Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যাত্রাপুস্তক 36:2 - পবিএ বাইবেল CL Bible (BSI)

2 বৎসলেল, অহলিয়াব এবং এই কাজে আগ্রহী অন্যান্য কারিগর যাদের প্রভু পরমেশ্বর নৈপুণ্য ও বিচক্ষণতা দান করেছিলেন তাদের সকলকে ডেকে মোশি কাজ সুরু করতে বললেন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

2 পরে মূসা বৎসলেল ও অহলীয়াবকে এবং মাবুদ যাঁদের অন্তরে বিচক্ষণতা দিয়েছিলেন, সেই অন্য সমস্ত দক্ষ লোককে ডাকলেন, অর্থাৎ সেই কাজ করার জন্য উপস্থিত থেকে যাঁদের মনে প্রবৃত্তি জন্মালো, তাঁদেরকে ডাকলেন।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

2 পরে মোশি সেই বৎসলেল ও অহলীয়াব এবং দক্ষ এক একজন লোককে ডেকে পাঠালেন, যাদের সদাপ্রভু সামর্থ্য দিয়েছিলেন ও যারা এসে কাজ করতে ইচ্ছুক হল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

2 পরে মোশি বৎসলেল ও অহলীয়াবকে এবং সদাপ্রভু যাঁহাদের হৃদয়ে বিজ্ঞতা দিয়াছিলেন, সেই অন্য সকল বিজ্ঞমনা লোককে ডাকিলেন, অর্থাৎ সেই কর্ম্ম করিবার নিমিত্তে উপস্থিত হইতে যাঁহাদের মনে প্রবৃত্তি জন্মিল, তাঁহাদিগকে ডাকিলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

2-3 তারপর মোশি বৎসলেল, অহলীয়াব এবং যেসব লোকদের প্রভু বিশেষ দক্ষতা দিয়েছিলেন তাদের ডেকে ইস্রায়েলবাসীদের আনা উপহার সামগ্রীগুলি তাদের হাতে তুলে দিল। এইসব লোকরা পবিত্র স্থান তৈরীর কাজে সাহায্য করার জন্যই এসেছিল এবং তারা এই উপহারগুলি ঈশ্বরের পবিত্র স্থান তৈরীর কাজে লাগাল। লোকরা প্রত্যেক দিন সকালেই উপহার নিয়ে আসত।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

2 মোশি বৎসলেল ও অহলীয়াবকে এবং সদাপ্রভু যাঁদের হৃদয়ে জ্ঞান দিয়েছিলেন, সেই অন্য সমস্ত জ্ঞানী লোককে ডাকলেন, অর্থাৎ সেই সব কাজ করার জন্য উপস্থিত হতে যাদের মনে বাসনা হল, তাঁদেরকে ডাকলেন।

অধ্যায় দেখুন কপি




যাত্রাপুস্তক 36:2
15 ক্রস রেফারেন্স  

পৌরোহিত্যের এই পদমর্যাদা কেউ নিজে থেকে গ্রহণ করতে পারে না, কিন্তু হারোণের মত তিনি ঈশ্বরের আহ্বানে এই পদে নিযুক্ত হন।


আখিপাস্‌কে বলবে, ‘প্রভু যে সেবাব্রতের দায়িত্ব তোমার উপর ন্যস্ত করেছেন তা সম্পূর্ণভাবে পালন করা সম্পর্কে সচেতন হও’।


আমি দান বংশের অহিষামকের পুত্র অহলিয়াবকে তার সহকারীরূপে নিযুক্ত করেছি। এ ছাড়াও আমি সক্ষম কারিগরদের সকলকেই নৈপুণ্য দান করেছি। আমি তোমাকে যে সব জিনিষ তৈরী করার নির্দেশ দিয়েছি, সবই তারা করবে।


প্রত্যেকটি মণ্ডলীর পরিচালনার জন্য তাঁরা প্রবীণদের নিযুক্ত করলেন এবং যে প্রভুকে তাঁরা বিশ্বাসে গ্রহণ করেছিলেন, প্রার্থনা ও উপবাস সহকারে তাঁরই কাছে প্রেরিত শিষ্যেরা তাঁদের সমর্পণ করলেন।


এবং শিল্পীদের কাজের জন্য প্রয়োজনীয় যাবতীয় সরঞ্জাম আমি দিয়েছি। এবার বল, কারা কারা প্রভু পরমেশ্বরের মন্দির নির্মাণের জন্য উদার হস্তে দান করতে ইচ্ছুক?


তোমাদের মধ্যে যারা কারিগর তারা সকলে মিলে প্রভু পরমেশ্বরের নির্দেশ অনুযায়ী সব কিছু তৈরী করবে।


সপ্তাহে ছয়দিন তোমরা কাজ করবে কিন্তু সপ্তমদিন হবে পবিত্র বিশ্রাম দিবস। প্রভু পরমেশ্বরের সম্মানে সেই দিন বিশ্রাম দিবসরূপে গণ্য হবে। এই দিনে যে কাজ করবে তার প্রাণদণ্ড হবে।


দক্ষ শিল্পীদের মধ্যে যাদের আমি নৈপুণ্য দান করেছি, তাদের তুমি নির্দেশ দাও যেন তারা আমার পৌরোহিত্যের পদে বরণের উদ্দেশ্যে হারোণের জন্য পোষাক তৈরী করে।


ইসরায়েলীদের তুমি আমার উদ্দেশে অর্ঘ্য নিবেদন করতে বল। স্বেচ্ছায় যে যা নিবেদন করবে তা-ই তুমি আমার অর্ঘ্যরূপে গ্রহণ করবে।


বৎসলেল, অহলিয়াব এবং অন্যান্য কারিগর যাদের প্রভু পরমেশ্বর নৈপুণ্য ও বিচক্ষণতা দান করেছেন, পবিত্র আবাস নির্মাণের জন্য প্রয়োজনীয় সব কাজের অভিজ্ঞতা যাদের আছে, তারা সকলে প্রভু পরমেশ্বরের নির্দেশ অনুযায়ী সব কাজ করবে।


পবিত্র আবাস নির্মাণের জন্য ইসরায়েলীরা যে সব জিনিস দান করেছিল, মোশির কাছ থেকে সবই তারা পেল। লোকেরা তখনও প্রতিদিন সকালে স্বেচ্ছায় তাদের উপহারসামগ্রী দান করছিল।


পুরোহিত ও লেবীয়দের মন্দিরে কাজের দায়িত্ব দেওয়া হয়েছে। সর্বপ্রকার কর্মে সুদক্ষ কর্মীরা তোমাকে সাহায্য করতে আগ্রহী এবং সমস্ত প্রজা ও তাদের নেতৃবর্গ তোমার আদেশের অপেক্ষায় রয়েছে।


পর্বতের উপরে তোমাকে এগুলির যে নকশা দেখানো হল ঠিক সেই অনুযায়ী তুমি সবকিছু তৈরী করবে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন