Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যাত্রাপুস্তক 30:30 - পবিএ বাইবেল CL Bible (BSI)

30 হারোণ ও তার পুত্রদের তুমি অভিষেক করে আমার পৌরোহিত্যের কাজের জন্য উৎসর্গ করবে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

30 আর তুমি হারুন ও তার পুত্রদেরকে আমার ইমামের কাজ করার জন্য অভিষেক করে পবিত্র করবে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

30 “হারোণ ও তার ছেলেদের অভিষিক্ত এবং পবিত্র কোরো, যেন তারা যাজকরূপে আমার সেবা করতে পারে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

30 আর তুমি হারোণকে ও তাহার পুত্রগণকে আমার যাজনকর্ম্ম করণার্থে অভিষেক করিয়া পবিত্র করিবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

30 “যাজকরূপে বিশেষ উপায়ে আমাকে সেবার জন্য হারোণ ও তার পুত্রদের গায়েও ঐ তেল ছিটিয়ে দেবে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

30 আর তুমি হারোণকে ও তার ছেলেদেরকে আমার যাজকের কাজ ও সেবা কাজ করার জন্য অভিষেক করে পবিত্র করবে।

অধ্যায় দেখুন কপি




যাত্রাপুস্তক 30:30
11 ক্রস রেফারেন্স  

তারপর অভিষেকের তেল কিছুটা নিয়ে হারোণের মাথায় ঢেলে তাঁকে ঈশ্বরের উদ্দেশে সমর্পণ ও অভিষেক করলেন।


পরে মোশি অভিষেকের তেল কিছুটা এবং বেদীর উপরে সিঞ্চিত রক্তের কিছুটা নিয়ে হারোণের গায়ে ও তাঁর পরিচ্ছদের উপরে, ও তার পুত্রদের ও তাদের পরিচ্ছদের উপরে ছিটিয়ে দিলেন। এইভাবে তিনি তাদের পরিচ্ছদ ঈশ্বরের উদ্দেশ্যে নিবেদন করলেন।


দক্ষ শিল্পীদের মধ্যে যাদের আমি নৈপুণ্য দান করেছি, তাদের তুমি নির্দেশ দাও যেন তারা আমার পৌরোহিত্যের পদে বরণের উদ্দেশ্যে হারোণের জন্য পোষাক তৈরী করে।


হারোণের উক্ত পুত্রেরা আনুষ্ঠানিকভাবে অভিষিক্ত হয়ে পৌরোহিত্যের কর্মে নিযুক্ত হয়েছিল।


এবং পিতার মত তাদেরও অভিষিক্ত করাবে। তাহলে তারা আমার পৌরোহিত্য করতে পারবে। এই অভিষেকের ফলে তারা পুরুষানুক্রমে আমার পৌরোহিত্যের কাজে নিযুক্ত হওয়ার অধিকার লাভ করবে।


তোমার ভাই হারোণ ও তার পুত্রদের তুমি এই সব পোষাক পরিয়ে দেবে, তারপর তাদের অভিষেক করে আমার পৌরোহিত্যের পদে বরণ করবে।


এইভাবে তুমি এগুলি শুদ্ধ করে, উৎসর্গ করবে। এগুলি হবে মহাপবিত্র বস্তু। এগুলির সঙ্গে কোন কিছুর সংস্পর্শ ঘটলে তা পূত ও পবিত্র বলে গণ্য হবে।


ইসরায়েলীদের বলবে যেন তারা বংশানুক্রমে এই পবিত্র অভিষেকের তেল আমার সেবায় ব্যবহার করে।


মোশি তখন বললেন, প্রভু বলেছেন, আমার সান্নিধ্যে যারা আসবে, আমার পবিত্রতা ও প্রতাপকে তাদের অবশ্যই সম্ভ্রম করতে হবে। আমার মহিমা অবশ্যই সর্বসমক্ষে স্বীকৃত হবে। এ কথা শুনে হারোণ স্তব্ধ হয়ে গেলেন।


এ যেন হারোণের মস্তকে নিষিক্ত মূল্যবান তেলের মত, যে তেল তাঁর শ্মশ্রু বেয়ে ঝরে পড়ে তাঁর বসনের উপর।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন