যাত্রাপুস্তক 37:9 - পবিএ বাইবেল CL Bible (BSI)9 করূব মূর্তি দুটি উপরের দিকে পাখা বিস্তার করে ঢাকনাটি আড়াল করে রেখেছিল। মূর্তি দুটি মুখোমুখিভাবে স্থাপিত ছিল এবং তাদের দৃষ্টি ঢাকনার উপরে নিবন্ধ ছিল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস9 তাতে সেই দু’টি কারুবী উপরের দিকে পাখা বিস্তার করে ঐ পাখা দ্বারা গুনাহ্ আবরণ আচ্ছাদন করলো এবং তাদের মুখ পরসপরের দিকে রইলো; কারুবীদের দৃষ্টি গুনাহ্ আবরণের দিকে রইলো। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ9 করূবেরা তাদের ডানাগুলি উপরের দিকে ছড়িয়ে দিয়েছিল, ও সেগুলি দিয়ে আবরণটি আড়াল করে রেখেছিল। করূবেরা পরস্পরের দিকে মুখ করে সেই আবরণের দিকে তাকিয়েছিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)9 তাহাতে সেই দুই করূব ঊর্দ্ধে পক্ষ বিস্তার করিয়া ঐ পক্ষ দ্বারা পাপাবরণ আচ্ছাদন করিল, এবং তাহাদের মুখ পরস্পরের দিকে রহিল, করূবদের দৃষ্টি পাপাবরণের দিকে রহিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল9 দূতরা ডানা আকাশে ছড়িয়ে পবিত্র সিন্দুকটিকে ঢেকে দিল। দূতরা পরস্পর মুখোমুখি হয়ে পাপমোচন স্থানের দিকে তাকিয়ে রইল। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী9 সেই দুই করূব উপরের দিকে ডানা মেলে থাকল এবং তাদের দিয়ে পাপাবরণ ঢেকে রাখল। তাদের মুখ একে অপরের দিকে থাকল; করূবগুলি পাপাবরণের দিকে চেয়ে থাকলো। অধ্যায় দেখুন |