Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যাত্রাপুস্তক 35:5 - পবিএ বাইবেল CL Bible (BSI)

5 তোমরা প্রত্যেকে প্রভুর উদ্দেশে অর্ঘ্য নিবেদন করবে। প্রভু পরমেশ্বরের উদ্দেশে যারা স্বেচ্ছায় অর্ঘ্য নিবেদন করবে তারা অর্ঘ্যস্বরূপ সোনা, রূপো, পিতল

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

5 তোমরা তোমাদের কাছ থেকে মাবুদের জন্য উপহার নাও। যার যেমন ইচ্ছা হয়, সেইমত সে মাবুদের জন্য উপহারস্বরূপ এসব দ্রব্য আনবে—

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

5 তোমাদের কাছে যা আছে তা থেকে সদাপ্রভুর জন্য এক উপহার নিয়ো। যে কেউ ইচ্ছুক, সে সদাপ্রভুর উদ্দেশে এক উপহাররূপে এগুলি আনুক: “সোনা, রুপো ও ব্রোঞ্জ;

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

5 —তোমরা সদাপ্রভুর নিমিত্তে আপনাদের নিকট হইতে উপহার লও; যে কেহ মনে ইচ্ছুক, সে সদাপ্রভুর উপহারস্বরূপ এই সকল দ্রব্য আনিবে;

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

5 প্রভুর জন্য বিশেষ উপহার সংগ্রহ কর। প্রত্যেকে মনে মনে ঠিক করে নেবে তোমরা কি দেবে। তারপর তোমরা প্রভুর কাছে উপহারসমূহ আনবে। সোনা, রূপো, পিতল;

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

5 সদাপ্রভু এই আদেশ দিয়েছেন; তোমরা সদাপ্রভুর জন্য তোমাদের কাছ থেকে উপহার নাও; যার মনে ইচ্ছা হবে, সে সদাপ্রভুর উপহার হিসাবে এই সব দ্রব্য আনবে;

অধ্যায় দেখুন কপি




যাত্রাপুস্তক 35:5
13 ক্রস রেফারেন্স  

যেমন সঙ্কল্প করেছে সে তেমনই দান করুক, কিন্তু সেই দান যেন অনিচ্ছাকৃত বা বাধ্যতামূলক না হয় কারণ যে হৃষ্ট চিত্তে দান করে ঈশ্বর তাকে ভালবাসেন।


যেদিন তুমি পবিত্র পর্বতে তোমার বাহিনীকে পরিচালনা করবে শত্রুর বিরুদ্ধে সে দিন তোমার প্রজাবৃন্দ স্বেচ্ছায় নিজেদের করবে উৎসর্গ, ঊষার শিশিরের মত তরুণদল আসবে তোমার কাছে।


আমার সমস্ত সহানুভূতি ইসরায়েলী সেনানায়কদেরই পক্ষে, জনতার মধ্যে থেকে স্বেচ্ছায় যারা এগিয়ে এসেছিল তাদের পক্ষে। প্রভুর জয়গান কর তোমরা।


প্রভু পরমেশ্বর মোশিকে বললেন,


মোশি সমগ্র ইসরায়েলী সমাজকে বললেন, প্রভু পরমেশ্বর এই নির্দেশ দিয়েছেন


নীল, বেগুনী ও লাল সুতো, সূক্ষ্ম রেশমী বস্ত্র, ছাগলের লোম,


তাদের প্রত্যেকেই স্বেচ্ছাপ্রণোদিত হয়ে সম্মিলন শিবির ও সেখানকার ক্রিয়াকর্মের জন্য প্রয়োজনীয় সব আসবাবপত্র ও পবিত্র পোষাক তৈরীর জন্য প্রভু পরমেশ্বরের উদ্দেশে উপহারসামগ্রী দান করল।


যোয়াশ পুরোহিতদের আদেশ দিলেন, মন্দিরে পবিত্র অনুষ্ঠান উপলক্ষে উৎসর্গিত সমস্ত অর্থ, মন্দিরে প্রত্যেকের দেয় কর বাবদ সংগৃহীত অর্থ এবং উপাসকদের স্বেচ্ছায় নিবেদিত অর্থ তাঁরা যেন সঞ্চয় করেন।


হিষ্কিয় প্রজাদের বললেন, এখন তোমরা আনুষ্ঠানিকভাবে শুদ্ধ হয়েছ। এবার তোমরা প্রভু পরমেশ্বরের উদ্দেশে কৃতজ্ঞতার বলি ও নৈবেদ্য উৎসর্গ কর। তারা রাজার আদেশ পালন করল। তাদের মধ্যে কিছু লোক স্বেচ্ছায় হোমবলি উৎসর্গের জন্য বলির পশুও নিয়ে এল।


প্রভু পরমেশ্বর মোশিকে যে সব কাজ করার নির্দেশ দিয়েছিলেন, তা সম্পন্ন করার জন্য প্রত্যেকটি ইসরায়েলী নারী ও পুরুষ স্বেচ্ছায় তাদের উপহারসামগ্রী প্রভু পরমেশ্বরের উদ্দেশে দান করল।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন