Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যাত্রাপুস্তক 37:4 - পবিএ বাইবেল CL Bible (BSI)

4 সিন্দুকটি বয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি শিটিম কাঠের দুটি দণ্ড তৈরী করে সোনা দিয়ে মুড়লেন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

4 আর তিনি শিটীম কাঠের দু’টি বহন-দণ্ড করে সোনা দিয়ে মুড়লেন,

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

4 পরে তিনি বাবলা কাঠ দিয়ে খুঁটি তৈরি করলেন ও সেগুলি সোনা দিয়ে মুড়ে দিলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

4 আর তিনি শিটীম কাষ্ঠের দুইটী বহন-দণ্ড করিয়া স্বর্ণে মুড়িলেন,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

4 সিন্দুকটি বয়ে নিয়ে যাওয়ার জন্য বাবলা কাঠের খুঁটি তৈরী করে সে সেগুলি খাঁটি সোনায় মুড়ে দিল।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

4 তিনি শিটীম কাঠের দুটি বহন-দণ্ড তৈরী করে সোনা দিয়ে মুড়ে দিলেন।

অধ্যায় দেখুন কপি




যাত্রাপুস্তক 37:4
8 ক্রস রেফারেন্স  

সোনাকে আগুনে পুড়িয়ে শুদ্ধ করা হয়। নশ্বর সোনার চেয়েও অনেক বেশী মূল্যবান তোমাদের বিশ্বাসও তেমনি অগ্নিশুদ্ধ হয়েছে যেন যীশু খ্রীষ্টের আবির্ভাব কালে তা প্রশংসা, গৌরব ও মর্যাদা লাভ করতে পারে।


কিন্তু প্রভু তাঁকে বললেন, তুমি যাও, কারণ সে আমার মনোনীত পাত্র। সে অইহুদীদের কাছে, রাজন্যবর্গের কাছে ও ইসরায়েল জাতির কাছে আমার নাম প্রচার করবে।


ভেড়ার পাকানো চামড়া, শুশুকের চামড়া, শিটিম কাঠ,


তিনি এর চারটি পায়ার জন্য চারটি সোনার আঙটা ঢালাই করে তৈরী করলেন এবং দুটি করে আঙটা এর দুইপাশে লাগিয়ে দিলেন।


সিন্দুকটি বয়ে নিয়ে যাওয়ার জন্য ঐ দণ্ড দুটি সিন্দুকের দুই পাশের আঙটার মধ্যে ঢুকিয়ে দেওয়া হল।


দণ্ড দুটি এত লম্বা ছিল যে মহাপবিত্র স্থানের সামনে সোজাসুজি দাঁড়ালে সেখান থেকে দণ্ড দুটির প্রান্তভাগ দেখা যেত কিন্তু অন্য জায়গা থেকে দেখা যেত না। বহন দণ্ড দুটি আজও সেইভাবে সেইখানেই আছে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন