Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যাত্রাপুস্তক 34:29 - পবিএ বাইবেল CL Bible (BSI)

29 অবশেষে মোশি দশ অনুশাসন সম্বলিত ফলক দুটি হাতে নিয়ে সিনাই পাহাড় থেকে নেমে এলেন। প্রভু পরমেশ্বরের সঙ্গে কথা বলার ফলে মোশির মুখশ্রী প্রদীপ্ত হয়ে উঠেছিল। কিন্তু তিনি সেকথা জানতে পারেন নি।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

29 পরে মূসা দু’টি শরীয়ত-ফলক হাতে নিয়ে তুর পর্বত থেকে নামলেন; যখন পর্বত থেকে নামলেন, তখন, মাবুদের সঙ্গে আলাপে তাঁর মুখমণ্ডল যে উজ্জ্বল হয়েছিল, তা মূসা বুঝতে পারলেন না।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

29 মোশি যখন বিধিনিয়মের সেই দুটি ফলক হাতে নিয়ে সীনয় পর্বত থেকে নেমে এলেন, তখন তিনি জানতেই পারেননি যে যেহেতু তিনি সদাপ্রভুর সাথে কথা বলেছিলেন তাই তাঁর মুখটি উজ্জ্বল হয়ে উঠেছিল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

29 পরে মোশি দুই সাক্ষ্যপ্রস্তর হস্তে লইয়া সীনয় পর্ব্বত হইতে নামিলেন; যখন পর্ব্বত হইতে নামিলেন, তখন, সদাপ্রভুর সহিত আলাপে তাঁহার মুখের চর্ম্ম যে উজ্জ্বল হইয়াছিল, তাহা মোশি জানিতে পারিলেন না।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

29 তারপর মোশি সীনয় পর্বত থেকে নেমে এল। সে সেই চুক্তি লেখা পাথরের ফলক দুটি বয়ে নিয়ে এল। প্রভুর সঙ্গে কথা বলার পর মোশির মুখ জ্বলজ্বল করছিল। কিন্তু মোশি নিজে তা জানত না।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

29 পরে মোশি দুটি সাক্ষ্যপাথর হাতে নিয়ে সীনয় পর্বত থেকে নামলেন; যখন পর্বত থেকে নামলেন, তখন, সদাপ্রভুর সঙ্গে আলাপের দিন তার মুখের চামড়া যে উজ্জ্বল হয়েছিল, তা মোশি জানতে পারলেন না।

অধ্যায় দেখুন কপি




যাত্রাপুস্তক 34:29
22 ক্রস রেফারেন্স  

তাঁদের সামনেই তাঁর রূপান্তর ঘটল। সূর্যের এত দীপ্তিমান হয়ে উঠল তাঁর মুখমণ্ডল, তাঁর বসন হল আলোকশুভ্র।


প্রার্থনা করতে করতে তাঁর মুখশ্রী বদলে গেল, তাঁর পোষাক আলোকশুভ্র হয়ে উঠল।


মোশি তখন বিদায় নিলেন এবং দশ অনুশাসন খোদিত প্রস্তর ফলক দুটি সঙ্গে নিয়ে পাহাড় থেকে নেমে এলেন। প্রস্তর ফলক দুটির সামনে ও পিছনে দুদিকেই লেখা ছিল।


তাঁর দক্ষিণ হস্ত বিধৃত সপ্ত নক্ষত্র, মুখ থেকে নির্গত দ্বি-ধার তীক্ষ্ণ এক তরবাইর, মুখমণ্ডল পূর্ণদীপ্ত সূর্যের মত।


মোশির মত নয়, যিনি নিজের মুখ আবৃত করেছিলেন যাতে ইসরায়েলীরা সেই বিলীয়মান দীপ্তির অবসান দেখতে না পায়।


এর পরে আমি একজন পরাক্রান্ত দূতকে স্বর্গ থেকে অবতরণ করতে দেখলাম। তিনি মেঘে বেষ্টিত, তাঁর মাথার উপরে ছিল মেঘধনু, তাঁর মুখ সূর্যের মত এবং চরণ অগ্নিস্তম্ভের মত।


সভায় যাঁরা বসেছিলেন, তাঁদের সকলের দৃষ্টি স্তিফানের মুখে নিবদ্ধ হল। তাঁরা দেখলেন, সেই মুখ যেন একটি স্বর্গদূতের মুখ।


সেই লোকটি কিন্তু যীশুকে চিনত না এবং সেখানে খুব ভীড় থাকায় যীশুও সেখান থেকে সরে গিয়েছিলেন।


পিতর তাঁকে অনুসরণ করে বাইরে বেরিয়ে গেলেন। দূতের এ কাজ যে সত্যিই বাস্তবে ঘটছে, তা তিনি বুঝতে পারলেন না। তিনি ভাবলেন, এ সব তিনি দিব্যদর্শনে দেখছেন।


পৌল বললেন, আমি জানতাম না ভাই যে উনি প্রধান পুরোহিত। কারণ শাস্ত্রে লেখা আছেঃ ‘তোমার স্বজাতির কোন কর্তৃপক্ষকে কটূ কথা বলো না।’


তিনি তাঁদের বললেন, কেন তোমরা আমায় খুঁজছিলেন? তোমরা কি জানতে না যে, আমাকে অবশ্যই আমার পিতার গৃহেই থাকতে হবে?


তাঁরা এত ভয় পেয়েছিলেন যে বুঝতে পারেননি কি বলা উচিত।


তখন দেলিলা বলল, শিমশোন, ফিলিস্তিনীরা এসে পড়েছে। ধরল তোমাকে। শিমশোন ঘুম থেকে জেগে উঠে ভাবলেন, অন্যান্য বারের মত এবারও আমি বাঁধন ছিঁড়ে মুক্ত হব। কিন্তু তিনি বুঝতে পারলেন না যে পরমেশ্বর তাঁকে পরিত্যাগ করেছেন।


অয়ের রাজা যিহোশূয়ের সৈন্যবাহিনীকে দেখে নগরীর অধিবাসীদের নিয়ে খুব ভোরে ইসরায়েলীদের সঙ্গে যুদ্ধ করার জন্য আরাবা উপত্যকায় সমবেত হলেন। কিন্তু নগরীর পিছনে যে একদল সৈন্য লুকিয়ে রয়েছে তা তিনি জনতেন না।


কিন্তু সেই নারী ঐ দুজন লোককে লুকিয়ে রেখে বলল, হ্যাঁ, সেই লোকেরা আমার কাছে এসেছিল বটে, কিন্তু তারা কোথাকার লোক তা আমি জানি না।


আবার ফিরে এলেন তাঁদের কাছে। দেখলেন, তাঁরা ঘুমাচ্ছেন, চোখ তাঁদের ঘুমে ভারী হয়ে উঠেছে। যীশুকে তাঁরা যে কি উত্তর দেবেন খুঁজে পেলেন না।


ইসরায়েলীরা সেগুলি দেখে বলাবলি করতে লাগল, এগুলি কি? মোশি তাদের বললেন, এই সেই ঈশ্বর-দত্ত খাদ্য।


সিনাই পাহাড়ে মোশির সঙ্গে কথাবার্তা শেষ করে প্রভু পরমেশ্বর মোশিকে দশ অনুশাসন খোদিত দুটি প্রস্তর ফলক দিলেন। ঈশ্বর স্বয়ং প্রস্তর ফলক দুটিতে দশ অনুশাসন খোদিত করে দিয়েছিলেন।


আমি পাহাড় থেকে নেমে ফিরে এসে প্রভু পরমেশ্বরের নির্দেশ মত সেই ফলক দুটি আমার তৈরী সিন্দুকের মধ্যে রাখলাম। তখন থেকে সে দুটি সেই সিন্দুকেই রয়েছে।


একমাত্র জ্ঞানবান ব্যক্তিই বুঝতে পারে সব বিষয়ের প্রকৃত মর্ম, প্রজ্ঞা হাসি ফোটায় তার মুখে, তার চিন্তা করে দূর।


ইসরায়েলীরা তখন মোশির উজ্জ্বল মুখশ্রী দর্শন করত। তারপর থেকে আবার প্রভু পরমেশ্বরের সঙ্গে বাক্যালাপ করতে না যাওয়া পর্যন্ত মোশি ওড়নায় মুখ ঢেকে রাখতেন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন