Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যাত্রাপুস্তক 36:31 - পবিএ বাইবেল CL Bible (BSI)

31 তারপর তারা শিটিম কাঠের খিল তৈরী করল। শিবিরের একদিকের জন্য পাঁচটি

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

31 পরে তিনি শিটীম কাঠ দিয়ে অর্গল প্রস্তুত করলেন;

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

31 এছাড়াও তাঁরা বাবলা কাঠের আগল তৈরি করলেন: সমাগম তাঁবুর একদিকের কাঠামোগুলির জন্য পাঁচটি,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

31 পরে তিনি শিটীম কাষ্ঠ দ্বারা অর্গল প্রস্তুত করিলেন;

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

31 তারপর কারিগররা বাবলা কাঠ দিয়ে কাঠামোর আগল তৈরী করল। তাঁবুর প্রথম পাশে পাঁচটি আগল,

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

31 তিনি শিটীম কাঠের খিল তৈরী করলেন-সমাগম তাঁবুর এক পাশের তক্তার জন্য পাঁচটি খিল,

অধ্যায় দেখুন কপি




যাত্রাপুস্তক 36:31
6 ক্রস রেফারেন্স  

শিটিম কাঠের দুটি ডাণ্ডা তৈরী করে তুমি সেগুলি সোনা দিয়ে মুড়ে দেবে।


বয়ে নিয়ে যাওয়ার দণ্ডগুলি শিটিম কাঠের হবে এবং সেগুলি সোনা দিয়ে মুড়তে হবে।


ভেড়ার পাকানো চামড়া, শুশুকের চামড়া, শিটিম কাঠ,


দুই কোণের দুটি তক্তা তারা একই ভাবে তৈরী করেছিল। সবশুদ্ধ ছিল আটটি তক্তা এবং এদের দুটি করে পায়ার জন্য মোট ষোলটি রূপোর খাপ।


অন্যদিকের জন্য আর পাঁচটি এবং শিবিরের পিছনে পশ্চিম দিকের জন্য পাঁচটি খিল তৈরী করা হল।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন