যাত্রাপুস্তক 36:14 - পবিএ বাইবেল CL Bible (BSI)14 তারপর তাঁবুর উপরে ছাউনির জন্য তারা ছাগলের লোমের এগারোটি পর্দা তৈরী করল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস14 পরে তিনি শরীয়ত-তাঁবুর উপরে আচ্ছাদন করার তাঁবুর জন্য ছাগলের লোম দিয়ে এগারটি পর্দা প্রস্তুত করলেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ14 তাঁরা সমাগম তাঁবুটি ঢেকে রাখার জন্য ছাগ-লোমের মোট এগারোটি পর্দা তৈরি করলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)14 পরে তিনি আবাসের উপরে আচ্ছাদনার্থক তাম্বুর নিমিত্তে ছাগলোমজাত যবনিকা সকল প্রস্তুত করিলেন; একাদশ যবনিকা প্রস্তুত করিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল14 তারপর কারিগররা সেই পবিত্র তাঁবুর আচ্ছাদনের জন্য আরেকটি তাঁবু তৈরী করল। তারা ছাগলের লোম দিয়ে এগারোটি পর্দা বানাল। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী14 পরে তিনি সমাগম তাঁবুর উপরের ঢাকনা হিসাবে তাঁবুর জন্য ছাগলের লোম দিয়ে পর্দাগুলি তৈরী করলেন; তিনি এগারোটি পর্দা তৈরী করলেন। অধ্যায় দেখুন |