Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যাত্রাপুস্তক 32:22 - পবিএ বাইবেল CL Bible (BSI)

22 হারোণ বললেন, তুমি আমার উপর রাগ করো না, তুমি তো জান এদের প্রবৃত্তি কত খারাপ!

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

22 হারুন বললেন, আমার মালিকের ক্রোধ প্রজ্বলিত না হোক; আপনি লোকদেরকে জানেন যে, তারা দুষ্টতায় আসক্ত।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

22 “হে আমার প্রভু, ক্রুদ্ধ হবেন না,” হারোণ উত্তর দিলেন। “আপনি তো জানেন এই লোকেরা কত দুষ্টতাপ্রবণ।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

22 হারোণ কহিলেন, আমার প্রভুর ক্রোধ প্রজ্বলিত না হউক। আপনি লোকদিগকে জানেন যে, তাহারা দুষ্টতায় আসক্ত।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

22 হারোণ উত্তর দিল, “মহাশয়, রাগ করো না। তুমি তো জানো এরা সব সময়ই ভুল পথে পা বাড়ায়।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

22 হারোণ বললেন, “আমার প্রভুর ক্রোধ প্রকট না হোক। আপনি লোকেদেরকে জানেন যে, তারা দুষ্টতায় পূর্ণ।

অধ্যায় দেখুন কপি




যাত্রাপুস্তক 32:22
17 ক্রস রেফারেন্স  

তোমাদের সঙ্গে আমার পরিচয় হওয়ার দিন থেকেই দেখেছি তোমরা প্রভুর বিরুদ্ধাচরণ করে চলেছ।


শৌল বললেন, আমি সত্যিই পাপ করেছি। আমি প্রভু পরমেশ্বরের আদেশ লঙ্ঘন করেছি, আপনার কথায়ও কর্ণপাত করি নি। জনতার ভয়ে আমি তাদের কথামতই কাজ করেছি।


কেউ কেউ মোশির কথা না শুনে পরের দিন পর্যন্ত ঐ খাদ্যের কিছুটা রেখে দিল। কিন্তু পরদিন সকালে দেখা গেল, তাতে পোকা ধরেছে এবং দুর্গন্ধ হয়েছে। মোশি তাদের উপর খুব রাগ করলেন।


ইসরায়েলীরা বিক্ষুব্ধ হয়ে মোশিকে জিজ্ঞাসা করল, আমরা এখন কি পান করব?


তারা মোশিকে বলল, মিশরে কবর দেওয়ার জায়গা ছিল না বলেই কি তুমি আমাদের মারবার জন্য এই প্রান্তরে নিয়ে এসেছ? মিশর থেকে বার করে এনে তুমি আমাদের কি দশা করেছ দেখ।


কারণ দুষ্কর্ম না করলে দুর্জনের ঘুম হয় না কারও অনিষ্ট না করা পর্যন্ত শান্তি হয় না তাদের।


শয়নকালেও সে দুষ্কর্মের পরিকল্পনা করে, অসৎ পথেই সে নিজেকে করেছে প্রতিষ্ঠিত, মন্দকে সে কিছুতেই করে না বর্জন।


কারণ তোমাদের বিরুদ্ধাচরণ ও অবাধ্যতার কথা আমি জানি। দেখ, তোমাদের মাঝে আজ আমি জীবিত থাকতেই তোমরা প্রভুর বিরুদ্ধাচরণ করছ, আমার মৃত্যুর পরে তোমরা আরও কি না করবে?


প্রান্তরে তোমরা যে ভাবে তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরকে ক্রুদ্ধ করে তুলেছিলে, সে কথা তোমরা মনে রেখ, ভুএলে যেও না। মিশর থেকে তোমরা যেদিন বেরিয়ে এসেছিলে সেই দিন থেকে শুরু করে এখানে পৌঁছানো অবধি তোমরা ক্রমাগত প্রভুর বিরুদ্ধাচরণ করে এসেছ।


প্রভু পরমেশ্বর তখন মোশিকে বললেন, আর কতকাল তোমরা আমার নির্দেশ অমান্য করে চলবে?


যিহুদা তখন যোষেফের কাছে এগিয়ে গিয়ে বলল, মহাশয়, আপনার এ দাসকে একটি কথা নিবেদন করার অনুমতি দিন। এ দাসের উপর ক্রুদ্ধ হবেন না হুজুর, আপনি, ফারাও-এর সমান।


তিনি হারোণকে জিজ্ঞাসা করলেন, এই লোকগুলি তোমার কি করেছিল যে তুমি তাদের এই মহাপাপে লিপ্ত করলে?


শৌল বললেন, অমালেকীদের কাছ থেকে এগুলি আনা হয়েছে পশুপালের মধ্যে যেগুলি উৎকৃষ্ট সেগুলিকে সৈন্যেরা আপনার আরাধ্য ঈশ্বর, প্রভু পরমেশ্বরের উদ্দেশে বলিদানের জন্য জীবিত রেখেছে, বাকী সব কিছুই আমরা নিঃশেষে ধ্বংস করেছি।


আর অমালেকীদের নিঃশেষে হত্যা করেছি। কিন্তু জনতা ধ্বংসের জন্য নির্দিষ্ট বস্তুর মধ্যে থেকে সেরা গরু ও ভেড়াগুলিকে এনেছে, গিলগলে আপনার আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের উদ্দেশে সেগুলিকে বলিদান করার জন্য।


পাহাড় থেকে মোশির নেমে আসতে দেরী হচ্ছে দেখে ইসরায়েলীরা জোট বেঁধে হারোণের কাছে গিয়ে বলল, আপনি আমাদের জন্য একজন দেবতা তৈরী করে দিন, যিনি আমাদের পথ দেখিয়ে নিয়ে যাবেন, কারণ মোশি, যিনি আমাদের মিশর থেকে নিয়ে এসেছিলেন, তাঁর কি হয়েছে আমরা জানি না।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন