেন।

অধ্যায় দেখুন কপি




যাত্রাপুস্তক 39:24
5 ক্রস রেফারেন্স  

কিন্তু পবিত্র আত্মা যে ফসল উৎপন্ন করেন তা হল —আনন্দ, শান্তি, সহিষ্ণুতা, সহৃদয়তা, হিতৈষণা, বিশ্বস্ততা,


বহির্বাসের চারিধারে নীল, বেগুনী, ও লাল সুতোয় তৈরী ডালিম এবং সেগুলির মাঝে সোনার ঘন্টি বসানো হবে।


গাত্রাবরণটির মাঝখানে বর্মের গলদেশের মত একটি ছিদ্র ছিল। সেটি যাতে ছিঁড়ে না যায় সেজন্য গলদেশের ছিদ্রের চারিদিকে পটি লাগানো ছিল।


তারপর তাঁরা খাঁটি সোনা দিযে ঘুন্টি তৈরী করে সেগুলি গাত্রাবরণের প্রান্তে ডালিমগুলির মাঝে মাঝে বসিয়ে দিলেন।


এ যেন হারোণের মস্তকে নিষিক্ত মূল্যবান তেলের মত, যে তেল তাঁর শ্মশ্রু বেয়ে ঝরে পড়ে তাঁর বসনের উপর।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন