Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যাত্রাপুস্তক 38:2 - পবিএ বাইবেল CL Bible (BSI)

2 এর চার কোণের শৃঙ্গগুলি একই সঙ্গে অখণ্ডভাবে নির্মিত হল এবং তিনি বেদীটি পিতল দিয়ে মুড়ে দিলেন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

2 আর তার চার কোণের উপরে শিং তৈরি করলেন; সেসব শিং তার সঙ্গে অখণ্ড ছিল; তিনি তা ব্রোঞ্জ দিয়ে মুড়লেন।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

2 চারটি কোণের প্রত্যেকটিতে তাঁরা একটি করে শিং তৈরি করলেন, যেন শিংগুলি বেদির সাথে অখণ্ড হয়, এবং বেদিটি তাঁরা ব্রোঞ্জ দিয়ে মুড়ে দিলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

2 আর তাহার চারি কোণের উপরে শৃঙ্গ নির্ম্মাণ করিলেন; সেই শৃঙ্গ সকল তাহার সহিত অখণ্ড ছিল; তিনি তাহা পিত্তলে মুড়িলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

2 তারপর সে বেদীর প্রত্যেকটি কোণের জন্য একটি করে শৃঙ্গ বানালো এবং তাদের কোণায় জুড়ে দিল যাতে তা অখণ্ড হয় এবং বেদীটি পিতল দিয়ে ঢেকে দিল।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

2 তিনি তার চার কোণের উপরে কতকগুলি শিং তৈরী করলেন; সেই শিংগুলি বেদির সঙ্গে অবিচ্ছিন্ন অবস্থায় ছিল এবং তিনি সেগুলি ব্রোঞ্জ দিয়ে মুড়ে দিলেন।

অধ্যায় দেখুন কপি




যাত্রাপুস্তক 38:2
4 ক্রস রেফারেন্স  

আমি কি পাথর? আমার দেহ কি পিতলে তৈরী?


এর চার কোণে শৃঙ্গ থাকবে এবং সেগুলি হবে বেদীর সঙ্গে অখণ্ডভাবে নির্মিত। পিতল দিয়ে তুমি বেদীটি মুড়বে।


এর পরে তিনি হোমের জন্য শিটিম কাঠের বেদী নির্মাণ করলেন। এটি ছিল চৌকো, পাঁচ হাত লম্বা, পাঁচ হাত চওড়া এবং তিন হাত উঁচু।


তারপর তিনি বেদীর সমস্ত পাত্র অর্থাৎ হাঁড়ি, হাতা, গামলা, ত্রিশূল এবং অঙ্গার পাত্র ইত্যাদি সব কিছুই পিতল দিয়ে তৈরী করলেন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন