Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যাত্রাপুস্তক 32:30 - পবিএ বাইবেল CL Bible (BSI)

30 পরের দিন মোশি ইসরায়েলীদের বললেন, তোমরা মহাপাপ করেছ। তবে আমি এখন প্রভু পরমেশ্বরের কাছে যাব এবং হয়তো তোমাদের পাপের ক্ষমা চেযে নিতে পারব।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

30 পরদিন মূসা লোকদেরকে বললেন, তোমরা মহাগুনাহ্‌ করলে, এখন আমি মাবুদের কাছে উঠে যাচ্ছি; যদি সম্ভব হয়, তোমাদের গুনাহ্‌র কাফ্‌ফারা দেবো।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

30 পরদিন মোশি লোকদের বললেন, “তোমরা মহাপাপ করেছ। কিন্তু আমি সদাপ্রভুর কাছে যাব; হয়তো আমি তোমাদের পাপের প্রায়শ্চিত্ত করতে পারব।”

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

30 পরদিন মোশি লোকদিগকে কহিলেন, তোমরা মহাপাপ করিলে, এখন আমি সদাপ্রভুর নিকটে উঠিয়া যাইতেছি; যদি সম্ভব হয়, তোমাদের পাপের প্রায়শ্চিত্ত করিব।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

30 পরদিন সকালে মোশি সবাইকে বলল, “তোমরা মারাত্মক পাপ কাজ করেছো কিন্তু এখন আমি প্রভুর কাছে যাব এবং চেষ্টা করব যাতে তিনি তোমাদের এই পাপকে ক্ষমা করে দেন।”

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

30 পরদিন মোশি লোকদেরকে বললেন, “তোমরা খুব বড় পাপ করলে, এখন আমি সদাপ্রভুর কাছে উঠে যাচ্ছি; যদি সম্ভব হয়, তোমাদের পাপের প্রায়শ্চিত্ত করব।”

অধ্যায় দেখুন কপি




যাত্রাপুস্তক 32:30
22 ক্রস রেফারেন্স  

শমুয়েল তখন জনতাকে বললেন, ভয় করো না, অন্যায় যদিও তোমরা করেছ তবুও প্রভু পরমেশ্বরের ইচ্ছা পালনে বিরত হয়ো না। মনে প্রাণে তাঁরই ভজনা কর।


সে ও তার পরবর্তী বংশধরেরা চিরকাল আমার পৌরোহিত্য করবে, কারণ সে তার ঈশ্বরের জন্য ঐকান্তিক আগ্রহ দেখিয়েছে এবং ইসরায়েলীদের হয়ে প্রায়শ্চিত্ত সাধন করেছে।


তাহলে হয়তো ঈশ্বর তাঁর সিদ্ধান্ত পরিবর্তন করবেন, প্রশমিত হবে তাঁর ভয়ঙ্কর ক্রোধ, আমাদের আর বিনাশ ঘটবে না।


যা কিছু মন্দ সব ঘৃণা কর, যা ভাল তার প্রতি আসক্ত হও। বিচারসভায় সুবিচার প্রতিষ্ঠা কর তাহলে হয়তো সর্বাধিনায়ক প্রভু যোষেফকুলের অবশিষ্ট লোকদের প্রতি সদয় হবেন।


প্রভু পরমেশ্বর যিহুদীয়া থেকে ইসরায়েলকে বিচ্ছিন্ন করার পর ইসরায়েলীরা নবাটের পুত্র যারবিয়ামকে তাদের রাজা করল। যারবিয়ামের প্ররোচনায় তারা পরমেশ্বরকে পরিত্যাগ করে মহাপাপে লিপ্ত হল।


একদিন না একদিন তিনি আমার দিকে মুখ তুলে চাইবেন এবং এই অভিশাপকে আশীর্বাদে পরিণত করবেন।


প্রভু না করুন, আমি যেন কখনও তোমাদের জন্য বিনতি করতে ক্ষান্ত হয়ে প্রভুর কাছে অপরাধী না হই। আমি বরং তোমাদের সৎ ন্যায় পথে চলতে শিক্ষা দেব।


মোশির কথামত হারোণ তক্ষুণি ধূপদানি নিয়ে জনতার দিকে দৌড়ে গেলেন। ওদিকে তখন তাদরে মধ্যে মহামারী শুরু হয়ে গিয়েছিল, কিন্তু তিনি ধূপদানিতে ধূপ উৎসর্গ করে জনতার জন্য প্রায়শ্চিত্ত করলেন।


ধীর এবং নম্রভাবে বিরোধীদের সংশোধন করবে সে। ঈশ্বর হয়তো তাদের অন্তরে পরিবর্তন আনতে পারেন এবং সত্যের উপলব্ধি দান করতে পারেন।


শাস্ত্রে আছে, কাষ্ঠদণ্ডে যাকে ঝোলানো হবে সে অভিশপ্ত। আমাদের প্রাপ্য অভিশাপ নিজে গ্রহণ করে খ্রীষ্ট বিধানের অভিশাপ থেকে আমাদের মুক্ত করেছেন।


এমন কি জন্মসূত্রে যারা আমার আপনজন, আমার সেই ভাইদের জন্য আমি নিজে খ্রীষ্ট থেকে বিচ্ছিন্ন হয়ে অভিশপ্ত হতেও রাজী হতাম।


আমি বাবার কাছে ফিরে যাব, গিয়এ তাঁকে বলব, ‘বাবা, আমি ঈশ্বরের কাছে এবং আপনার কাছে পাপ করেছি।


এইজন্য তোমায় বলছি যে এর পাপ অনেক কিন্তু তবুও এর সব পাপ ক্ষমা করা হয়েছে। এর ভালবাসা তাই গভীরতর। কিন্তু যে কম পাপ করে ক্ষমা লাভ করেছে, তার ভালবাসাও তাই কম।


এইভাবে প্রভু পরমেশ্বরের দৃষ্টিতে ঐ যুবকদের পাপ অত্যন্ত বেড়ে উঠল কারণ তারা প্রভু পরমেশ্বরের নৈবেদ্যও অবজ্ঞা করত।


তোমরা পরস্পরের কাছে পাপ স্বীকার কর এবং পরস্পরের রোগমুক্তির জন্য প্রার্থনা কর। ধার্মিকের প্রার্থনায় অনেক কাজ হয়, তার প্রার্থনায় প্রভূত শক্তি নিহিত আছে।


কিন্তু কেন তুমি আমার আজ্ঞা অমান্য করলে? কেন তুমি এই ঘৃণ্য কাজ করলে? তুমি হিত্তিয় উরিয়কে বধ করেছ। যুদ্ধে আম্মোনীদের তরবারির মুখে তাকে ফেলে দিয়েছ এবং তার স্ত্রীকে হরণ করেছ।


মোশি তাদের বললেন, তোমরা আজ নিজেদের সন্তান ও ভাইদের বিপক্ষে গিয়ে প্রভু পরমেশ্বরের উদ্দেশে নিজেদের সম্পূর্ণ ভাবে উৎসর্গ করেছ। এই জন্য প্রভু পরমেশ্বর আজ তোমাদের আশীর্বাদ করবেন।


তাঁর পুরোহিতকুলে ছিলেন মোশি ও হারোণ, তাঁর ভক্তবৃন্দের অন্যতম ছিলেন শমুয়েল, তাঁরা প্রভুকে ডাকতেন, তিনি সাড়া দিতেন তাঁদের ডাকে।


এখন কি গম কাটার মরশুম নয়? কিন্তু আমি আজ প্রভুর কাছে বজ্র ও বৃষ্টির জন্য অনুরোধ করব। তাহলে তোমরা বুঝতে পারবে যে নিজেদের জন্য একজন রাজা দাবী করে তোমরা প্রভু পরমেশ্বরের দৃষ্টিতে কি গুরুতর অন্যায় করেছ।


তারা তখন শমুয়েলেকে বলল, আপনার আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের কাছে আপনার এই দাসদের জন্য বিনতি করুন যেন আমরা প্রাণে না মরি। আমাদের জন্য একজন রাজা দাবী করে আমরা আমাদের পাপের বোঝা আরও ভারী করেছি।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন