Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যাত্রাপুস্তক 38:25 - পবিএ বাইবেল CL Bible (BSI)

25 ইসরায়েলী সমাজের আদমসুমারীর সময় যে রূপো সংগৃহীত হয়েছিল পবিত্র পীঠস্থানের শেকেলের মাপে তার পরিমাণ ছিল একশো তালন্ত এক হাজার সাতশো পঁচাত্তর শেকেল।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

25 আর মণ্ডলীর গণনা-করা লোকদের রূপা পবিত্র স্থানের শেকল অনুসারে এক শত তালন্ত এক হাজার সাত শত পঁচাত্তর শেকল ছিল।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

25 পবিত্রস্থানের শেকল অনুসারে, সমাজভুক্ত যাদের সংখ্যা জনগণনায় স্থান পেয়েছিল, তাদের কাছ থেকে সংগৃহীত রুপোর পরিমাণ দাঁড়িয়েছিল 100 তালন্ত ও 1,775 শেকল—

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

25 আর মণ্ডলীর গণিত লোকদের রৌপ্য পবিত্র স্থানের শেকল অনুসারে এক শত তালন্ত এক সহস্র সাত শত পঁচাত্তর শেকল ছিল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

25-26 যতজন লোককে গোনা হয়েছিল তারা সবাই আমলাতান্ত্রিক পরিমাণ অনুসারে 3.75 টন রূপো দিয়েছিল। কুড়ি বছর বা তার বেশী বয়সের লোকদের গোনা হয়েছিল। মোট 603,550 জন পুরুষ ছিল এবং প্রত্যেককে আমলাতান্ত্রিক পরিমাপ অনুসারে 1.5 আউন্স রূপো কর হিসেবে দিতে হয়েছিল।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

25 মণ্ডলীর লোকদের রূপা পবিত্র জায়গার শেকল পরিমাপের অনুযায়ী একশো তালন্ত এবং এক হাজার সাতশো পঁচাত্তর শেকল ছিল।

অধ্যায় দেখুন কপি




যাত্রাপুস্তক 38:25
5 ক্রস রেফারেন্স  

তুমি যখন ইসরায়েলীদের সংখ্যা গণনা করবে তখন প্রত্যেক ব্যক্তি তার জীবনের জন্য প্রভু পরমেশ্বরের উদ্দেশে মুক্তিপণ দেবে যেন লোকগণনার সময় তাদের কোন বিপত্তি না ঘটে।


প্রভু পরমেশ্বর মোশিকে বললেন,


তোমরা পরিবার ও পিতৃকুল আনুযায়ী সমগ্র ইসরায়েলী জনমণ্ডলীর সংখ্যা গণনা কর এবং ব্যক্তিগতভাবে প্রত্যেক পুরুষের নাম তালিকাভুক্ত কর।


তোমরা ইসরায়েলী জনমণ্ডলীর প্রত্যেক গোষ্ঠীর কুড়ি বছর এবং তার চেয়ে বেশী বয়সের সামরিক যোগ্যতা সম্পন্ন লোকদের সংখ্যা গণনা কর।


এই মুক্তিপণ বাবদ যে অর্থ ইসরায়লীদের কাছ থেকে সংগৃহীত হবে তা তুমি সম্মিলন শিবিরের ক্রিয়াকর্মের জন্য ব্যয় করবে। তোমাদের জীবনের জন্য প্রায়শ্চিত্ত স্বরূপ এই মুক্তিপণ প্রভু পরমেশ্বরের কাছে ইসরায়েলীদের স্মারকস্বরূপ হবে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন