Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যাত্রাপুস্তক 34:25 - পবিএ বাইবেল CL Bible (BSI)

25 আমার উদ্দেশে প্রদত্ত বলির রক্তের সঙ্গে তোমরা খামির মিশ্রিত কোন ভোগ নিবেদন করবে না। তারণোৎসবের বলির মাংস তোমরা পরের দিন সকাল পর্যন্ত অবশিষ্ট রাখবে না।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

25 তুমি আমার কোরবানীর রক্ত খামিযুক্ত খাদ্যের সঙ্গে কোরবানী করবে না ও ঈদুল ফেসাখের উৎসবের কোরবানীর জিনিস সকাল পর্যন্ত রাখা যাবে না।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

25 “খামিরযুক্ত কোনো কিছু সমেত আমার উদ্দেশে বলির রক্ত উৎসর্গ কোরো না, এবং নিস্তারপর্বীয় উৎসবের কোনও নৈবেদ্য সকাল পর্যন্ত পড়ে থাকতে দিয়ো না।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

25 তুমি আমার বলির রক্ত তাড়ীযুক্ত ভক্ষ্যের সহিত উৎসর্গ করিবে না, ও নিস্তারপর্ব্বীয় উৎসবের বলিদ্রব্য প্রাতঃকাল পর্য্যন্ত রাখা যাইবে না।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

25 “যখন তোমরা আমাকে নৈবেদ্য হিসাবে রক্ত উৎসর্গ করবে তখন তার সঙ্গে খামির দেবে না। “নিস্তারপর্বে উৎসর্গীকৃত মাংস পরদিন সকাল পর্যন্ত রাখা উচিৎ‌ হবে না।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

25 তুমি আমার বলির রক্ত খামিরযুক্ত খাদ্যের সঙ্গে উৎসর্গ করবে না ও নিস্তারপর্ব্বের উৎসবের বলিদ্রব্য সকাল পর্যন্ত রাখা যাবে না।

অধ্যায় দেখুন কপি




যাত্রাপুস্তক 34:25
12 ক্রস রেফারেন্স  

তোমরা বলির রক্তের সঙ্গে খামিরমিশ্রিত কোন দ্রব্য আমার উদ্দেশে উৎসর্গ করবে না। আমার সম্মানে অনুষ্ঠিত উৎসবে আহুতির মেদ তোমরা রাত কাটিয়ে ভোর পর্যন্ত রাখবে না।


তোমরা ঐ মাংসের কিছুই সকাল পর্যন্ত অবশিষ্ট রাখবে না। খাওয়ার পরে যা কিছু বাকী থাকবে সব আগুনে পুড়িয়ে ফেলবে।


এই বলির মাংসের সঙ্গে তোমরা খামির মিশ্রিত রুটি খাবে না। মিশর দেশ থেকে তোমরা খুব অল্প সময়ের মধ্যে ব্যস্তভাবে পালিয়ে এসেছিলে, সেইজন্য সাতদিন তোমরা খামিরবিহীন রুটি খাবে যেন সারাজীবন মিশর থেকে পালিয়ে আসার দিনটি তোমাদের স্মরণে থাকে।


সকাল পর্যন্ত তার কিছুই অবশিষ্ট রাখবে না। বলির পশুর কোন হাড় তারা ভাঙ্গবে না। তারণোৎসবের যে সব বিধি রয়েছে সেই অনুযায়ী তারা উৎসব পালন করবে।


স্বস্ত্যয়নের জন্য কৃতজ্ঞতার বলির মাংস উৎসর্গের দিনেই ভোজন করতে হবে। পরের দিন সকাল পর্যন্ত তার কিছুই রাখা চলবে না।


পরের দিন সকাল পর্যন্ত যদি ঐ মাংস বা রুটির কিছু অবশিষ্ট থাকে তাহলে সব পুড়িয়ে ফেলতে হবে। ঐ খাবার আর খাওয়া চলবে না কারণ তা পবিত্র।


তোমরা খামিরযুক্ত কিছুই খাবে না, তোমাদের সকলের বাড়িতে শুধু খামিরবিহীন রুটি খাওয়া হবে।


সেই রাত্রে তারা সেই মাংস আগুনে ঝলসে খামিরবিহীন রুটি ও তেতো শাকের সঙ্গে খাবে।


তিনি তাদের আর একটি উপমা দিলেন, স্বর্গরাজ্য খামিরের মত, একজন স্ত্রীলোক যা নিয়ে তিন মণ ময়দার মধ্যে রাখল, পরে সমস্তটাই গেঁজে উঠল।


প্রভু পরমেশ্বরের উদ্দেশে তোমরা যে ভক্ষ্য নৈবেদ্য নিবেদন করবে, তা খামির দিয়ে তৈরী করবে না। প্রভু পরমেশ্বরের উদ্দেশে নৈবেদ্যরূপে খামির কিম্বা মধু কখনও আহুতি দেবে না।


তোমাদের বসতির সীমার মধ্যে সাতদিন যেন কোন খামির রাখা না হয়। প্রথমদিন সন্ধ্যায় তোমরা যে বলি উৎসর্গ করবে, তার মাংস যেন সেই রাত্রিশেষে সকাল পর্যন্ত অবশিষ্ট না থাকে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন